• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯২ | অক্টোবর ২০২৩ | কবিতা
    Share
  • দুটি কবিতা: ভিজে মাটি আর ঋতুজল; অস্বাভাবিক করে : রবীন বসু




    ভিজে মাটি আর ঋতুজল
    যেখানে বসেছি জল, ভিজে গেছে মাটি
    আমার পোশাক ভিজে, তোমার তো ঋতুস্নান
    অপ্রস্তুত দিনমান, বিকেলও মনমরা হল
    এসময় বসি চল উষ্ণ কোনও কফির ক্যাফেতে
    পুরনো দিনের গন্ধ আর যত স্মৃতি ফালাফালা
    ক্ষতচিহ্ন বুকে নিয়ে আমাদের সাঁতার আলাপ
    বিদেশ ভ্রমণে গিয়ে বন্ধুর উৎফুল্ল ফোন
    আমার আর্থিক কষ্ট তোমার সাজানো ড্রইংরুম
    এই সেই চিত্রলতা, বিফলতা আর সৌভাগ্যের ছবি
    বিকেল সহাবস্থানে আছে, যাবতীয় ভুলস্বপ্ন
    রাত্রিশেষে উড়ে যাবে গ্রহান্তিক বিন্যাসে
    বিমূঢ় বিষাদ নিয়ে নক্ষত্রেরা আছে ন্যুব্জ
    যেখানে বসেছি আমি, তুমিও সেখানে বসে
    শুধু ভিজে মাটি আর ঋতুজল সারাৎসার!

    অস্বাভাবিক করে
    যে ফোর-জি নেটওয়ার্ক ধরে ঝুলে আছি
    আসলে সেটা কি ঝুলে থাকা?
    কোনও নিরাপত্তা আছে? বা নিশ্চিত সম্মতি!
    ফাইভ-জি এসে গেলেই হাত ছেড়ে পড়ে যাবো;
    অদ্ভুত কৌশলে তখন হাত লম্বা করে আমাকে
    ফাইভ-জিকে আঁকড়ে ধরতে হবে।

    এই আপেক্ষিক সবকিছু আমাদের ভেঙে দিচ্ছে
    আমরা গুঁড়ো ও চূর্ণ হয়ে অন্যের আঙুল নাড়াতে
    ক্রমাগত নড়ে যাচ্ছি, হেলেদুলে খেলছি অদ্ভুত
    সেই সম্মোহিত খেলা, যা আমাকে প্রাণ থেকে দূরে
    প্রেম থেকে দূরে, স্বাভাবিক থেকে অস্বাবিক করে!


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments