• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৬ | এপ্রিল ২০২২ | বিবিধ
    Share
  • পরবাস শব্দছক : অংশুমান গুহ
    নতুন শব্দছক | আগের শব্দছকের উত্তর



    পাশাপাশিউপরনিচ
    ১) বহু যাতনায় সাত কালের খেলা
    ৪) তৃষ্ণার চক্রিকা নিক নিরাকার দেবতার বা নরের স্বভাব
    ৮) হঠাৎ তাহার অবিবেচনা
    ৯) না রেখে খেলা শিবের মাথার নীচে
    ১১) বসিয়ো, আরো স্বরলিপি দিয়ে বসিয়ো
    ১২) প্রতিমা কী পত্র?
    ১৩) চটকাবি চিল বা আরক
    ১৪) নায়কের সরস দার গহণ
    ১৬) প্রশ্ন করবে বাবু, পিছনে নানা বিবাদ
    ১৭) নসিব বিগত বছরে
    ১৮) মাতলামি মানে শেখা
    ১৯) করবী বিনে কদর বেশী নিজের গ্রামে
    ২০) সামান‍্য দায়হীন দমকায়
    ২১) কাছেই শাসক
    ২২) সকলই সকালে ধরবো, মারধোর বিকালে
    ২৩) দামোদরে আদর দিন, হবে বশে আনা
    ২৪) অসময়ে মইটা দেবে
    ২৬) বিপক্ষে শত উন্মাদ যথেষ্ট
    ২৮) শকুন আনিয়ে খক্ খক্ কর্
    ২৯) প্রাণের প্রবল আবেগ
    ৩০) মাপ বা জনম দেয় যারা
    ৩১) অনেক খুশি হলে দেব নিখিলেশ
    ৩২) মধ‍্যে নাগ, সৎ সত‍্যবতী
    ৩৩) তরাই করবি নিতাই অংশু
    ১) এক ছাদের নিচে সাহস দেব
    ২) মরা গাছের দেহে ওঠা আরক নিও
    ৩) নর্মদা পারে রাতে বীর
    ৪) শত মৃগ গত নয়, কম খেয়ে রোগা
    ৫) ভেজা চা বাঁচাবে, নিরাকার চাঁদ ডুবে গেলে
    ৬) হয় বাহনে সেনার সারি নামাল বিমান
    ৭) দু’তিনটে অতি প্রয়োজনে অপবাদ, দুর্জন বংশ
    ১০) দু’বারে কৃশ কলি
    ১২) প্রেম-কাদা মেখে, কান কেটে সমর্পণ
    ১৩) তােমা-কাছে কি নিঃস্বরে কত না রকম
    ১৫) সমর রীতি
    ১৬) বিপুল বনে হতাশ নেহাত রক্ষী
    ১৮) কোন দাতার নারদ চাওয়া?
    ১৯) বই দে - দিতে হবে
    ২০) ক্রমে পরে আরব ভালোবাসবে
    ২১) সপ্তম জাতিরা নেতাজির অবসান
    ২২) টানা ছ’সাত ছাতা চুরি সোজা
    ২৩) উত্তর পিছে রেখে ক্ষীণ দাস যদি বদলাই
    ২৪) অসংখ‍্য বার শুনে মন পালটায়
    ২৫) নামজাদা মহাপশুর পা নেই
    ২৭) শতবার রানী আসে ভাদরে
    ২৮) ছলনায় কে পা দেয়?
    ৩০) ধাবমান মনে আটকা
    ৩১) কেবল বাদলে পাখি






  • নতুন শব্দছক | আগের শব্দছকের উত্তর
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments