• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯২ | অক্টোবর ২০২৩ | ছবি
    Share
  • স্ট্রিট আর্ট: ওকল্যান্ড, ক্যালিফোর্নিয়া : পার্থ চক্রবর্তী
    ১ | |

    ওকল্যান্ডকে অনেকেই মনে করেন স্যান ফ্রান্সিসকোর প্রদীপের তলার অন্ধকারটুকু। বে ব্রিজ পেরোলেই ঢিল ছোঁড়া দূরত্বে, কিন্তু মননে আলোকবর্ষের ফারাক, উজ্জ্বল স্যান ফ্রান্সিসকো সিটির পাশে ঘরোয়া ওকল্যান্ড টাউন। ছড়ানো ছিটানো, অগোছালো, কিন্তু প্রাণ প্রাচুর্যে ভরপুর। ব্ল্যাক প্যান্থারদের আঁতুড়ঘর, আবার ডিজনিল্যান্ডের অনুপ্রেরণা। আর পথে পথে দেওয়ালে দেওয়ালে হঠাৎ আলোর ঝলকানির মত রংয়ের বিস্ফোরণ। তারই ছিটেফোঁটা রইল পরবাসের জন্য। আমার অনেক দূরের শারদোৎসব, আমার থীম পুজো।























  • ১ | |
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments