• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯২ | অক্টোবর ২০২৩ | কবিতা
    Share
  • বিপন্নতা : অরণি বসু





    যতবার বিপন্ন হয় সভ্যতা,
    যতবার ছিন্নভিন্ন হয় মানুষের বেঁচে থাকা,
                 মানুষের লজ্জা, সারল্য
    ততবার মাথা নীচু হয়ে যায়।
    নীচু হতে হতে, হে বৃদ্ধ প্রপিতামহ,
    আমি আকাশ দেখতে ভুলে গেছি।


    অলংকরণ (Artwork) : আন্তর্জাল থেকে
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments