• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯২ | অক্টোবর ২০২৩ | কবিতা
    Share
  • সবার জন্য নয় : পার্থসারথি সেনগুপ্ত




    কেমন পৃথিবী তোমার বাড়িতে আসে?
    শূন্য দু হাতে নাকি ভরা উচ্ছ্বাসে?
    আমি লিখে রাখি হিসেবের খাতা ভরে
    স্বপ্নের সাথে খেলা করি অগোচরে
    ওই ঝঞ্ঝায় একলা দাঁড়িয়ে আমি
    আমার পৃথিবী একদিন হবে দামি
    ক্লান্ত শরীরে দেখেছি দিনের শেষে
    অঙ্ক মেলেনি রয়ে গেছে ভাগশেষে
    হাওয়ায় উড়িয়ে কিছুটা নিয়েছি ভরে
    ভাগশেষ দিয়ে সাজাব নতুন করে
    রাস্তার পাশে পড়ে থাকা প্রাণ গুলো
    ওদের গায়েতে লেগে থাকা যত ধুলো
    কুড়িয়ে নিয়েছি আমার দু হাত ভরে
    আমার পৃথিবী সাজাব ওদের জুড়ে
    তুমি আসবে না, মিলবে না ব্যাকরণে
    আমার পৃথিবী অন্য দৃষ্টিকোণে


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments