• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৭ | জুলাই ২০২২ | কবিতা
    Share
  • খিদে : আর্যা ভট্টাচার্য



    আমি কি তেমন লিখতে পারি?
    নামজাদা কবিরা যেমন। তোকে কি তেমন ভাবে পেরেছি মজাতে,
    যেমন কবিতা হলে পুরুষেও হাবুডুবু খায়?

    জ্যোৎস্না মসলিনে ধোওয়া, স্বর্গীয় ফুটফুটে প্রেম, রেকাবিতে সাজাতে পেরেছি? যেমন শ্রীরাধা দিতে পারে?

    আমি শুধু খিদে বুঝি, কাব্যবিহীন তীব্র খিদে।

    দেখলেই তোকে লালারসে মুখ ভরে যায়। সবটা তোমার মনে হয়, দুর্ভিক্ষ পীড়িত যেন, একগ্রাসে খাই।

    চেখে দেখতে ইচ্ছে করে তোকে। কিশোরী যেমন গ্রীষ্মে কাঁচা আম, তীব্র খায় মরিচ মাখিয়ে ছেঁচে কুটে; জিভ তালু টাগরায় আকন্ঠ তৃপ্তির শব্দ তুলে।

    দিনরাত বয়ে যায় একমুখী
    বুকভরা এই এক খিদের তাড়সে;
    সিক্ত উন্মাদ জিভ নিঃশব্দে নামের তসবী জপে।


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments