• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৪ | সেপ্টেম্বর ২০১৬ | রম্যরচনা
    Share
  • দেশান্তরের কথা(সন্ধ্যা ভট্টাচার্যের ডায়েরি থেকে) সন্ধ্যা ভট্টাচার্য :


    (সতের বছরের কিশোরী বউটি এই ইতিহাসের সাক্ষী হয়েছিল। জাতীয় ও ব্যক্তিগত ট্র্যাজেডির মধ্যে দিয়ে তার নতুন দেশঘরে শেকড় ছড়াবার গল্প এটি। তৃণমূলস্তর থেকে দেখা ইতিহাসের এই ভাষ্যের অন্য মূল্য আছে।)



    প্রচ্ছদ| ১| ২| ৩| ৪| ৫| ৬| ৭| ৮| ৯| ১০|



    অলংকরণ (Artwork) : প্রচ্ছদঃ দেবজ্যোতি ভট্টাচার্য অলংকরণঃ সঞ্চারী মুখার্জী, রাহুল মজুমদার
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)