• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৯ | ডিসেম্বর ২০১৭ | চিঠি
    Share
  • চিঠিপত্র :

    Click below to read comments on other sections:

    Translation Section
    Rabindranath section
    Buddhadeva Bose section
    Satyajit section
    Shakti section
    Jibanananda section

    Feedbacks on the Rabindranath Section

    Feedbacks on Ketaki Kushari Dyson's and Sandhya Bhattacharya's memoirs

    Feedback on Bhaswati Ghosh's translation in Shakti Chattopadhyay Section


    নিবেদিতা দত্তর আখ্যান আনুর গপ্পো

    Incredible writing! So simple and so good! And all about everyday matters, not special events. Of course, in Bihar of those days, girls rarely got to see "special events", but they sure ruled the roost in matters domestic.

    Once again, my open admiration for the writes!!

    S N Roy (মার্চ ২০১৮; roy.sa...@gmai...)


    ভবভূতি ভট্টাচার্যের গল্প খট্টরবাবা

    আর একটু বৈজ্ঞানিক ব‍্যাখ‍্যা থাকলে আরও ভালো লাগত। গল্পের ভূমিকার তুলনায় সমাপ্তি একটু বেশী abrupt লেগেছে। কিন্তু মোটের উপর খুব ভালো।

    শান্তনু বর্মণ (মার্চ ২০১৮; barmansantanu2...@gmai...)


    দিবাকর ভট্টাচার্যের গল্প তথাগত মুখশ্রীটি

    পরিস্থিতির সঙ্গে মানুষের মন বদলায়। যৌবনে যে মুখ ছিল আতঙ্কের, ঠেলে সরিয়ে রাখা ছিল ট্রাঙ্কের নিচে, পরিণত বয়সে সেই মুখ কমনীয় হয়ে আসে। একাকীত্বর সময় বন্ধু হয়, সঙ্গ দেয়। দিবাকর ভট্টাচার্যর গল্প মানুষের মনের গহন থেকে তুলে আনতে পারে মুক্তো বুকে রাখা ঝিনুক। ওপরের আপাত কঠিন খোলাটি ছাড়ালেই ঝলমলে আলোর দ্যুতি চোখে পড়ে।

    সিদ্ধার্থ মুখোপাধ্যায় (মার্চ ২০১৮; smukh...@gmai...)


    মানসী পাণ্ডার কবিতা বর্ষা দিনে

    It’s a wonderful piece of work!

    Abhijit Ghosh (ফেব্রুয়ারি ২০১৮; Ghosha.ch...@gma...)


    রবিন পালের প্রবন্ধ নভেম্বর বিপ্লব ও রুশ-সাহিত্য

    সময়োপযোগী লেখা; কিন্তু কেমন একমাত্রিক লাগল।

    ভাল হত যদি উনি নীচের তথ্যগুলিও উল্লেখ করতেন এবং তার নিজস্ব মূল্যায়ন করতেন। যেমনঃ

    ১) আন্না আখমাতোফা, মেন্ডেলস্টাম ও পাস্তেরনাক -- এই গুরুত্বপূর্ণ তিন কবির কী হাল হয়েছিল?

    একটি বিদ্রুপাত্মক কবিতায় স্তালিন নিয়ে ইঙ্গিত আছে সন্দেহে উনি [মেন্ডেলস্টাম] আজীবন জেলে গেলেন ও সেখানেই মারা গেলেন। ওঁর স্ত্রীর লেখা 'হোপ এগেইন্সট হোপ' ও 'Hope abondoned' দেখা যেতে পারে। (সাম্প্রতিক কালের কোলকাতায় অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে সেই হিসেবে লাকি বলতে হবে।)

    ২) গোর্কির সম্পাদনায় ১৯০৪-এ প্রকাশিত পত্রিকা জারশাহী একমাসের মধ্যে বন্ধ করে দেয়। কিন্তু সমাজতান্ত্রিক রাশিয়াতেও ১৯২২-এ একই হাল হয়। শেষে ওঁকে শরীর সারানোর অজুহাতে ইতালিতে গিয়ে এক দশক কাটাতে হয়। উনি সোশ্যালিস্ট রাশিয়ায় লেখক-শিল্পী-বুদ্ধিজীবিদের শ্রমিক হিসেবে ব্যবহার করার কড়া বিরোধিতা করেন।

    ৩) বুল্গাকভ-এর 'মাস্টার এন্ড মারগারিটা' উপন্যাস সোভিয়েত আমলে আমলাতন্ত্র প্রকাশ করতে দেয়নি।

    ৪) বরিস পাস্তেরনাকের 'ডক্টর জিভাগো' নোবেল পেলে সরকার তাঁকে একঘরে করে ও প্রাইজ নিতে যেতে দেয়নি।

    ইত্যাদি।

    রঞ্জন রায় (ফেব্রুয়ারি ২০১৮; ranjan...@gmai...)


    সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের গ্রন্থ-সমালোচনা অনন্য বাস্তবঃ কড়াপাক নরমপাক

    কড়াপাক নরমপাক-এর রিভিউটি অনবদ্য লিখেছেন, সিদ্ধার্থবাবু। আমি সহমত। এই বইটি না-পড়া পাঠক, বাংলা সাহিত্যের একটি দুরন্ত বাঁকের হদিশ ছেড়ে যাবেন।

    অভিজিৎ চক্রবর্তী (ফেব্রুয়ারি ২০১৮; abhijit19...@gma...)


    শ্রীময়ী চক্রবর্তীর রম্যরচনা লম্বা হাত

    ছেলেবেলার স্মৃতিচারণ একটি সুন্দর প্রবন্ধের রূপ নিয়েছে, যার উত্তর কখনো পাওয়া যাবে না। আইনের লম্বা হাত জগন্নাথের হাত হয়েছে উপমাটি সার্থক। লেখিকার চিন্তা ভাবনাকে শ্রদ্ধা জানাই।

    শশাঙ্ক শেখর দেবনাথ (ফেব্রুয়ারি ২০১৮; sasanka...@gmai...)


    অনুষ্টুপ শেঠের কবিতা তিনটি কবিতা: নদী, অনন্ত, সহজ

    এমন অনেক আধুনিক কবিতা আছে যা পড়তে পারি না এবং পড়ি না। কেন-না, তা বুঝি না। এক একসময় মনে হয় এগুলো বাংলা ভাষা তো! এখন যে নদী, অনন্ত এবং সহজ নামের তিনটে 'বাংলা' কবিতা পড়লাম, মনে হলো, বাংলাতেও তাহলে এত সুন্দর, এত কাব্য-সুষমামণ্ডিত কবিতা লেখা যায়! সাধু, সাধ।

    মানস কুমার ভট্টাচার্য (জানুয়ারি ২০১৮; doctorma...@gmai...)


    সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের গল্প ল্যাটিচ্যুড লঙ্গিচ্যুড

    একটি অসাধারণ টানটান গল্প! অতি সাহসী প্লট, একদম অচেনা। শুধু লেখার গুণে শেষাবধি পড়িয়ে নিয়ে যায় তরতর করে। অত্যন্ত নিপুণ কলম সিদ্ধার্থের, a master storyteller!

    কবিতা ও গদ্য দুটোতেই এমন সমভাবে দুরুস্ত্ কলম সচরাচর পাওয়া যায় না।

    মুগ্ধ হলাম পড়ে... এটাই শেষ লাইন!

    দীপংকর চৌধুরী (ফেব্রুয়ারি ২০১৮; cdpn...@rediffma...)


    ঝরঝরে গদ্য, মনোরম গল্প বলার ভঙ্গি। শেষ অব্দি টানটান থাকে গল্পের সাসপেন্স। এক কথায় - চমৎকার !!

    অতনু দে (জানুয়ারি ২০১৮; myata...@gmai...)


    রাহুল রায়ের গল্প ভার্চুয়াল

    গল্পটি আমার খুব ভালো লেগেছে। আধুনিক নাগরিক জীবনের একটি চলমান অতি পরিচিত ছবি লেখকের কলমে অনায়াস দক্ষতায় বিমূর্ত হয়ে উঠেছে।

    শিল্পী রাহুল রায়ের হাতে আঁকা ছবিগুলিও মনকে স্পর্শ করে, বিশেষ করে পেন্সিল স্কেচ-এ বাবা-মা'র ছবি অসাধারণ...অনবদ্য...

    পরবাস ও লেখক-শিল্পী রাহুল রায়কে অনেক ধন্যবাদ।

    নীলাঞ্জনা মুখোপাধ্যায় (জানুয়ারি ২০১৮; mnilanja...@gmai...)


    I read your magazine, it is good. The short story of Rahul Ray dealing with various aspects of a virtual relationship is really good; the emotional aspects of the relationship as portrayed is touching, reminding us once again how in today's world we have slowly become dependent on various social sites, skype etc. Morevoer I liked his sketches too.

    Chitrita Gupta (জানুয়ারি ২০১৮; cgpta...@gmai...)


    বাসবী চক্রবর্তীর গ্রন্থ-সমালোচনা “কোথাও মায়া রহিয়া গেল”

    আলোচনাটি আবেশভরে পড়তে পড়তে কখন যে শেষ হল! আরো কিছুক্ষণ চলতেই পারত। "ওগো মায়া ওগো বাতায়ন" পথে নিজ বিচরণ এই যে ছিন্ন হয়ে পড়ল আর সাথে সাথে ধনুকের ছিলায় লাগা টানের মতো সংকলনটি হাতে পাওয়ার বাসনা আমাকে উৎকণ্ঠিত করে তুলেছে, তা বাসবী দেবীর সযতন শব্দ চয়ন ও প্রকাশ ভঙ্গির জন‍্যই সম্ভব হল।

    খুব খুশি হলাম যে সঞ্জয়বাবুরা আর বাসবীদেবীরা আছেন। সব কিছু এখনো "হাটে" বিকিয়ে বা হারিয়ে যায় নি। ভরসা পেলাম।

    পরবাসকে অশেষ ধন‍্যবাদ।

    অসীম মিত্র (ফেব্রুয়ারি ২০১৮; bipulataranga_b...@rediffm....)


    প্রবন্ধ নিয়ে আলোচনার প্রবন্ধ এতোই স্বাদু যে পড়তে পড়তে দু:খ হয় কেন সঞ্জয়ের লেখা পড়িনি! বহুবছর দেশ-ছাড়া. কত কিছু দেখিনি, শুনিনি, জানিনি।

    বিশ্বায়নের কালো ছায়া আজ সারা পৃথিবীতে. অশুভ! তার মধ্য দিয়েই ফিনিক্স পাখির মত শুভ জেগে উঠবে - দৃঢ় বিশ্বাস. রক্তের ডালপালারা আবার জীবন্ত হয়ে উঠবে?

    রাহুল রায় (ফেব্রুয়ারি ২০১৮; ba...@bu....)


    চমৎকার সুন্দর গ্রন্থ সমালোচনা। সঞ্জয় মুখোপাধ্যায়ের গদ্যের আমিও এক মুগ্ধ পাঠক। সমালোচনাটি পড়ে বইটা পড়ার আগ্রহ চাগিয়ে উঠলো।

    অতনু দে (জানুয়ারি ২০১৮; myata...@gmai...)


    বাসবী চক্রবর্তী প্রণীত “কোথাও মায়া রহিয়া গেল” নামক আলোচনাটি অতীব সুলিখিত। পাঠান্তে পরিতৃপ্ত হইলাম। একটি নিরানন্দ বাজারী পত্রিকায় সঞ্জয় মুখোপাধ্যায়ের এই সকল ব্লগ সমুদয় ইতিপূর্বে পাঠ করিয়াছি। ব্যক্তিগতভাবে আমার সেই পত্রিকার গুণমানে আস্থা নাই, তথাপি প্রতীত হয় যে এই রচনা সমুদয় ক্লেদজ কুসুম যথা প্রস্ফুটিত হইয়াছে। আমি আনন্দিত। বাংলা প্রবন্ধসাহিত্যের রক্তাল্পতা মোচনের প্রত্যাশাটির গুরুভার সঞ্জয় মুখোপাধ্যায়ের স্কন্ধে সত্তর দশকে আমিই অর্পণ করি, সঞ্জয় তাহা পূর্ণ করিয়াছেন কিনা সে প্রসঙ্গ আলোচনাসাপেক্ষ! তবু নব্য প্রজন্মের বাসবী চক্রবর্তীরা একদা আমারই মতো সঞ্জয়ের রচনা পাঠে মুগ্ধ, এই তথ্য আনন্দ প্রদান করে আর তাহাতে অজস্র মায়া রহিয়াই যায়!

    নিরুপম চক্রবর্তী (জানুয়ারি ২০১৮; nchak...@gmai...)


    ভবভূতি ভট্টাচার্যের গ্রন্থ-সমালোচনা

    দারুণ। ভবভূতিবাবুর সমালোচনাটা নিজের গুণেই সাহিত্য। অনেক ভাল বইয়ের কথা জানা গেল।

    যশোধরা রায়চৌধুরী (জানুয়ারি ২০১৮; yashodhara1...@gmai...)


    হৃদি কুন্ডুর আমাদের পুজোর নাটক ও ভিডিও

    লেখাটা ভালো, ভালো, খুব ভালো। সাবলীল। লিখতে থাকো।

    অমৃতেশ রায় (জানুয়ারি ২০১৮; amritesh.roy2...@gma....)


    খুব চমৎকার, হৃদি আরও অনেক লেখো।

    জয়ন্তী অধিকারী (জানুয়ারি ২০১৮; drjayantia...@gma....)


    অমিতাভ প্রামাণিকের ধারাবাহিক 'রম্য-ইতিহাস' মহাসিন্ধুর ওপার হতে

    অসাধারণ লাগলো। অনেক কিছু নতুন জিনিস জানলাম। গল্পের ছলে গত হাজার বছরের ইতিহাস কি সুন্দর ছবির মত চোখের সামনে চলে এল ...

    ঊশ্রী দত্ত নন্দী (জানুয়ারি ২০১৮; creative.usr...@gmail....)


    নিরুপম চক্রবর্তীর অনুবাদে ফিনদেশী কবি সির্‌ক্কা সেলিয়ার কবিতাগুচ্ছ

    কবিতা পাঠ আমার কাছে সময় সাপেক্ষ ব‍্যাপার। বুঝতে সময় লাগে। গভীরে যেতে একাধিক বার পাঠ করতে হয়। মন ছুঁয়ে গেল ফিনিশ কবিতার অনুবাদ। শেষ কবিতাটা বড় নির্মম পরিহাস। বিশেষতঃ বই মেলার পরিপ্রেক্ষিতে!

    সুচরিতা (ফেব্রুয়ারি ২০১৮; bisucha...@yahoo.c...)


    এনার লেখা আগে পড়া ছিলো না! কয়েকটা বেশ ভালো লাগলো। আশ্চর্য নিজস্বতা আছে কন্ঠস্বরে, আর তর্জমায় খুব ভালো ফুটে উঠেছে সেটা। আরও পড়ার আগ্রহ রইল। ফরাসি কবিতার স্নায়ুবিপর্যয়বাহী সিম্বলিজমের সঙ্গে একটা সাদৃশ্য খুঁজে পেলাম!

    সৌমসুন্দর মুখোপাধ্যায় (জানুয়ারি ২০১৮; saumyasu...@gmai...)


    খুব ভাল লাগল। ইউরোপের অধুনাতন কবিতায় অ্যাবস্ট্র্যাকশন আছে, শূন্যতা ও সময়ের গতিবেগের বোধ, দার্শনিকতা... আগেও দেখেছি অন্য কবিতায় বিশেষত ফরাসি লেখায়।

    সার-রিয়ালিস্ট ও কি কিছুটা, যথা ময়ূর ও বেড়ালের ওই কম্বো? পপলারের দেশ থেকে চিঠি আসার কবিতাটি যেমন, ছোঁয়া গেল। অনুবাদ খুব ঝরঝরে, এটা প্রাপ্তি বইকি।

    যশোধরা রায়চৌধুরী (জানুয়ারি ২০১৮; yashodhara1...@gmai...)


    বেশ লাগল কবিতা-কটি। আমরা এখানে জীবন-যাপনের কবিতা লিখি বেশি। ওঁরা, ইউরোপে, এখনও বিশুদ্ধ কবিতা-যাপন লিখে যাওয়া চেষ্টা করছেন।

    নিরুপম চক্রবর্তী শুনেছি দাবী করেন, তিনি নাকি ছন্দবিহীন রচনায় স্বভাবগতভাবে অস্বছন্দ। আমার তো কোথাও বিন্দুমাত্র কোনো অস্বাচ্ছন্দ্য নজরে পড়ল না, অন্তত এই অনুবাদে। দিব্যি ইউরোপীয় এক হাওয়া খেলে গেল বাংলা ভাষায়। আরও হোক। প্রত্যাশায় রইলাম।

    তৃণাঞ্জন চক্রবর্তী (জানুয়ারি ২০১৮; trinanjan.chak...@gmail....)


    এক আশ্চর্য নীরবতা ধারণ করে আছে ফিনিশ কবির লিখনগুলি। পরাবাস্তবতার আলো-আঁধারি ছুঁয়ে প্রকৃতির স্বকীয় বর্ণমালা, অনুভববেদ্যতা শিকড় ছড়ায় চেতনার গভীরে। অনুবাদের ভঙ্গিও ভারী স্বচ্ছ। স্বাভাবিক প্রবহমানতা সব কবিতার শরীর জুড়ে। ভিনদেশি কবিতাগুলো আশাতীত অবগাহনের ইঙ্গিত আনে।

    সুদেষ্ণা ঘোষ (জানুয়ারি ২০১৮; 1232.sude...@gmai...)


    সাবর্ণি চক্রবর্তীর ধারাবাহিক উপন্যাস ফরিয়াদ

    আমরা পরবাসের প্রাচীন পাঠককুল সাবর্ণিদার কলমের নিবেদিতপ্রাণ ভক্ত। তাঁর সুনামের প্রতি যোগ্য বিচার করেই আশা জাগিয়ে শুরু করেছেন নতুন উপন্যাস!

    পরবর্তী সংখ্যার দিকে অধীর আগ্রহে চেয়ে আছি।

    দীপংকর চৌধুরী (জানুয়ারি ২০১৮; cdp...@rediffm...)


    রোহণ কুদ্দুসের গল্পঅনুরণ

    এই রকম একটা গল্প লেখা অতি কঠিন কাজ, যাতে "সেইসব খুচরো কাজের তুলনায় অর্ণবের হাতের ‘আই লাভ অনি’ ছিল হেমন্তর সিস্টিন চ্যাপেল"-এর মত বাক্য থাকে! রোহণ অতি উচ্চমানের গল্প-বলিয়ে। কিন্তু, অনন্যা, ঐ কথাটা গল্পে ইংরেজিতে লেখার কথা রয়েছে না?

    দীপংকর চৌধুরী (ফেব্রুয়ারি ২০১৮; cdpn...@rediffm...)


    রোহণ আমার প্রিয় লেখকদের অন্যতম। এই গল্পটি সুপার্ব। প্রথমে যেই ঝিলের প্রসংগ উঠল বুঝতে পারলাম এক জাত লেখকের হাতে ফিউচারিস্টিক সাহিত্য এবার কাব্য হবে। যা কিনা শীর্ষেন্দুর জাতের কথা মনে পড়ায়। কিন্তু একেবারে এখনকার এক লেখকের ভবিষ্যৎকালের লেখা এটি।

    যশোধরা রায়চৌধুরী (জানুয়ারি ২০১৮; yashodhara1...@gmai...)


    একদা ট্যাবু বিষয়বস্তু নিয়ে লেখা বলে নয় শুধু, অসাধারণ মায়াবী এই তরুণ লেখকের গল্প লেখার হাত। অনন্তকাল বাদে পরবাস-এ রোহণ কুদ্দুসের প্রত্যাবর্তন এই অনন্য সুন্দর গল্পটিকে নিয়ে। সুস্বাগতম!

    নিরুপম চক্রবর্তী (জানুয়ারি ২০১৮; nchak...@gmai...)


    নূপুর রায়চৌধুরির গল্প মিতুর অঙ্কের মাস্টারমশাই

    বেশ লেখাটি...

    ত্রিদিব কুমার আচার্য চৌধুরী (জানুয়ারি ২০১৮; tkac...@gmai...)


    রাহুল রায়ের আঁকা ছবি

    সুন্দর লাগলো রাহুল রায়ের আঁকা ছবিগুলি।

    নিরুপম চক্রবর্তী (জানুয়ারি ২০১৮; nchak...@gmai...)


    শবনম দত্তর প্রবন্ধ ছবিপ্রেম

    দারুণ লাগল।

    গার্গী সিংহ (জানুয়ারি ২০১৮; gsinha2002...@yahoo.co....)


    অরিন্দম গঙ্গোপাধ্যায়ের তিনটি কবিতা

    দীর্ঘদিন বাদে পরবাস-এ অরিন্দম গঙ্গোপাধ্যায়ের কবিতা পড়ে মন ভরে গেল।

    নিরুপম চক্রবর্তী (জানুয়ারি ২০১৮; nchak...@gmai...)


    ভবভূতি ভট্টাচার্যের 'বিজুদা সিরিজ'-এর গল্পকুমড়ো-দেবতা

    এবারের বিজুদা সিরিজের গল্পের বিষয়টা এমন, যে এর থেকে আরো একটা গল্প আশা করা যেতেই পারে। পাবো কি?

    অরিন্দম গঙ্গোপাধ্যায় (জানুয়ারি ২০১৮; probasi_a...@yahoo.c...)


    রচনাটির নাম দেখে বা শুরুর বেশ কিছুটা গল্প এগিয়ে যাওয়া পর্যন্ত বুঝতে পারিনি, আসলে কী নিয়ে এই লেখাটি! প্রথমে এল, আগে না-শোনা ‘ফ্রেনোলজি’ বলে একটি বিদ্যার নাম। তারপর 'ক্রাইম ডিটেকশন, আকস্মিক অন্তর্ধান, ভূগর্ভস্থ মুক্তো …!' এইসব রহস্যময় বিষয়ের কথার পাকে পাকে কখন যে পৌঁছে গেলাম গল্পের গভীরে, টের পাইনি প্রথমে! পরে বুঝতে পারলাম যে, এই পরিভ্রমণ আসলে ‘Holloow Earth Theory’–কে কেন্দ্র করে! যদিও pseudo science, তবু এখনও বেশ কিছু বিজ্ঞানী এ নিয়ে চর্চা করে চলেছেন! তাছাড়া এসব নিয়ে বেশ কিছু চিত্তাকর্ষক রচনা লেখা হয়েছে। রয়েছে কল্পবিজ্ঞান সিনেমা! যার কিছু কিছু কথা গল্পের ফাঁকে ফাঁকে উল্লেখ করেছেন এখানে লেখক! যেমন জুলে ভার্নের লেখা “এ জার্নি টু দা সেন্টার অফ দা আর্থ" (১৮৬৪) কিংবা Rodney Cluff-এর লেখা ‘World Top Secret: Our Earth is Hollow’!

    অষ্টাদশ শতকের স্বনামধন্য জ্যোতির্বিদ এডমন্ড হ্যালিও বিশ্বাস করতেন যে planet was composed of a hollow shell!

    এমন একটি চিত্তাকর্ষক বিষয়ের কথা প্রথম শুনলাম আমি! ভাবছিলাম সিনেমা পরিচালক হলে এই রচনাটি আশ্রয় করে বেশ জমাটি একটি রোমহর্ষক সিনেমা করতাম! বলা বাহুল্য রচনাটি একটি চমৎকার প্রকৃত ‘সায়েন্স ফিকশন’ ধারার রচনা! এই রচনার পরিভ্রমণের সঙ্গে সঙ্গে পাঠক যেমন পৌঁছে যাবে একাধিক অজানা রহস্যময় রাজ্যে। তেমনি শেখা হয়ে যায় এ বিষয়ে কত অজানা তথ্য!

    এর আগে লেখকের ‘কড্ডাশিনি’ রচনাটি পড়েছি, মনে পড়ল! সেটিও কল্পবিজ্ঞান রচনা! বুঝতে অসুবিধা হয় না যে, এরকম একটি রচনা লিখতে গেলে লেখককে কত গবেষণা ও পড়াশোনা করতে হয়! সব চেয়ে বড় কথা উপস্থাপনা! টানটান ভাবে লেখাটি এগিয়ে নিয়ে যায় পাঠককে নানান রহস্যের মোড়কে!

    সিদ্ধার্থ মজুমদার (জানুয়ারি ২০১৮; siddharthamaj...@gmai...)


    অসামান্য রিসার্চের ফলাফল। বিজুদা সিরিজের বই শীঘ্র হচ্ছে শুনেছি। এইটে তাতে থাকছে তো?

    অনেক দিক থেকে সুতো এনে টেনে এখানে বেঁধেছেন ভবভূতি। দারুণ একটা অভিজ্ঞতা। সরস তো বটেই। মীরার কেন বোবা কালা হতেই হল সেটা অবিশ্যি বুঝলাম না।

    যশোধরা রায়চৌধুরী (জানুয়ারি ২০১৮; yashodhara1...@gmai...)


    শ্রুতকীর্তি লেখক জনাব ভবভূতি ভট্টাচার্যর বিজুদা কার্যক্রমের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন!

    নিরুপম চক্রবর্তী (জানুয়ারি ২০১৮; nchak...@gmai...)


    অনুষ্টুপ শেঠের কবিতা তিনটি কবিতা

    অনুষ্টুপ শেঠের ছন্দের হাত চমৎকার। আমি ওঁর কবিতার মগ্ন পাঠক। এবারকার সংখ্যায় প্রথম কবিতাটি চমৎকার। অভিনন্দন।

    পূর্বিতা পুরকায়স্থ (জানুয়ারি ২০১৮; pjpurkay...@rbi.or...)


    দেবাশিস দাসের গল্প অপেক্ষা

    মুগ্ধ হলাম নতুন লেখক দেবাশিসের এই গল্পটি পড়ে। কলম দিয়ে ভয়াল রসের সৃষ্টি করা সহজ কাজ নয় মোটেই। আর দেবাশিস সফল তাতে। গা-শিরশির করা ভৌতিক গল্প বেশি পড়তে পাওয়া যায় না। তবে, সম্পাদক মহাশয়ের কাছে একটা অনুরোধ এই থাকবে যে এহেন গল্পকে "ভৌতিক গল্প" শিরোনাম দিয়ে দিন। উৎসাহী পাঠক নইলে মিস করে যাবেন যে!

    দীপংকর চৌধুরী (জানুয়ারি ২০১৮; cdp...@rediffm...)


    শ্রীময়ী চক্রবর্তীর গল্প পাহাড়ি ফুল

    ভালো লেগেছে। শীর্ষনামটি বেশ, বিশেষ অর্থবহ।

    দীপংকর চৌধুরী (জানুয়ারি ২০১৮; cdp...@rediffm...)


    অংকুর সাহার 'নিবিড় পাঠ' রাঢ় বাংলার মাটিতে যাদুবাস্তবতা — সৈয়দ মুস্তাফা সিরাজের “অলীক মানুষ”

    অসাধারণ! অসাধারণ! গ্রন্থ-সমালোচনা কী ভাবে লিখতে হয়, অঙ্কুরবাবুকে পড়ে শিখতে হয় তা।

    দীপংকর চৌধুরী (জানুয়ারি ২০১৮; cdp...@rediffm...)


    অতনু দের গল্প করাল কুম্ভীর, সেই ছবিটা,বিশ্বাসবাবুর গান

    [করাল কুম্ভীর]

    খুব মজা কাগল গল্পটা পড়ে। সাধুভাষায় লেখা--অনেকদিন পরে এইরকম লেখা পড়তে পড়তে স্কুলজীবনের বাংলা ক্লাসের কথা মনে পড়ে যাচ্ছিল। আর স্বপ্ন, বাস্তবের ওভারল্যাপটা খুব ভালো লাগল।

    Sharmi (মার্চ ২০১৮; sharm...@yaho...)


    চমৎকার। আইডিয়াল ছোটোগল্প।

    ছন্দা বিউট্রা (জানুয়ারি ২০১৮; bewtra...@gmai...)


    [সেই ছবিটা]

    ইনটারেস্টিং ভাবনা--আইরনি অব লাইফ--কারো পৌষমাস, তো কারো সর্বনাশ...

    Sharmi (মার্চ ২০১৮; sharm...@yaho...)


    দারুণ ভালো লেগেছে।

    জয়ন্তকুমার পাল (ফেব্রুয়ারি ২০১৮; pauljayantak...@gmai...)


    Darun.... Gripping

    Arpita (ফেব্রুয়ারি ২০১৮; Senj8...@gmai...)


    Nice and tight - reads very smoothly and well. Looking forward to more gems from this author.

    Rathindra Basu (জানুয়ারি ২০১৮; rathindra...@gmai...)


    [বিশ্বাসবাবুর গান ]

    দারুণ গল্প, মন খারাপ করা, আবার একই সাথে সায়েন্স ফিকশনের জাদু। গল্পটা পড়তে পড়তে জর্জ বিশ্বাসের গানের রেশ কানে ভেসে আসছিল...

    Sharmi (মার্চ ২০১৮; sharm...@yaho...)


    দারুণ, গল্পটা অভিনব, ভালো ও সাবলীল।

    জয়ন্তকুমার পাল (ফেব্রুয়ারি ২০১৮; pauljayantak...@gmai...)


    Fabulous and well researched.

    Smita (জানুয়ারি ২০১৮; smitar2...@gmai...)


    প্রবল হাততালি অতনু দে! দুর্দান্ত জমাটি গল্প! তিনটেই।

    নিরুপম চক্রবর্তী (জানুয়ারি ২০১৮; nchak...@gmai...)


    উফফ - করাল কুম্ভীর পড়ে মামাবাড়ির ছাদে কুমির ডাঙ্গা খেলার কথা মনে পড়ে গেল। এই বুঝি দিদা বা ছোড়দিদা খেতে ডাকবে - লুচি আর ডালডা/ঘি যুক্ত হালুয়া!

    বিপাশা বিশ্বাস (জানুয়ারি ২০১৮; bbis...@gma...)


    পরবাস-৬৯

    বর্ষ ২০১৭-র শেষদিনে শীত-সংখ্যা পরবাসের আত্মপ্রকাশ এক আনন্দময় অভিজ্ঞতা, কারণ দিনে দিনে বিপুলবপু হতে থাকার পাশাপাশি পরবাসের এই মান বজায় রাখা এক দুরূহ যজ্ঞ! বধাঈ টিমপরবাসকে, এ'কাজে ধারাবাহিক সাফল্যের জন্য।

    দীপংকর চৌধুরী (জানুয়ারি ২০১৮; cdp...@rediffm...)


    সন্ধ্যা ভট্টাচার্যের স্মৃতিচারণা দেশান্তরের কথা

    সন্ধ্যা ভট্টাচার্য পড়তে পারিনা, পড়তে পারিনা। পড়বো কী করে? চোখ যদি এতো জলে ভরে আসে?

    দীপংকর চৌধুরী (জানুয়ারি ২০১৮; cdp...@rediffm...)


    অপূর্ব লেখা। একটা হারিয়ে যাওয়া যুগের ছবি, ভাষা সমেত উঠে এসেছে, প্রায় মুখের ভাষায়।

    লেখিকাকে কুর্নিশ জানাই

    তুষার চক্রবর্তী (ডিসেম্বর ২০১৭; chakraborty.t...@gma...)


    হৃদি কুন্ডুর গল্প চেনা-অচেনা

    হৃদি কুন্ডুর লেখাটি খুব ভাল লেগেছে।

    দোলনচম্পা দত্ত (ডিসেম্বর ২০১৭; dolanchamp...@gma...)


    (আগের চিঠিপত্র)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments