ISSN 1563-8685 |
||||||||||||
Part 2 of
A Scrapbook of Memories and Reflections -
Ketaki Kushari Dyson Part 2 of
Ichhamoti (ইছামতী) -
Bibhutibhushan Bandyopadhyay's classic novel, translated by Chhanda Chattopadhyay Bewtra, being serialized in Parabaas.
Four poems of Shakti Chattopadhyay translated by Sutapa Chaudhuri—
| হৃদির ফ্যাশন গ্যালারি - হৃদি কুন্ডু "এদিক-ওদিক থেকে হৃদি শোনে যে বাঙালিদের নাকি 'ডিজাইন'-বোধটা একটু কম। তার একটা বিহিত করার জন্যেই খাতার পাতায় হৃদি কিছু ডিজাইন করেছে। আপাতত শুধু পোশাকের ..." (ছবি) লিয়ার গল্প লেখা - অনন্যা দাশ " ঠিক সময় গল্পটা শেষ করে টিচারকে দিল লিয়া। ইতিমধ্যে অঙ্গনাও তার গল্পটা নিয়ে এসেছে। টিচার খুশি হয়ে বললেন, ..." (গল্প) জঙ্গলে এক গাছবাবা - সুব্রত সরকার "চা বাগান শেষ করে জিপ গাড়িটা জঙ্গলের পথে ঢুকে পড়েছে। এই জঙ্গল খুব গভীর। হাতি আছে। হরিণ আছে। লেপার্ড আছে। ..." (গল্প) ধারাপাত ও জলছবি - অতীন্দ্রিলা রায় (কবিতা) ধারাবাহিক উপন্যাস আয়নার ভিতরে - কৌশিক সেন "‘তুমি তো আগে এইরকম হেঁয়ালি করে কথা বলতে না টুকুদা। তোমার কি মেমরির কোনো প্রবলেম হচ্ছে, মানে সাধারণ জিনিস ভুলে যাচ্ছ নাকি আজকাল? শঙ্কিত গলায় বললেন সমাদৃতা, পরিচিত একটা অসুখের নাম হঠাৎ ..." ১ | ২ | ৩ | ৪ | সাক্ষাৎকার (ধারাবাহিক) সাক্ষাৎকার—বুদ্ধদেব দাশগুপ্ত - শ্রীকুমার চট্টোপাধ্যায়, অরণি বসু, ও রাজীব চক্রবর্তী "আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র-পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত একাধারে কবি ও 'কথাকার'। গত শতাব্দীর..." ১ | গ্যালারি পাঁচটি ছবি — রাহুল রায় সীতারামপুর; পাথরপ্রতিমা, সুন্দরবন (২০১৭) — চিন্ময় সাঁতরা প্রবন্ধ, সমালোচনা, রম্যরচনা, স্মৃতিকথা দেশান্তরের কথা (৫) — সন্ধ্যা ভট্টাচার্য "দিদির ছুটে আসা দেখে ঢুকে গেলাম ঐ কুন্দ গাছের ঝোপের তলায়। ওরা আমাকে পেল না দেখে মা বেরিয়ে এলেন। মায়ের উপস্থিতি আর অভয়বাণীতে আশ্বস্ত হয়ে বেরিয়ে এলাম, স্নান করে ঘরে ঢুকলাম। সে রাতে ..." (ধারাবাহিক স্মৃতিকথা) প্রচ্ছদ | ১ | ২ | ৩ | ৪ | ৫ | "আদি প্রশ্নটাই হতে পারে, ক্রিয়াপদের গঠনতন্ত্র ও ধ্বনিতন্ত্র আমরা বিশ্লেষণ করব কী উপায়ে। ক্রিয়াপদ কী কী দ্বারা গঠিত? ক্রিয়াপদের মধ্যে কী কী ধ্বনিপরিবর্তন ঘটে, ও কোন্ প্রতিবেশে কী কারণে ঘটে? ..." "ধুতি-ফতুয়া বা ট্রাউজার্স-হাফ শার্ট-পরা, মাথা-ভরা কোঁকড়ানো চুল, মোটা ফ্রেমের চশমা-পরা গৌরকাকার জীবনে বিলাসিতার কোন স্থান ছিল না। কাকা যে কী অপরিসীম স্নেহপ্রবণ ও রসিক মানুষ ছিলেন ..." পিতা মাতা বা পুত্র কন্যার প্রতি মনোবিকলনজাত যে কামভাবের পশ্চিমী ভাষ্য উপস্থাপন করেছিলেন ফ্রয়েড, গিরীন্দ্রশেখর বসু মূল তত্ত্বভূমি একই রেখে সেখানে সংযুক্ত করে দিলেন শাশ্বত ভারতীয় চিন্তাধারার প্রভাব। ... "স্বপ্নময় চক্রবর্তীর সাহিত্যপথের যাত্রা সার্থকতার দীপালোকে উজ্জ্বল। ‘হলদে গোলাপ’ তাঁকে ২০১৫ সালের পয়লা বৈশাখ “আনন্দিত” করেছে ... " সৎ উদ্দেশ্যের সাধনে মন্দ উপায়ের ব্যবহার কি ন্যায় নিষ্ঠার পরিপন্থী? গল্প-উপন্যাসে প্রবন্ধে এই সমস্যার সমাধান খুঁজে বেড়িয়েছেন কামু — তাঁর নাটকও রেহাই পায়নি। বিশেষ করে আমাদের আলোচ্য নাটকের উপজীব্য এই শুভ-অশুভের নিয়ত দ্বন্দ্ব। ... শ্রীকুমার চট্টোপাধ্যায় সম্পাদিত 'আশ্চর্যময়ী' বইটির নিবিড় পাঠ 'স্পেনের গৃহযুদ্ধ ও ভারতবর্ষ' গ্রন্থখানিতে রবিন পাল প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী অধ্যায়ে স্পেনে অভ্যন্তরীণ অশান্তির জেরে জাতীয় জীবনে অস্তিত্বের যে সংকট দেখা দেয় এবং সেটা কিভাবে ধূমায়িত হয়ে স্পেনে প্রবল এক আলোড়ন তোলে এসব কিছু তিনি বিশদে আলোচনা করেছেন ... গ্রন্থ-সমালোচনা —ভবভূতি ভট্টাচার্য কবিতা তিনটি কবিতা (বৃষ্টি বিষয়ক) - - পতাকাগুলি - দুঃখের কথা - চারটি কবিতা - দুটি কবিতা - তিনটি কবিতা - তিনটি কবিতা - গোধূলির ডাকপিওন - চারটি কবিতা - তিনটি কবিতা - গান - আগামী প্রজন্মের শিশুরা - দুটি কবিতা - জিভ - স্তব্ধ - গল্প নিশীথিনীসম দৃশ্যাতীত - সিদ্ধার্থ মুখোপাধ্যায় "সন্ধে বেলাই বাড়িতে পুলিশ এল। পিঙ্কির দাদাই সঙ্গে করে নিয়ে এল। পিঙ্কির দাদার চেহারা দুর্গা ঠাকুরের অসুরের মত, হাতে পায়ে গুলি ওঠা। পিঙ্কিদের ফ্যামিলির সবাই দারুণ রূপবান, রূপবতী। ..." তৃতীয় দৃষ্টি - অঞ্জলি দাশ " সন্ধেবেলায় মেয়ে-দেখার ফর্মালিটি হয়ে যাওয়ার পর মৈনাক জিজ্ঞেস করলো ঝিলিককে, কি রে ঋত্বিককে ভালো লেগেছে? ঋত্বিককে সত্যিই খুব ভালো লেগেছে ঝিলিকের। ..." ক্যাম্পে এবং ভোরের আগের গান - অতনু দে-র দুটি গল্পঃ "কদিন আগের ভুমিকম্পে মারাত্মক কাণ্ড হয়ে গেছে এসব দিকে। মূল ধাক্কা গেছে নেপালের ওপর দিয়ে, কিন্তু উত্তর বিহারেও তার আঁচ পড়েছে। ..." রং বাজি - শ্রেয়া ঘোষ " —আজ কি রং ধরবি তুই? —দাঁড়া ... কাল ছিল আকাশী, পরশু হলুদ। তার মানে আজ আবার হলুদ রিপিট। তুই? ..." ছত্তিশগড়ের চালচিত্র (৭) - রঞ্জন রায় "আজকাল গঙ্গারাম লাফটার ক্লাবের সভ্য হয়েছে। বিলাসপুরে জোনাল অফিসে পোস্টিং পাওয়ার পর ওর বড্ড একা একা লাগছিল। সহকর্মীদের মধ্যে কেউ চেনা নয়, ওর ব্যাচেরও নয়। হেল্থ চেক-আপে ..." প্রথম চিত্র | দ্বিতীয় চিত্র | তৃতীয় চিত্র | চতুর্থ চিত্র | পঞ্চম চিত্র | ষষ্ঠ চিত্র | সপ্তম চিত্র একটি আত্মহত্যার কাহিনী দ্বীপবাসিনী - অরিন্দম গঙ্গোপাধ্যায় "সুনন্দা এটাও লক্ষ্য করেছে যে নীল পাঞ্জাবি গড়নে, উচ্চতায় রবিরই মত। উচ্চতার জন্যই বোধহয়, ইনিও রবির মত একটু ঝুঁকেই হাঁটেন। গাছপালার শখ তো দেখাই যাচ্ছে। ..." অশ্লোকসম্ভব - রঞ্জন ভট্টাচার্য "কীটটি ক্ষণিকের জন্য বিহ্বল দৃষ্টিতে তাকালো তাঁর দিকে। তারপর তার সামনের হস্ত (অথবা পদদুটি) জোড় করে বলে উঠলো — "প্রণাম ঋষিবর! প্রণাম! ..." ইঁদুর-বাঁদর - অনুষ্টুপ শেঠ "লীলা মজুমদারের লঙ্কাদহন পালার সেই নাটকের ডায়ালগ মনে আছে তো? 'বুঝতে পারছি তুমি রামের লোক, নইলে ইঁদুর বাঁদর নিয়ে লঙ্কা আক্রমণ করার সাহস আর কার হবে!' ..." চা বনাম জল-বাতাসা, অ্যামেরিকান কলোনী ও মহারাজ নন্দকুমার - রাহুল রায় "তারা নিজেদের মধ্যে বলাবলি করছে--‘চা আবার কি। একজন অন্যজনের গা ঠেলাঠেলি করছে--চল না, দেখি চা-টা আবার কি বস্তু। ..." রঙমেলান্তি - অদ্রিজা চ্যাটার্জী "দাভাইয়ের চোখের জল মুছিয়ে দিচ্ছিল দোদোল। "না দাভাই! তোকে কাঁদলে একদম ভাল দেখায় না রে... কাউকেই কাঁদলে ভাল দেখায় না দাদাভাই!” গোগোল আরও জোরে আঁকড়ে ধরল বোনকে—নিঝুম রাতের সাক্ষী হয়ে রইল অব্যক্ত অপরাধবোধের উপলব্ধি। ..." আবীরা - সাবর্ণি চক্রবর্তী "ঘরের বাইরে একপাশে কয়েকটা বালতিতে জল রয়েছে। টিউকলের জল। নগেন লেট চেষ্টাচরিত্র করে গাঁয়ে একটা বসিয়েছে। কিন্তু ওর ..." অপেক্ষা - মহুয়া সেন মুখোপাধ্যায় "'না - তা নয়'--একটু দম নিলো মৌসুমী। 'আসলে ব্যাপারটা এতো অদ্ভুত বা কোইন্সিডেন্টাল...' ..." শিল্পীর মৃত্যু - মলয় সরকার "এই ডিটিপি প্রযুক্তি আসার ফলে কত আর্টিস্ট বেকার হয়ে পড়ল। নতুন যুগ আসার সঙ্গে সঙ্গে নতুন যুগের ছেলেমেয়ে, তাদের চাহিদা, নতুন প্রযুক্তি, নতুন রুচির সঙ্গে তাল মেলাতে না পেরে ..." একটি বসের কাহিনী - শবনম দত্ত " এমন অবস্হায় খবর এল যে ওনার সাথে ক্লায়েন্ট ভিজিটে যেতে হল টিমের তিনজনকে। হ্যাঁ, ঠিক ধরেছেন। তার মধ্যে একজন সায়ক। যাবার দিন সকালে ঠিক সময়ে চার মূর্তি ..." মার্কশীট - সরিতা আহমেদ "এক হাতে ছায়াদির আঁচলের খুঁট, অন্যহাতে বিস্কুটের আধখাওয়া প্যাকেট আর ভাঁজ করা মার্কশীট ধরে মেয়েটি চলছে। ছায়াদি নিঃশব্দে তাকে অনুসরণ করে চললেন। ..." আমি ইনা - নিবেদিতা দত্ত "আর সে ভাবে দেখলে অন্য গ্রহ থেকে বাংলায় মেল কেনই বা কেউ বিশ্বাস করবে? কিন্তু আবার মনে পড়ে গেল কলেজ লাইফে সেই বিখ্যাত কথাগুলির সাথে ..." ভ্রমণকাহিনি, প্রকৃতি কেরালার পাহাড়ে: সলিম আলির পাখি - ছন্দা চট্টোপাধ্যায় বিউট্রা "ভারতে একমাত্র কেরালাতেই পক্ষীপ্রেমী ও পক্ষীসংরক্ষণের সংখ্যা সবচেয়ে বেশি। বেশ কাকতলীয় ভাবেই কোচিতে একদল পক্ষীপ্রেমীদের সঙ্গে যোগাযোগ হয়ে গেল। মহা আনন্দে আর সব প্ল্যান বাতিল করে ..." লাদাখপর্ব (ভ্রমণ ও স্কেচ) - রাহুল মজুমদার " ডাল লেকের বুকে সবজির আশ্চর্য ভাসমান বাজার বা মান্ডি। শিকারা শিকারায় নানান সবজি, ফুলফলের পসরা। চলছে দরাদরি, কেনাকাটা- সবই ভাসতে ভাসতে। ..."
| © 1997 - 2017 Parabaas Inc. All rights reserved. |