

পরবাসে প্রকাশিত ইন্দ্রনীল দাশগুপ্তের লেখা নাটক ঘর্মুরি পুরাণ এবার অন্য নামে কলকাতার মঞ্চে, দর্শকের আগ্রহের জন্য এক মাস পরে আরেক বার অভিনীত হল !
এটি অভিনীত হয়েছে ১২ই সেপ্টেম্বর 'মধুসূদন মঞ্চ'-এ; প্রযোজনা- 'সহজ'; নির্দেশক - ময়ূখ মজুমদার। নাটকটি 'মুকুট পড়িল পদতলে' নামে মঞ্চস্থ হয়েছে। প্রথমবার অভিনীত হয়েছিল ৯ই অগস্ট, 'জ্ঞান মঞ্চ'-এ।
Rosie Llewellyn-Jones-এর The Last King in India: Wajid Ali Shah বইটির অনুবাদ ভারতে শেষ বাদশাহ: ওয়াজিদ আলি শাহ প্রকাশিত হয়েছে 'পরবাস' থেকে। অনুবাদ করেছেন শুভময় রায়।বইটির প্রকাশ উপলক্ষ্যে অক্টোবর ৯, ২০২৩-তে প্রতিক্ষণ-এর 'বই-চা'-ঘর-এ একটি মনোজ্ঞ আলোচনা সভাতে রাজীব চক্রবর্তী, চিরন্তন কুন্ডু, ও দীপঙ্কর চৌধুরীর সঙ্গে বক্তব্য রাখেন শুভময় রায় এবং দীর্ঘ ও মনোগ্রাহী আলোচনা করেন শমীক বন্দ্যোপাধ্যায়। শেষ মুহূর্তে অসুস্থতার কারণে Rosie Llewellyn-Jones আসতে পারেননি।