• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯২ | অক্টোবর ২০২৩ | ছোটদের পরবাস | কবিতা
    Share
  • হারিয়ে যাওয়া বই : জিতেন মিস্ত্রী




    হারিয়ে যাওয়া বই-
    খুঁজে পেলেও কই
    আগের মতো গুন গুন গুন মনে
    মৌপিয়াসী সেই সে মধু বনে
    গায়না গীতি মন মধুকর, পদ্মবনে ওই !
    সবুজ কোলে, আজও দোলে
    কচি ধানের খেলা,
    উদাস আউল, শরৎ বাউল
    আনে আনন্দমেলা।
    খোকা খুকুর অলস দুপুর
    সুরের তালে বাজে না নূপুর
    মন্ত্র তো তার, যন্ত্রে নাচে
    মগজ, কাগজ হেলা,
    কোথায় গেল ভূত ভূতুড়ের
    গা ছমছমে ঠেলা--
    সন্দেশ আর মৌচাক ময়
    পুজোয় আনন্দমেলা।


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments