• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯২ | অক্টোবর ২০২৩ | রম্যরচনা
    Share
  • মধুপুরের পাঁচালি: কহারিন (১০০/০) : সমরেন্দ্র নারায়ণ রায়




    মুখটা যে তোর পড়েও না আর মনে
    হারিয়ে গেলাম তুই না কি রে আমি
    খেলার বেলায় সরকারী শালবনে
    কেউ বুঝিনি সময় কত দামী

    কাপড় আমি কুঁচিয়ে নরুণপেড়ে
    বামুন ভোজন ন'গাছ টুকু গায়ে
    জলের জগ দিদিরা নিলো কেড়ে
    বললে তোকে নুন নিয়ে তুই আয়

    ক্ষার মাটিতে কাচা কাপড় পরে
    সকাল থেকেই চান করে চুল বেঁধে
    হেঁশেলে ফেললি কত কাজ করে
    দু'রকম তো ডালও দিলি রেঁধে

    জলের ব্যাপার পড়েই ছিলো চোখে
    নেড়ে চেড়ে দিলাম রেখে ভাত
    জল দিতে যে দেয়নি ওরা তোকে
    "শরীর খারাপ" রইলো পড়ে পাত

    বিকেল বেলার সুয্যি তখন ঢলে
    পড়তে এলি নিয়ে শেলেট বই
    মুখ শুকনো চোখ দুটো ছলছলে
    "এই দেখ এনেছি তোর জন্যে দই"


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • বাগরো | চটকার মাঠ | কহারিন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments