ISSN 1563-8685

পরবাস-৭০ সূচিপত্র

New Additions to the Translation Section

Part 5 of A Scrapbook of Memories and Reflections - Ketaki Kushari Dyson
"This section will, I think, be in the nature of a postscript. Maybe like topping up a tank. To arrive at Oxford from India in the autumn of 1960, as I did, was in many ways a very complex experience, much more complex, I suspect, than my fellow students around me would have realized. ..."
Part 1| Part 2| Part 3| Part 3| Part 5 |


Part 10 of Ichhamoti (ইছামতী) - Bibhutibhushan Bandyopadhyay's classic novel, translated by Chhanda Chattopadhyay Bewtra, being serialized in Parabaas.

"But in the backcountry village, behind everyone’s eyes, Shipton ran his kingdom as before. People still feared him. After the excitement of Indigo Mutiny, people had returned to their previous fear and respect for the sahibs. ...”

Cover| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |


সম্পাদকীয় চিঠিপত্র শিল্প-সাহিত্য সংবাদ লেখক পরিচিতি





উষাগ্রামের উত্তেজনা - রঞ্জাবতী চট্টোপাধ্যায় "আস্তে আস্তে যাওয়ার দিনটা এগিয়ে এল।আরে, চারটে দিন তো। বিদেশে পড়তে থোড়াই যাচ্ছি! কিন্তু মা-বাবাদের তা বোঝানোই দায়। বাস ছাড়তে, আমরা পাড়ি দিলাম আমাদের বহুকালের স্বপ্নের রাজ্যে। ভেবেছিলাম রাস্তায় গল্পের বই পড়ব কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে ..." (ভ্রমণ)


বাঘের ছানা আর হাতির ছানার গল্প - — কৌশিক ভট্টাচার্য " এই নিয়ে বাবার কাছে দুঃখের কথা বলতে গেছিলো বাঘের ছানা, কিন্তু বাবা দাঁত মুখ খেঁচিয়ে ওকে বলে দিলেন, “ব্যাঘ্রাচার্য ঠিক-ই তো বলেছেন। তুই বাঘ না গোরু যে দশ ফুট লাফাতে পারবি না?” ... " (গল্প)



ধারাবাহিক উপন্যাস
রাহুলের ডায়েরি থেকে - ইন্দ্রনীল দাশগুপ্ত
"শেষ কথাটা বোধহয় বলা উচিত হয়নি। রাহুল আটকাতে পারেনি। শুনে শ্যামলী খানিক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে ছিল। তারপর মোচড় মেরে যেতে উদ্যত হলে রাহুল খপ করে হিন্দী সিনেমার লোফারের মত ..."

|



ফরিয়াদ - সাবর্ণি চক্রবর্তী
"মেনকা ঘুমে ঢুলে ঢুলে পড়ছিল। সারারাত গাছের ওপর কাটাতে হবে, এরকম ঘুমিয়ে ঢুললে তো নিচে পড়ে যাবে। প্রতিমা নিজের কান্না থামিয়ে মেয়ের শাড়ির আঁচলটা দুটো ফেকড়ির জোড়ের জায়গাটায় ..."

| |


রম্য-ইতিহাস (ধারাবাহিক)
মহাসিন্ধুর ওপার হতে - অমিতাভ প্রামাণিক
"দেশে ফিরতেই ভাস্কো ডা গামা আর তার সাঙ্গোপাঙ্গদের জন্য রাজকীয় সম্বর্ধনার আয়োজন করা হল। তারা ভারতে যাওয়ার জলপথ আবিষ্কার করে ফেলেছে, মানে খুলে গেছে মশলার বাণিজ্য করে বিপুল লাভের..."

| | |



সাক্ষাৎকার
সাক্ষাৎকার— অধ্যাপক অমলকুমার মুখোপাধ্যায় - দীপঙ্কর চৌধুরী, গার্গী চৌধুরী ও রাজীব চক্রবর্তী
"আমরা যখন প্রেসিডেন্সি কলেজে পড়েছি, স্বর্ণযুগ ছিল সেটা। অধ্যাপক তারকনাথ সেন, সুশোভন সরকার, গোপীনাথ ভট্টাচার্য, প্রবাস জীবন চৌধুরী ! মহারথী ছিলেন এঁরা! ছাত্র-অন্ত-প্রাণ! এঁদের ডক্টরেট ডিগ্রিও ছিল না। ..."




সাক্ষাৎকার—রবীন মণ্ডল - কালীকৃষ্ণ গুহ ও রাজীব চক্রবর্তী
"হঠাৎ একদিন তারাপদবাবু এসে জ্যাঠামশাইকে বললেন দাদা একজন গুণী লোককে এনেছি। তিনি কে? না ভীমসেন যোশী! তারাপদবাবু বললেন একটু গান-বাজনা হবে না! ..."

|

প্রবন্ধ, সমালোচনা, রম্যরচনা, স্মৃতিকথা

দেশান্তরের কথা (৮) সন্ধ্যা ভট্টাচার্য
" স্মৃতিপটে যে মধুর স্মৃতিচিত্র আঁকা ছিল সে-সবের আর কিছুই অবশিষ্ট নেই। সব নিশ্চিহ্ন, রূপান্তরিত। আমার মাতৃভূমি বাংলা তখন অন্য এক দেশের অধীন, আমাদের কাছে বিদেশ, পরদেশ। ..." (ধারাবাহিক স্মৃতিকথা)
প্রচ্ছদ | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | |




শতবর্ষে স্মরণ

সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা রবিন পাল
"একালের পাঠক লক্ষ করলেন ‘পদাতিক’-এর প্রকাশক ‘কবিতা ভবন’ (১ম সং ১৯৪০) এবং বুদ্ধদেব বলেন--‘দশ বছর আগে বাংলার তরুণতম কবি ছিলাম আমি। ...সম্প্রতি এই ইর্ষিতব্য আসন সমর সেনেরও বেদখল হয়েছে, বাংলার তরুণতম কবি এই সুভাষ মুখোপাধ্যায়।’ ..."



আলোর দিকে পাল্লা ভারী করার লড়াই শ্রীকুমার চট্টোপাধ্যায়
"সুভাষ মুখোপাধ্যায় বাঙালির সংগ্রামী চেতনার পূর্বপুরুষ। অভ্রান্ত ছন্দে, ভরপুর স্বপ্নে যিনি বিদ্রোহের চিত্রকল্পের নির্মাতা। ‘কমরেড, আজ নবযুগ আনবে না?’— এই নীল গ্রহের যে কোনো প্রান্তে সংগ্রামের..."




সুভাষ মুখোপাধ্যায়ের ‘আমার বাংলা’: আত্মজৈবনিক অথবা কঠোর ভাবে রাজনৈতিক সায়ন্তন সেন
"কৈশোর পার করে, যৌবন পার করে, ঐ যে, এখনও সুভাষ মুখোপাধ্যায় হাঁটছেন। জাপপুষ্পকে ঝরে ফুলঝুরি, সুভাষ তখনও হাঁটেন। কবির নশ্বর দেহ হাইজ্যাক করা যায়, কবিতাকে তো নয়— এই আমাদের অক্ষয় সান্ত্বনা। ..."


পুরনো পরবাস থেকে সোমজিৎ দত্তর লেখা--
স্মরণঃ সুভাষ মুখোপাধ্যায় (১৯১৯-২০০৩) এবং কবিতা কবির মৃত্যু




কবিতার ভাষা ও আমাদের ভাষামানচিত্র: এক প্রস্থ সওয়াল আর দুয়েকটি প্রস্তাব
যুধাজিৎ সরকার
"বাংলাভাষা থেকে বাংলাদেশ হারিয়ে গেছে বললে কতটুকুই বা বলা হয়? কিন্তু এইটুকু অন্তত বলা যাচ্ছে যে যা হারিয়েছে তা ভাষা থেকেই হারিয়েছে। ফলে তাকে যদি ফিরিয়ে আনতে হয়, যদি ফিরিয়ে আনা আদৌ সম্ভবপর হয় ..."



অমিতাভ ঘোষ: ইতিহাস ও সাহিত্যের যুগলবন্দী
অংকুর সাহা
"বহতা স্রোতস্বিনীর ধারার মতন গতিময় অমিতাভ ঘোষের উপন্যাসগুলি। ইতিহাস, সাহিত্য ও মানবজীবনের শাখানদীগুলি গিয়ে মিলেছে তার সঙ্গে। কথাসাহিত্য ছাড়াও তিনি নিয়মিত হাত দিয়েছেন...'"


পুস্তক-সমালোচনা - বেস্কিড পাহাড়ের ভার্জিন মেরি!
শান্তনু চক্রবর্তী
নিরুপম চক্রবর্তীর কবিতার বইয়ের সমালোচনা।



বন্য স্ট্রবেরির সুবাস
কুমকুম সরকার
সঞ্জয় মুখোপাধ্যায়ের 'বুনো স্ট্রবেরি' বইটির সমালোচনা।



ছবিপ্রেম (৩)
শবনম দত্ত
"উফিজি গ্যালারির সামনে যখন লাইন দিলাম, বেশ ঝিরঝির করে স্নো পড়ছে। ঠিক পাশেই আর্নো নদীটা বেলা দশটাতেও একটু আবছা। লাইন পার করে ভেতরে ঢুকতে সাড়ে দশটা বাজল। প্রথমেই ছুটলাম বার্থ অফ ভেনাস ..."

| | |

হুঁকোদাকে
নিবেদিতা দত্ত
"জানো তো হুঁকোদা, হাওড়া কোলকাতার কিন্তু কোনো স্নানের বালাই নেই, সব যেন বাসি। যদি বলি আশপাশ দেখে একটা তুলনা মনে এল, যেন এক বয়স্কা বারাঙ্গনা আলসেমি ভরে হাঁটুতে কাপড় তুলে মাথার উকুন বাছছে, ..."
কল্পকথায় স্মৃতির আঁচড়ে উজ্জ্বল এক ক্যানভাস
সিদ্ধার্থ সেন
-- সঞ্জয় ঘোষের শিল্পী যামিনী রায়ের জীবন-ভিত্তিক উপন্যাস 'যামিনী কলকাতা সংলাপ' বইয়ের সমালোচনা।





এ কালী লাভার’স জার্নি
জয়ন্ত নাগ
নীলা ভট্টাচার্য সাক্সেনা-র 'Absent Mother God of the West: A Kali Lover's Journey in to Christianity and Judaism' বইটির আলোচনা।





       

গ্রন্থ-সমালোচনা —ভবভূতি ভট্টাচার্য

আবিষ্কৃত হলো ক্যান্সার রোগ সমূলে বিনাশের নতুন চিকিৎসা পদ্ধতি
নূপুর রায়চৌধুরি
"অতি সম্প্রতি ক্যান্সার গবেষণার একটা যুগান্তকারী সম্ভাবনাময় দরজা খুলে গেছে। তার নাম--ইমিউনোথেরাপি। হাজার হাজার রোগীদের চোখে জ্বল জ্বল করছে আশার আলো, ..."


সংখ্যা-সম্রাজ্ঞী আডা লাভলেস: কবিতায়-বোনা গণিত
সিদ্ধার্থ মজুমদার
"অ্যানাবেলার সঙ্গে বায়রনের সম্পর্ক একেবারেই ভালো ছিল না। অসম্ভব অসুখী আর জটিল সেই সম্পর্ক। আসলে বিয়ের পরেও বায়রনের উচ্ছৃঙ্খল জীবনযাপন আর দুশ্চরিত্র স্বভাবের এতটুকুও বদল ..."

কবিতা

খেলাঘর - চিরন্তন কুন্ডু

দুটি কবিতা - অনিতা অগ্নিহোত্রী

প্রস্তুতি
- কালীকৃষ্ণ গুহ

তিনটি কবিতা
- অনুষ্টুপ শেঠ

দুটি কবিতা - অঞ্জলি দাশ

নিকট-দূর - অরণি বসু

কবিতাগুচ্ছ - সুনন্দন চক্রবর্তী

দুটি কবিতা - নিরুপম চক্রবর্তী

শূন্য হাতে ফিরি - মায়া সেনগুপ্ত

গোধূলির ডাকপিওন (#২৪) - সুবীর বোস

অভিধান - বিশ্বজিৎ মণ্ডল

কমলাবাগান - ১২ - তুষ্টি ভট্টাচার্য


গল্প

অকম্মা - দিবাকর ভট্টাচার্য "বিকেলের পড়ন্ত আলো এসে পড়েছে গাড়ির মধ্যে থাকা সেই শীতল শায়িত মুখটিতে। দিনান্তের সেই সোনালী আলোয় অদ্ভূতভাবে স্পষ্ট হয়ে ওঠা মুখটিতে যেন স্মিত হাসি। যেন সেই হাসিতেই বলছে ..."


বিসর্জন এবং কেন আমি বৃষ্টিজল ভয় পাই সিদ্ধার্থ মুখোপাধ্যায়-র দুটি গল্পঃ "ইন্দর তলিয়ে যাচ্ছিল। জলের নিচে ঘোলাটে অন্ধকার। বুকে চাপ চাপ ব্যথা, শ্বাস নিতে পারছে না। কোথায় যেন পড়েছিল, জলে ডুবে যাবার সময় ফুসফুস বডিতে অক্সিজেন সাপ্লাই কাট ..."



বিজয়া - ঐশী রায় "সেদিন তেরোই জুন। দোতলার ঘরে রাত্রে মাস্টারদার পায়ের কাছে বসে তাঁর কথা শুনছি, ভোলা শুয়ে পড়েছে, নির্মলদা অভ্যাসমত দরজায় ঠেস দিয়ে বন্দুক পরিষ্কার করতে বসেছেন। হঠাৎ উঠে দাঁড়িয়ে মাস্টারদাকে..." (ঐতিহাসিক গল্প)



কাকামণি - সাম্য দত্ত " বড্ড জ্বালা করছে মতিনের চোখদুটো। জানালাটা বন্ধ করতে করতে খেয়াল হল, এয়ারগানটা জানালার ঠিক ওপরেই হুক থেকে ঝুলছে। কিন্তু বড্ড উঁচু, তার হাত এখন‌ও অতদূর পৌঁছয়..." (ঐতিহাসিক গল্প)



আরশীনগরের পড়শী এবং ঘুমের আঁচল
অরিন্দম গঙ্গোপাধ্যায়ের-র দুটি অণুগল্পঃ "মাকে দেখতে ভারি অন্যরকম লাগছিল। সুন্দর। আর এতদিন পরে তার একটু লজ্জা-লজ্জাও করছিল।..."




বসন্তসন্ধ্যা এবং ইমতিয়াজ মিয়াঁর ফ্যাশন
অতনু দে-র দুটি গল্পঃ "মল্লিকবাজার অঞ্চলে মেয়েকে একা ছাড়তে ওনার ঠিক সাহস হয় না – তা সে মেয়ে বিলেত গিয়ে যতই তালেবর হোক না কেন। তাছাড়া বীথির মায়ের দৃঢ় বিশ্বাস এই ইমতিয়াজ ওঁর মেয়েকে..."




শখ - অনুষ্টুপ শেঠ "গুঁফো লোকটা একটা অটোর পাশে দাঁড়িয়ে ওকে ডাকছে। শেয়ারে যাবার ধান্দা মনে হয়। বড় বড় পা ফেলে একদম পাশে গিয়ে দাঁড়ায় পার্থ। খুব নরম গলায় জানায় ও সিটিতে যাবে না, যাবে পানশেট ড্যাম ..."



ছত্তিশগড়ের চালচিত্র (১০) -- তুরতুরিয়া মঠের মোহান্ত ও গরম ভাতের গল্প - রঞ্জন রায় "সন্ধের দিকে ঘুরতে ঘুরতে আমিও হাজির হয়েছি মেলায়। কিছু ডিফল্টার ক্লায়েন্টকে তাগাদা দেব, নতুন লোন নেওয়া দোকানিদের—যেমন মিষ্টির দোকান, তেলেভাজার দোকান, ছিপিয়া বা মেয়েদের প্রসাধন সামগ্রীর ..."
প্রথম চিত্র | দ্বিতীয় চিত্র | তৃতীয় চিত্র | চতুর্থ চিত্র | পঞ্চম চিত্র | ষষ্ঠ চিত্র | সপ্তম চিত্র | অষ্টম চিত্র | নবম চিত্র | দশম চিত্র


সন্ন শঙ্খচূর্ণী - সুস্মিতা কুণ্ডু "জলে ঝাঁপ মারার আগেই মুচ্ছো গেল মেয়েটি। সন্ন তো পড়ল মহা ফাঁপরে। এবার কী করে, মেয়েটা যদি মরে যায়, কিংবা জ্ঞান ফিরলে যদি ফের মরতে যায়। অসহায় মানুষ দেখলেই মনটা বড় কেমন ..."



ছুমন্তর - সুরজিৎ মণ্ডল "ছুটির দিনে স্কুলের কোন সাড়াশব্দ যখন পাওয়া যায়না, জায়গাটা বড্ড নিঝুম। বড়পুকুরের ধারে গনু খালি গায়ে গামছাটা কৌপীনের মত করে পরে নিয়ে কসরৎ চালিয়ে যাচ্ছে। পাশেই রাখা আছে সর্ষের..."


স্বখাত সলিল - রূপা মণ্ডল "সহেলীর সাথে অঞ্জনের প্রেম আজ থেকে নয়। সেই ইলেভেনে পড়ার সময় থেকেই। সহেলীর প্রাণের বন্ধু ছিল রাকা। রাকার মাধ্যমেই অঞ্জনের কাছে প্রেম নিবেদন। আজও সেই দিনটার কথা মনে পড়লে..."



তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা… - দেবারতি চ্যাটার্জী "নাকে পোড়া পোড়া গন্ধটা এসে ধাক্কা মারতেই চটক ভাঙে পিহুর। দ্রুতপায়ে রান্নাঘরে ঢুকেই টের পায় সবটা শেষ। চার-পিস মাছই পুড়ে খাক, চারদিকে ধোঁয়া। ঝুপ করে একটা দীর্ঘশ্বাস ..."



বাঁশির করুণ ডাক বেয়ে - দেবাশিস দাস "পরের দিন খুব ভোরে বন-বিভাগের একটা হুডখোলা মারুতি-জিপসী গাড়িতে সে, বোরা আর একজন বন্দুকধারী গার্ড রওনা হল। বেশি লোকজন দেখলে গিবন দেখাই দেবে না। তবে আপৎকালীন স্থিতিতে..."




পুরোনো বে স্টেশন ও লাল পলাশের সংবিত্তি - হাসান জাহিদ "একদিন ভীষণ গর্বে পেটে হাত বুলাতে বুলাতে রোমেনা বলল, ‘টরোন্টো থেকে আমার বান্ধবী ফোন করেছিল। ফৌজিয়া ও তার বর সেখানে অনেকবছর ধরে সেটেল্ড। ওদের কাছাকাছি..."



বিদেশবাবু ও নক্ষত্রসুন্দরী - বন্দনা মিত্র "এরপর বিদেশবাবু ও নক্ষত্রকুমারীদের প্রেম বিনা বাধায় চলতে থাকে। চাকরি পাওয়ার পর প্রথম মাসের মাইনে দিয়ে বিদেশবাবু একটা সস্তার টেলিস্কোপ কিনেছিলেন, রাতে ছাদে টেলিস্কোপ খাটিয়ে আকাশ..."



মোরগ - পিউ দাশ " পালেদের বাড়ির পিছন দিক দিয়ে যাওয়া সরু একটা গলিই হচ্ছে শোভনের ঘরের সদর রাস্তা। পালেদের দুটো বাথরুমের পিছনের দেওয়ালের গা ঘেঁষে। ..."



তকদির - মুরাদুল ইসলাম "সেইদিন রাত এগারোটার দিকে আমি কিছু বেঞ্চ প্রেস, ডাম্বেল প্রেস, ডাম্বেল ফ্লাই মেরে বের হয়েছি জিম থেকে, মনে হচ্ছে বুকের ছাতি কয়েক ইঞ্চি ..."


ঝরে পড়ার বৃত্তান্ত - ঋত্বিক লাহিড়ী " গরুমারার বুক চিরে গাড়ি ছুটছে হু হু করে। বাসের জানলার ধারে একা বসে জঙ্গলে চোখ রেখেছে সৌত্রিক। জঙ্গল জঙ্গল, কতরকম সবুজ, কত গাছ, কত জায়গায় গাছের পাতা ঝরে ..."


হিমশৈল এবং উদ্‌যাপন
সৌমেন ভট্টাচার্য্য-র দুটি অণু গল্পঃ "মিল্টুর বউয়ের মুখখানা বর্ষার মেঘের মতো থমথমে; আর কিছুটা আনমনা - কী যেন ভেবে চলেছে রাতদিন। চোখদুটো কালো ফাঁদলে একেবারে ডুবে গেছে গোলগাল মুখখানায়, যেন কত রাত ..."



জামাই থেকে ঘরজামাই - সুব্রত ঘোষ "সন্ধ্যার কাছাকাছি বনের শেষপ্রান্তে এসে পৌঁচেছি। এমন সময় বনের মধ্যে কয়জনকে দেখতে পেলাম। আরে এরা তো সবই আমাদের গাঁয়ের লোক। আমরা দুজনে ওদের দিকে এগিয়ে যেতে ওরা বলল তোরা কোথায় যাবি? ..."



রূপকথা নয় - দেবলীনা দাস "মেয়েটার নাম টিয়া। টিয়া আমার হাত ধরে পুকুরের ঘাট বেয়ে নামতে শুরু করল বুঝলি। সেই নীলপুকুর বিশাল পুকুর, শান বাঁধানো তার ঘাটের সিঁড়ি কদ্দূর নেমে যায় সে কেউ জানে না, ..."



চলচ্চিত্র - ধূপছায়া মজুমদার "আটটার বাসটা এসে স্ট্যাণ্ডে দাঁড়াতেই চার পাঁচটা ছেলেমেয়ের দলটাকে বাস থেকে নামতে দেখল সত্যেন। গত কয়েকদিন ধরেই দেখছে, বাসস্ট্যান্ড চত্বরে ঘুরঘুর করছে ছেলেমেয়েগুলো, কোনওদিন দলবেঁধে, ..."




রোগা লোকের গল্প - শ্রেয়া ঘোষ "রাত গভীরে ফিরতি পথ ধরেছিল মার খাওয়া লোকটা। কোনক্রমে। চেনাশোনা মোটাসোটা লোক ছিল কজন মেলায়। আহা-উহু অব্দি। গাড়িতে একটু স্টেশন অব্দি পৌঁছে..."



আবার আসিব ফিরে - দেবতোষ ভট্টাচার্য "আজ সকালে ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। মাথাটা বড্ড যেন ভার ভার লাগছে। কিছুটা ধাতস্থ হতেই বুঝতে পারে তার হাতদুটো শক্ত করে পেছনে বাঁধা। কেঁপে উঠল গ্যাব্রিয়েলা —রাত্রে কি খাবারে কিছু ..."



ফ্যান - মলয় সরকার "বিয়ের আগে গোবিন্দ অসীমাকে সব বলেছিল, দেখ আমার এই অবস্থা। কিছুই নেই আমার। চালচুলো, আত্মীয়স্বজন কেউ নেই। একটা জিনিস অসীমার খুব ভাল লেগেছিল, গোবিন্দ মিথ্যে কথা..."



আত্মজ - স্বর্ভানু সান্যাল "চিন্তিত মুখে বিজয়ের দিকে তাকিয়ে থাকে ধনঞ্জয়। নাহ, তিনি মিছেই আশায় দিন গুনছেন। এই বিজয় এখনও ভাবছে ও আদতে মানুষ। আর ওর দ্বারা সৃষ্ট অজয় একটা সিমুলেটেড..."



তুমি আর নেই সে তুমি - সৌরাংশু সিংহ "কদিন ধরেই মনে হচ্ছিল — আজ সব্জি কাটতে বসে হাত কেটে গেল রত্নার। ধারালো বঁটিটা গাজরটাকে দুফাল করে ফেলার পরেও ডান হাতের বুড়ো আঙুলটা রয়ে গেছিল সেখানে। যেন কোন অদৃষ্ট মুহুর্তের..."



রাসমনির সংসার - শুভলক্ষ্মী ঘোষ "রাসমনি, শর্মিলার বাড়ি ঠিকে কাজ নিয়েছে বছর পাঁচেক হল। শর্মিলা কলেজে পড়ান। বিয়ে-থা করেন নি। ৭৫০ স্কোয়ার ফিটের ওয়ান বেডরুম ছোটো ফ্ল্যাটে একা থাকেন। বাড়িতে কাজ কর্মের বেশি চাপ..."
ভ্রমণকাহিনি, প্রকৃতি
জলের তলায় বাগান - ছন্দা চট্টোপাধ্যায় বিউট্রা
"পশ্চিম গুজরাটে কচ্ছের রন দিগন্তবিস্তৃত বেলাভূমির জন্য বিখ্যাত। সেইখানেই সমুদ্রের খাঁড়ির আশে পাশে, ছো্ট ছোট দ্বীপ ও বেলাভূমির ধারে ধারে ভাঁটার সময় জল অনেকদূর সরে যায়। মাছের লোভে নানারকম পাখিরাও..."




নাটক
তিনজন তালুকদার - রঞ্জন রায়
"আরে না মশাই। যা ভাবছেন তা একেবারেই নয়। বৌমা আমার খুব যত্ন করে। আমার খুঁটিনাটি খেয়াল রাখে। সকালে বেড-টি, বিস্কিট। রোজ নতুন নতুন জলখাবার। দশটায় মৌসুমী ফলটল। .."



parabaas@parabaas.com
© 1997 - 2018 Parabaas Inc. All rights reserved.