• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৬ | সেপ্টেম্বর ২০১০ | কবিতা
    Share
  • দু'টি কবিতা : নিরুপম চক্রবর্তী


    ॥ ফিনল্যাণ্ড ভ্রমণ ॥


    ভিন দেশে ফিন দেশে এইখানে একদম একা
    পুরোনো গীর্জার কাছে নতজানু অরাযুকী নদী
    জলের প্রবাহ স্তব্ধ শেষ শীতে জমাট বরফে
    বিরহের শুভ্রসাজে নদী আজ প্রার্থনায় রত ॥

    এমন অনেক গল্প রূপকথা হয়ে যায় বথনিয়া উপসাগরেতে
    দুর্গের দুয়ার খোলে মাঝরাতে, জাদুকরী আমাকে ডাকেন
    এখন নীলাভ রাতে একসাথে বহুদূর যাবো
    আমাদের জাদুদণ্ডে দ্বীপপুঞ্জে আলো দিতে দিতে ॥

    আমাদের তীক্ষণ নখ আপাতত: আস্তিনে লুকোনো
    আমাদের হিংস্র চোখ রাতের মুখোশে রাখি ঢেকে
    ইদানীং মজে আছি যাযাবর সামিদের গানে
    যে গানের শুরু নেই শেষ নেই তবু আছে মানে ॥

    সুমেরুবৃত্ততে ছিলো বিড়িখেকো বুড়ো সান্তাক্লস
    বল্গা হরিণের রথ তার থেকে ছিনিয়েছি আমি
    এবার বিজয় পথে আমি আর দস্যু জাদুকরী
    ত্রক্রমশ: উত্তরে যাবো পৃথিবীর হিস্সা নিতে নিতে ॥

    এসব নর্ডিক গল্পে তবু থাকে কিছুটা বিষাদ
    একটি নদীর স্মৃতি কারুবাকী অরাযুকী নাম
    পুরোনো গীর্জার কোলে ব'য়ে যাবে বসন্তে আবার
    আমাকে ডেকোনা নদী বিজয়ী রক্তাক্ত হাত ধুতে ॥


    ॥ ইভাস্কুলা : ফিনল্যাণ্ড ॥


    পড়ন্ত দিনের শেষে একখানি নিরুত্সুক ট্রেন
    আমাকে নামিয়ে দিলো ইভাস্কুলা মায়ানগরীতে ।
    এ শহরে রাজা নেই, অধিষ্ঠাত্রী গণিতজ্ঞা নারী
    নিতান্তই জাদুকরী : দৃশ্যময়ী অথচ অধরা
    দিগন্ত ভরিয়ে দ্যান গণিতের শৃঙ্খল নিয়মে
    সোনালী হ্রদের জলে এঁকে দ্যান মরালের সারি ॥

    সেই এক ক্লিশে :
    পাখিদের ডাকেন আকাশে,
    শাদা মেঘে অলস দুপুর
    ফিরতে হবেই বলে ফিরে গেছি অনায়াসে
    `দ্যাখ্‌ শালা আবার এসেছে !'
    -------আইস্ক্রিম মুখে সূর্য হঠাৎ আমাকে দেখে হাসে ।

    সমস্ত উজ্জ্বল বড় তবু বিজ্ঞ মরালেরা জানে
    অনেক গভীর রাতে হুহু ক'রে নেকড়ে বাতাস
    আমার শরীর ছিঁড়ে ফিরে যাবে উত্তরের দেশে ।
    আধো অন্ধকারে তাই ইভাস্কুলা ছায়ানগরীতে
    শিকারী মাংসাশী চাঁদ বলে গেছে নিমন্ত্রণে যেতে ।

    বিদায় দ্যাননি জাদুকরী ।
    তবু যেতে হবে
    তবু এইখানে
    অসীম নৈশ:ব্দ্যে ঘেরা কোনো এক শব্দের বাগানে
    একটি কবিতা ছিঁড়ে চুপি চুপি ফিরে যাবো বাড়ি ॥

    (পরবাস-৪৬, সেপ্টেম্বর, ২০১০)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)