• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯২ | অক্টোবর ২০২৩ | কবিতা
    Share
  • আত্মমৈথুন : নেত্রা মুখার্জী




    শরীরের কিছু অংশে হাত দিলে মন খারাপ হয়।
    বাম স্তনের উপর ঠান্ডা হাত রাখলে চিলেকোঠার
    সোঁদা গন্ধ ভাসে নাকে।
    হাত ঘাড় ছুঁলে তোমার ঠোঁটের ভাঁজের নিপাট
    মিথ্যে কামড়ে ধরে।
    বুকের মাঝে বালিশ চেপে ধরলে
    এলাচ গন্ধে ভরে যায় ঘর,
    তুমি এসেছ, তোমার মাথার চুলে একফোঁটা রক্ত
    নরম কিশোরীর।
    কদমছাঁট চুলে হাত বোলালে
    এক মাঠ ভিজে কাদায় পিছলে
    যাওয়ার দাগ পড়ে বাটিকের ফুলকাটা ফ্রকে।
    ইজেরের ফাঁকে হাত ঢুকে
    চেপে ধরে আমার আশৈশব মনখারাপ।
    নিঃশ্বাসে নোনা বালির গন্ধ,
    জিভে রক্তের স্বাদ,
    তোমার মাথার চুলের ফাঁকে আটকে থাকা
    ভাঙ্গা সংসারের টুকরো,
    আছড়ে পড়ে রোমশ ঠোঁটের আঁষটে আঠায়।
    ডান স্তন ছুঁলে
    দূর থেকে ভেসে আসে ট্রেনের শব্দ,
    আকাশভাঙা মেঘ,
    নাভি ছুঁয়ে
    বারান্দায় মরা ফুলের টবে গিয়ে বসে।
    পোষা বিড়ালটা এসে হাত চাটে,
    শরীরের সঙ্গে আজকের মতো সন্ধিস্থাপন হয়-
    আমরা মেদগুলোকে তুলে রাখব শুধু আমাদের জন্য,
    রাতের অন্ধকারে মুখ ডুবিয়ে খাব
    শান্তিতে, নরম আশ্লেষে।


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments