• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯২ | অক্টোবর ২০২৩ | কবিতা
    Share
  • দুটি কবিতা: উন্নতির পানা; সুপারফার্স্ট উন্নতি : অতনু রায়




    উন্নতির পানা
    এই সরু নদীতে
    ঋণকৃত পানার মতো উন্নতি ভাসে...
    ওপারে রেশন দোকান... স্কুল...,
    বাঁশ নেই... সাঁকো নেই...
    পাইপ ভাসে--
    তা ধরেই এপার ওপার
    আর পরপার...

    সুপারফার্স্ট উন্নতি
    ‘চু্‌প, এখন উন্নতির সময়!'--কাগজ আর রক্তচক্ষু বাঘেরা বলছে।

    ওই দ্যাখো—
    ভ্যা ভ্যা করে ট্রেনটা দ্রুত চলে গেল,
    আর ভোঁ ভোঁ করে রেললাইনের পাশের বাচ্চাটা
    কেঁদে উঠল।

    এবার ভালোবাসার উপরেও জিএসটি বসছে।

    গাছতলায় এসে
    বুলবুলিতে ধান খেলেও,
    ট্যাক্স এবার দিতেই হবে।

    এভাবেই কি গল্পটি ফুরালো,
    আর সার-দেওয়া নটে গাছটি মুড়ালো?...


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments