• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৬ | অক্টোবর ২০২৪ | রম্যরচনা
    Share
  • মধুপুরের পাঁচালিঃ স্মরণীয়া : সমরেন্দ্র নারায়ণ রায়
    প্রতাপ পোড়েল | গোসাপ | স্মরণীয়া

    এরা তোমাকে দেখেছিলো সেই কতদিন আগে যখন এই জায়গাটায় দুজনে একসঙ্গে এসেছিলাম

    তখন এই বন ছিলো আরো অনেক ঘন আরো অনেক গভীর আর আজ ঠিক যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানটায় বয়ে যাচ্ছিলো একটি ছোট্ট পাহাড়-ধোয়া নালা না নালা নয় ঝর্ণা হ্যাঁ ঝর্ণাই তো

    যে ঝর্ণাটি তোমাকে এনে দিয়েছিলো একটা ডাল ভরা বেগুনী জারুল ফুল এটা কি ফুল শুধোলে তুমি

    এটা জারুলের ফুল একটু ওপরে উঠলেই পাবে দেখতে চলো দেখাচ্ছি দু পা চড়তেই ছোট জারুল গাছ

    আহা রে বলে হাতের জারুল ডালটা দিলে আবার গাছের গায়ে গুঁজে জলের আওয়াজ ঝমঝম করে বেড়ে গিয়ে সমস্ত বনময় ছড়িয়ে পড়লো

    এত দিন পরে আজ এসেছি ঝর্ণাও একটু সরে গিয়ে বইছে কিন্তু আমায় একলা দেখে একেবারে চুপ অবিশ্যি দূর থেকে ভেসে আসছে করাত কলের আওয়াজ

    নিস্তব্ধ এ বন আজও তোমায় ভোলেনি



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • প্রতাপ পোড়েল | গোসাপ | স্মরণীয়া
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments