• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯২ | অক্টোবর ২০২৩ | সম্পাদকীয়
    Share
  • সম্পাদকীয় : পরবাস

    প্রথমেই সবাইকে শারদ শুভেচ্ছা জানাই। প্রকাশ করতে কয়েকদিন দেরি হয়ে গেলেও আশা করি এই সংখ্যাটি আপনাদের ভালো লাগবে নানা কারণে।

    এই সংখ্যাতে প্রায় ৭০-এরও বেশি লেখার মধ্যে আছে চারটি ধারাবাহিক উপন্যাস, ২২ টি গল্প, ৩টি ছবির গ্যালারি, ৫টি প্রবন্ধ, ৫টি রম্যরচনা। এ ছাড়াও আছে ২টি নাটক, ১৫টি কবিতা ও শিশু/কিশোরদের জন্যে ৫টি লেখা। ১২টি নানা রকমের বইয়ের বিশদ আলোচনা করেছেন ৯ জন লেখক। প্রসঙ্গত, ভবভূতি ভট্টাচার্য পরবাসে এ পর্যন্ত প্রায় ২০০টি বইয়ের আলোচনা করেছেন।

    সম্প্রতি পরবাস প্রকাশ করেছে Rosie Llewellyn-Jones-এর The Last King in India: Wajid Ali Shah বইটির বাংলা অনুবাদ:ভারতে শেষ বাদশাহ: ওয়াজিদ আলি শাহ। অনুবাদ করেছেন শুভময় রায়। ৯ই অক্টোবর, প্রতিক্ষণ-এর সভাঘরে একটি মনোজ্ঞ অনুষ্ঠানে শমীক বন্দ্যোপাধ্যায় বইটির উপস্থাপনা করেন। (বইটির প্রকাশ অনুষ্ঠানে Rosie-র আসার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে অসুস্থতার কারণে আসতে পারেননি।) এই অনুষ্ঠানের ভিডিও-টি আপনারা দেখতে পাবেন ইউটিউবের পরবাস চ্যানেলে। হ্যাঁ, আমাদের একটি ইউটিউব চ্যানেলও আছে -- আপনাদের তার গ্রাহক হতে অনুরোধ করছি।

    দর্শকদের আগ্রহে ইন্দ্রনীল দাশগুপ্তের নাটক ঘর্মূরি পুরাণ কলকাতার দুটি মঞ্চে (জ্ঞান মঞ্চ ও মধুসূদন মঞ্চ) অভিনীত হয়েছে। শিল্প-সাহিত্য-সংবাদ বিভাগে আপনারা এইসব ও অন্যান্য খবর পাবেন।







  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments