ISSN 1563-8685 |
|||||||||||
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ধারাবাহিক উপন্যাস ![]() "রাহুলরা দিল্লী ছাড়ার দেড়মাস পরে ক্রান্তিচকে দাঁড় করানো শহীদ মিনার ভেঙে গুঁড়িয়ে দিল পুলিশ। পাথর সিমেন্টে গাঁথা হয়েছিল চারফুট বাই আড়াই-ফু্টের ফলক। বিক্ষুব্ধ ছাত্রদের অনেকে গায়ে কেরোসিন ঢেলে ..." (ধারাবাহিক উপন্যাস) প্রচ্ছদ | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ ![]() ![]() ' “ফুল্কি, আমি জানতে চাই পরের বছর পাশ করবার কি আদৌ কোনো ইচ্ছে আছে?” মা এসে ভীষণ বিরক্তভাবে জানতে চান। মৃণালিনী মাথায় বালিশ চাপা দিয়ে শুয়েছিল, তার তলা থেকেই বলল, “আরে জ্বালিও না তো! কি হয়েছেটা কী?” ...' (ধারাবাহিক উপন্যাস) প্রচ্ছদ | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ ![]() ![]() "রোজগারের একটা সহজ উপায়ও হারা করে নিয়েছে। খালের ওপারে একটা নতুন ইশকুল খুলেছে। ইয়াব্বড় বাড়ি — ঠাস বোঝাই করে ছেলেমেয়েদের পড়ানো হয়। খেপে খেপে ইশকুল চলে — কারখানায় যেরকম পালা করে কাজ হয় ঠিক সেরকম। ..." প্রচ্ছদ | ১ | ২ | ৩ ![]() রম্য-ইতিহাস (ধারাবাহিক) ![]() " হাওয়ায় ভাসতে ভাসতে এই খবর নিমাইয়ের কাছে এলে সে নিজেই গিয়ে দেখা করল নবদ্বীপের পাঁচ-ছ’জন বড় বড় পণ্ডিতের সঙ্গে। - শুনলাম বিদেশ থেকে কে একজন পণ্ডিত আসছেন। তো আপনারা কে তাঁর সঙ্গে তর্কযুদ্ধ করবেন, সেটা তো তাঁকে জানাতে হয়। ..." ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ ![]() সাক্ষাৎকার ![]() "‘বিষাদবৃক্ষ’-তে আমি জীবনের দশটা বছরের স্পেস নিয়েছি। ১৯৫০-৫২ থেকে ১৯৬০-৬২ এই পিরিয়ডটা প্রথমপর্ব। এই সময় আমার বয়স হবে কত? খুব বেশি হলে ১৪ বছর থেকে ২৪ বছর। ..." ১ | ২ | ৩ ![]() প্রবন্ধ, সমালোচনা, রম্যরচনা, স্মৃতিকথা ![]() "তখন ভরা বর্ষাকাল, দিনরাত ঝমঝম শব্দে বৃষ্টি লেগেই থাকত। অবিশ্রান্ত বৃষ্টিতে দিক-দিগন্ত জলে থৈ থৈ, চারিদিকে শুধু জল আর জল। পথঘাট জনশূন্য। এ-বাড়ি ও-বাড়ির প্রবীণারা বর্ষার অবকাশে একসঙ্গে বসে গল্পগাছা করছেন। জ্যাঠাইমার ঘরে আমরা মেয়েরা পুতুল খেলছিলাম। ..." (ধারাবাহিক স্মৃতিকথা) প্রচ্ছদ | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ ![]() ![]() " হক কথা; কিন্তু জার্মান অভিধা কেন জুটলো? জিগাইতে সাহস হয় নাই। হয়ত অন্যরকম কথ্যভাষার স্বাদ সেই সময়ে ‘আমরা-ওরা’ হওয়ার কারক। আমাদের পরিবারকেই ফিরে দেখি। দেশ স্বাধীন হয়েছে এক দশক হল। বাঙাল পরিবারটি বর্ডার পেরিয়ে..." (ধারাবাহিক স্মৃতিকথা) প্রচ্ছদ | ১ | ২ | ৩ ![]() ![]() ১ | ২ ![]() ![]() " আজ আমার 'নিরেট শূন্যতা' — বড়ো একা হয়ে গেলাম। একাকীত্ব পূর্বেও ছিল, আজ তা গুরুভার হয়ে উঠেছে। 'আধুনিকতা ও বাংলা উপন্যাস' বইটি নিয়েই শুরু করি। ..." ![]() " ২০১৮র ডিসেম্বরে চলে গেলেন মৃণাল সেন। যে তিন কিংবদন্তীকে বাংলা সিনেমার তিন স্তম্ভ বলা হত, তাঁদের শেষ প্রতিনিধিও বিদায় নিলেন। এর আগে জুলাই মাসে চলে গেছিলেন রমাপদ চৌধুরী, প্রায় একই বয়সে। মৃণাল আর রমাপদর মধ্যে এক অদ্ভুত বন্ধন ছিল ..." ![]() "বাইরে প্রবল বোমা বর্ষণ হচ্ছে। প্রতিপক্ষ জার্মানির ট্রেঞ্চের ধারে একটা তাঁবু। ভিতরে মোমবাতির আলোয় এক প্রৌঢ় পেন্সিল দিয়ে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারীর প্রুফ চেক করছেন। মাঝে মাঝে শত্রুপক্ষের নজর এড়াতে নিভিয়ে ফেলছেন মোমবাতি..." ![]() "আবার এই অঞ্চলের গণ্ডিতেই টেক্সটটি আবদ্ধ থাকেনি। উপন্যাসের গতি, কাব্যিক বর্ণনা, পাঠযোগ্যতা এই উপন্যাসের শক্তি। উত্তরবঙ্গের মানুষের মানসিকতা যেভাবে উৎপলেন্দুর চোখ দিয়ে ফুটে উঠেছে তার প্রশংসা করতেই হয়— ..." ![]() "পারি শহরের উত্তরে লা শাপেল অঞ্চলটিকে মিনি ইন্ডিয়া বলে ডাকে অনেকে। তিরিশ বছর আগে এর অস্তিত্ব আমাদের এমন করে জানা ছিল না। লা শাপেলে আমাদের আসতে হয় বলতে পারেন রসনা তৃপ্তির বাসনায়। ..." ![]() "শব্দের অর্থভিন্নতার সুরসিক ব্যবহার রয়েছে বাংলার এক লোককথায়। গ্রাম থেকে সহজসরল দুজন চাষি এসেছে স্যাকরার দোকানে কিছু গয়না বিক্রি করতে। কর্মচারীর সঙ্গে তাদের কথা বলতে দেখে গদি থেকে দোকানের মালিক বলে উঠলেন,..." ![]() "ট্যাক্সি চালক একজন মধ্যবয়স্ক, কয়েক দিনের না কামানো দাড়ি, ক্লান্ত কিন্তু হাসিমুখে জানতে চাইলেন “ফিল্ম ফেস্টিভ্যাল?” সম্মতি দেখে বললেন, "আজ শুনলাম ইতালিয়ান বই?" অবাক চোখে বললাম হ্যাঁ, "লা দোলচে ভিতা।" “বইটা কি নিযে দাদা?” বললাম “ঠিক জানিনা, ফেলিনির ছবি।” ..." ![]() "কবিতাটি ১৯২ পংক্তির। নজরুলের জলদগম্ভীর কন্ঠস্বরে সভায় এই কবিতা আবৃত্তির পর কেমন পরিবেশ রচিত হয়েছিল আমরা তা সহজেই অনুমান করতে পারি। ..." ![]() ![]() ![]() ![]() গ্রন্থ-সমালোচনা —ভবভূতি ভট্টাচার্য কবিতা নিশিযাপন - ২ - তিনটি কবিতা - নিমগাছটা বড় হচ্ছে একটি গ্রামের কথা জর্জ সেফেরিস-এর ছয়টি হাইকুর ইংরেজি থেকে অনুবাদ - ড্র্যাগন ব্রিজ: ল্যুব্লিয়ানা, স্লোভেনিয়া - প্রেমের কবিতা - একলা - আপোষ - গোধূলির ডাকপিওন - ৩০ - গল্প ![]() ![]() ![]() হতভম্ব হয়ে চুপ করে রইল কিশোরটি। দেশের জন্য কী করতে পারিস - এ প্রশ্নের সম্মুখীন এর আগেও বার বার হতে হয়েছে তাকে। আর প্রত্যেকবারই সে বুক চিতিয়ে জবাব দিয়েছে - পারি। প্রাণ দিতে পারি।..." ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ‘আমরা ওঁ-এর ধান করি।’ ‘ব্রাহ্মরাও তাই করতেন। আপনারা কি তবে ব্রাহ্ম?’ সেবায়েত আবার চুপ। ..." ![]() ![]() ইংরেজি থেকে অনুবাদঃ অংকুর সাহা "বালিকা খেলে যায় একমনে — ছোট্ট কাঠিটা দেওয়া নেওয়ার ফাঁকে সে একটা কিছু বলে, অন্যেরা হেসে হেসে পুনরাবৃত্তি করে তার — এইভাবে এগিয়ে চলে খেলা। আদ্যিকালের লাইন ধরে পার হয়ে যায় ট্রামগাড়ি ..." ![]() ![]() ‘বউটার নাকি শখ হয়েছিল, ছুটকির পেটের বাচ্চাটাকে পুষ্যি নেবে। ..." ![]() আপনারা যাহা ভাবিতেছেন তেমন কিছুই নহে। ..." ![]() ![]() ভ্রমণকাহিনি, প্রকৃতি ![]() "আমি যখন সবচেয়ে মুখরা মেয়েটিকে জিজ্ঞেস করলাম শেষ কোন সিনেমাটা তাদের ভালো লেগেছে বোঝা গেল তার ইংরেজি আমার থেকেও টুটাফাটা। বিন্দুমাত্র দমে না গিয়ে সে দলের যে মেয়েটি ইংরেজি জানে ..." ![]() "লাপচে, মানে লেপচাজগৎ পেরিয়ে অরণ্য মেখে চলে এলাম সুখিয়াপোখরি। ঘরবাড়িদের জায়গা দেবে বলে গাছপালারা সরে বসেছে। কুয়াশাও হতাশ হয়ে পাতলা হয়ে সরে পড়ছে।..." ![]() "টুপিতে গোঁজা টর্চ ছাড়া জানি এই জঙ্গলে এখন আর কোন আলো নেই। রাত প্রায় এগারোটা, ক্যাম্প-এর হিসেবে মাঝরাত! পাখি পাহাড়ে পৌঁছেই একের পর এক অনেক কিছু হয়ে গেলো ..." নাটক ![]() "আমার ধারণা, একটু ধৈর্য্য আর সহানুভূতি নিয়ে আস্তে আস্তে এগোলে দিদান বুঝবে, কিন্তু কেউ হয়তো আমাকে বিশ্বাস করবেনা। ঠিক আছে চল। দিদান আমি পরে আসবো। ..."
| © 1997 - 2019 Parabaas Inc. All rights reserved. |