আমার হিরণ্যলোভ
প্রস্তুতি শিবিরে ঘন ছিলে পরে তত নয়
এখন দায়সারা ভাব এক সম্পর্ক রয়েছে
শিবিরে, পতাকা, যতেক, দেখি লতপত করে
আমি যে নোটন ঝোঁটন বাঁধতে ভুলে যাই
একটি সাগর যেন বৃথা, কেন, ঢেউ উতরোল
মাঝখানে কেউ এল, ভাবি, তারও কিছু চাওয়া
আমার হিরণ্যলোভ যদিও দাবীদাওয়া লুকোতে চলেছি
মুখশ্রী মেনেছি বলে তার রৌদ্রাভা ফুরতে চাই না
মুখে চাঁদ রেখেছিল, এক সন্ধ্যা, ওইখানে জব্দ হয়ে থাকি
উধাও
সে উধাও। যাকে অনেকদিন দেখি না।
উধাও, আমিও। তার কাছে।
আমাদের দেখা হোক।
আড়াল সয় না এই গা-খোলা সময়,
এখন, ইদানিং,
তবু না-দেখা এ ওকে লুকিয়ে ফেলে।
দেখা হোক।
খুঁজে বাহির করা, লুকালে, আগে কত্ব পেরেছি,
এখন হয় না। সে কোথাও ভারী হয়ে যায়,
আমি, আমিও। না-ই দেখা হল, বলে, হাওয়া।
না-ই দেখা হল! জানি ধূসরের রেয়াৎ করলে
আর যে হবে না, দেখা। রেয়াৎ, তাকেই, যে উধাও।
ঊর্মির চেহারা, সে, আমি, কাছে
না চাইলে দূরে দূরে .....। দেখা হোক।