• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৯ | জানুয়ারি ২০২৩ | রম্যরচনা
    Share
  • সে (১২) : সমরেন্দ্র নারায়ণ রায়
    | | | | | | | | | ১০ | ১১ | ১২





    পরিচ্ছেদ (মার্গশীর্ষ ১৩৭১)

    শীতের দুপুর। নীল নির্মেঘ আকাশ,
    বালুচর নির্জন, স্তব্ধ চারি পাশ,
    মধ্যে ক্ষামা জয়ন্তী, স্রোত প্রায় নেই,
    চকিতহরিণীপ্রেক্ষণা তবু সে বটেই…
    দূরে সরে গেছে বুঝি নাগর অজয়,
    হারাতে চায় না, ছুটে হারায় সময়।
    জলতরঙ্গেরই সুর মঞ্জীরে তার
    শুনিয়েছে, শুনিয়ে সে যাচ্ছে আবার;
    মাঝে মাঝে কাটে তাল, পরপারে বনে
    কপোতদম্পতির মধুকে কূজনে।

    প্রকৃতি হিমেল রোদে যে মন্দ্রমদির।

    নদীতীরে নিশ্চুপে চার আঁখি মেলে,
    নির্বাক দৃষ্টিতে, সব কিছু ফেলে,
    বাষ্পাকুল চার চোখে চেয়ে আছে ব্যথা,
    বিষন্ন মুখে নেই কারও কোনো কথা।
    বন্ধুত্ব সামান্য দু' বা তিন বছরের,
    তারই মাঝে মাঝে খোঁজ পেয়েছে মনের?
    এই দৃশ্য এ সঙ্গীত এই নিসর্গের
    পরিচ্ছেদ আসন্ন! বুঝি শেষ এ স্বর্গের।

    স্বপ্নডোর ছিন্ন, ওরা যে ছন্দবধির।।


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • | | | | | | | | | ১০ | ১১ | ১২
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments