• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯২ | অক্টোবর ২০২৩ | শিল্প-সাহিত্য-সংবাদ
    Share
  • শিল্প-সাহিত্য-সংবাদ : পরবাস

    || এ-টা সে-টা ||

    'পরবাস'-এ যাঁরা লিখেছেন বা লেখেন তাঁদের ও সম্প্রতি প্রকাশিত কিছু বই ও অন্যান্য খবর। (যে-সব বইতে পরবাস-এ প্রকাশিত লেখা সংকলিত হয়েছে সেগুলিকে তারকাখচিত করা হ'লো।)

    পরবাসে প্রকাশিত ইন্দ্রনীল দাশগুপ্তের লেখা নাটক ঘর্মুরি পুরাণ এবার অন্য নামে কলকাতার মঞ্চে, দর্শকের আগ্রহের জন্য এক মাস পরে আরেক বার অভিনীত হল ! এটি অভিনীত হয়েছে ১২ই সেপ্টেম্বর 'মধুসূদন মঞ্চ'-এ; প্রযোজনা- 'সহজ'; নির্দেশক - ময়ূখ মজুমদার। নাটকটি 'মুকুট পড়িল পদতলে' নামে মঞ্চস্থ হয়েছে। প্রথমবার অভিনীত হয়েছিল ৯ই অগস্ট, 'জ্ঞান মঞ্চ'-এ।
    Rosie Llewellyn-Jones-এর The Last King in India: Wajid Ali Shah বইটির অনুবাদ ভারতে শেষ বাদশাহ: ওয়াজিদ আলি শাহ প্রকাশিত হয়েছে 'পরবাস' থেকে। অনুবাদ করেছেন শুভময় রায়

    বইটির প্রকাশ উপলক্ষ্যে অক্টোবর ৯, ২০২৩-তে প্রতিক্ষণ-এর 'বই-চা'-ঘর-এ একটি মনোজ্ঞ আলোচনা সভাতে রাজীব চক্রবর্তী, চিরন্তন কুন্ডু, ও দীপঙ্কর চৌধুরীর সঙ্গে বক্তব্য রাখেন শুভময় রায় এবং দীর্ঘ ও মনোগ্রাহী আলোচনা করেন শমীক বন্দ্যোপাধ্যায়। শেষ মুহূর্তে অসুস্থতার কারণে Rosie Llewellyn-Jones আসতে পারেননি।



    10-21-2023 তারিখের 'কলকাতার কড়চা'-য় পরবাস-এর বই প্রকাশ অনুষ্ঠানের কথাঃ
    এ বার বাংলায়
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments