পরবাস-৮৩ সূচিপত্র
New addition to Satyajit Ray Section:
The Philosopher's Stone (পরশ পাথর)
.
'Parashuram', or Rajsekhar Basu's short story 'Parash Pathar' (পরশ পাথর) has been translated from original Bengali by Chhanda Chattopadhyay Bewtra. Based on this story, Satyajit Ray directed the movie also titled The Philosopher's Stone (পরশ পাথর) in 1958.
Satyajit made another movie, The Holy Man (মহাপুরুষ) in 1965 (as part of a double feature The Coward and the Holy Man) from another story by Parashuram which has been translated for Parabaas by Gopa Majumdar as Birinchi Baba in 2003.
শক্তি চট্টোপাধ্যায় বিভাগে নতুন সংযোজন:
বাড়িতে অবনী
—দত্তাত্রেয় দত্ত
কোব্লা এস্ত্রাম্পা (Coblas Estrampas) ফর্মে লেখা কবিতা
"ফাঁপা ভয়ে ভাবি কলম কামড়ে দাঁতে
‘অবনী এখানে থাকে না’ বলি কী করে? ..."


পিঙ্কি, তাতাই আর রূপদর্শী -
—
অনন্যা দাশ "বাবা বলেন, “আহা উটকো লোক কেন হতে যাবে? ও তো রূপদর্শী! ওদের ম্যাজিক দেখায়। আমি রানাদাকে জিজ্ঞেস করেছি। ওই যে কয়েকমাস আগে সার্কাসটা এসেছিল ও তাদের সঙ্গেই এসেছিল তারপর সার্কাস চলে গেল কিন্তু ও থেকে গেছে। বাচ্চাদের ভালবাসে ও, ..." (গল্প)
রিসাইক্লিং প্রকল্প -
—
নূপুর রায়চৌধুরি "তা পড়ার বইয়ে রাজুরও বিশেষ মন নেই, কিন্তু সেটার কারণ আবার অন্য। তার মাথাটায় যে সবসময় গিজগিজ করে যত রাজ্যের আজগুবি বুদ্ধি। এই তো গত শনিবারেই ..." (গল্প)
প্রিয়াংশুর গ্যালারি -
—
প্রিয়াংশু ব্যানার্জ্জী (ছবি)
ডাইনোসরের কাহিনীঃ (ক) বাংলাভাষায় প্রথম ডাইনোসর পরিচিতি (খ) প্লেট টেক্টনিক্স -
— আবীর গুপ্ত "উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর নাম শুনলেই সবার আগে মনে আসে টুনটুনির গল্প আর ছোটদের জন্য লেখা নানান পৌরাণিক গল্প। কিন্তু এই বহুমুখী প্রতিভাধর ..." (প্রবন্ধ)
রূপান্তরে -
—
সুজিত বসু (কবিতা)
ছবি
ছবি —
দীপঙ্কর ঘোষ
ছবি —
রাজর্ষি চট্টোপাধ্যায়
ধারাবাহিক উপন্যাস
পরিক্রমা —
সিদ্ধার্থ মুখোপাধ্যায় "“আপনার সঙ্গে কিছু কথা ছিল,” দময়ন্তী ফিরে তাকিয়ে দেখল জয়ন্ত। কখন তার পিছনে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি। তার দিকে কিছুটা কুন্ঠিত হয়ে তাকিয়ে আছে। বুঝতে চেষ্টা করছে, নিজে থেকে এগিয়ে এসে কথা বলায় দময়ন্তী অখুশি হল কিনা। দময়ন্তী কিন্তু উৎসুক হল, “বলুন।” ..." (ধারাবাহিক উপন্যাস)
১ |
২ |
৩ |
৪
কোথাও জীবন আছে (১৬)
—
শাম্ভবী ঘোষ “পড়ার টেবিলে বসে বসেই উপলা পা নাচাতে নাচাতে হাসছিল। হাসির কারণ ঋদ্ধিমানদার ফোন। তার আগের মুহূর্ত পর্যন্ত পড়ার মাঝে থেকে থেকেই মনটা ছট্ফট্ করে উঠছিল। ক’দিন ধরে তাদের সকলের উপর দিয়ে যে কী যাচ্ছে! ..." (ধারাবাহিক উপন্যাস)
প্রচ্ছদ |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
৯ |
১০ |
১১ |
১২ |
১৩ |
১৪ |
১৫ |
১৬ |
হারাধন টোটোওয়ালা (১২) —
সাবর্ণি চক্রবর্তী "বেবির ঘরে ঢুকে ওর দরজার কাছে দাঁড়িয়ে ওর ঘরদোর মন দিয়ে নজর করে দেখছিল হারা। পাঁজরায় একটা আঙুলের তীক্ষ্ণ খোঁচা খেয়ে ও চমকে গিয়ে পাশের দিকে তাকাল। বেবি ওর পাশে দাঁড়িয়ে মিটি মিটি হাসছিল। হারা ওর দিকে ফিরে তাকাতে ..." (ধারাবাহিক উপন্যাস)
প্রচ্ছদ |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
৯ |
১০ |
১১ |
১২ |
মধুপুরের পাঁচালি
— সমরেন্দ্র নারায়ণ রায় গল্প, কবিতা, স্মৃতিচারণ--বিচিত্র ক্যানভাসে কিছু দেখা, কিছু শোনা, প্রত্যক্ষ অভিজ্ঞতার সঙ্গে কল্পনার মিশেলে বিচিত্র পাঁচালি (ধারাবাহিক)
এই পর্বে আছে:
বদলি " আমাদের বিহারে (তখনো ঝাড়খণ্ড হয়নি) ব্যাপারটা কিন্তু খুবই স্বাভাবিক। একটা লরি দাঁড়িয়ে রয়েছে, কাছে একজন কেউ নিষ্কর্মা বসে রয়েছে, লরিটা একবার দেখে নিতে হবে না? বাঃ!
ছিটকে ফিরে এল লরির কাছ থেকে ওই দুজন। লরিতে নাকি কাপড় ঢাকা দিয়ে শোয়ানো রয়েছে তিনটি মৃতদেহ! ..."
কৈফিয়ত
"এই ছড়ানো ফলের বাগান হো মুন্ডাদের গ্ৰাম
এই সাঁওতাল বন্ধুরা পায়ে ফেলছে মাথার ঘাম
ছেলে মেয়ে বাংলা বিহার হিন্দু মুসলমান
এক সাথে যে হচ্ছি মানুষ কে রাখবে প্রমাণ..."
অ্যাল্ফন্সো "লন্ডনের সেন্ট প্যাঙ্ক্রাস স্টেশন। সেখান থেকে ট্রেনে ডোভার। তারপর ফেরিতে ফ্রান্সের ক্যালে। আবার ট্রেন ধরে ইটালির ব্রিন্দিসি - পরে ওটা ব্রিন্দিসির বদলে ফ্রান্সের মার্সেলেস হয়ে যায়। তারপর "মুলতান" বা "মলডাভিয়া" জাহাজে পোর্ট সৈয়দ, এডেন হয়ে বম্বে। আবার ট্রেন।..."
পঞ্চাশ-ষাটের হারিয়ে যাওয়া কোলকাতার চালচিত্র (১২)
— রঞ্জন রায় "প্রথম ভাগে বলেছিলাম পঞ্চাশের দশকের কোলকাতার গল্প। এক বাঙাল বালকের চোখে স্বাধীনতা ও দেশভাগের ঘা নিয়ে লাগাতার বেড়ে ওঠা কোলকাতাকে দেখা। এবার স্মৃতির ঝাঁপি খুলছি ষাটের দশক নিয়ে, শেষ হবে সত্তরের দোরগোড়ায় পৌঁছে। ছয় দশক আগের কথা। ..." (ধারাবাহিক স্মৃতিকথা)
প্রচ্ছদ |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
৯ |
১০ |
১১ |
১২ |
|
মনা-র দুনিয়া ও অগাধ বিরহ
— রাজদীপ রায় "এখনো পর্যন্ত যে-শেষ কবিতার বইটি বেরিয়েছে দেবারতি মিত্রের, সেই ‘করুণ ধুনোর গন্ধ’-র (২০২১) উৎসর্গ-পাতায় লেখা আছে: “তুমি বিদ্যা তুমি ধর্ম / তুমি হৃদি তুমি মর্ম / ত্বং হি প্রাণাঃ শরীরে”। শুধু স্বামী নয়, যাপনসঙ্গী নয়, প্রেমিক নয়; চিরসখা মণীন্দ্র গুপ্ত ছিলেন ... " (প্রবন্ধ)
এও এক ব্যথা-উপশমঃ সমাজ দর্পণ ও আত্মোপলব্ধির নির্যাস
— স্বরূপ মণ্ডল শঙ্খ ঘোষের বইয়ের নিবিড় পাঠ। (প্রবন্ধ)
ইটের বাড়ি, জলের মন
— অর্ক চক্রবর্তী "অনেক সময় নিয়ে পট স্থির হয়, খুঁটিনাটি বোঝা যায়। পাথরে বসে রক্তিম দেখে শেষ বিকেলের রঙে ছোপানো কাপড় গায়ে ধূলামাটির পথে শান্ত ধীর পায়ে ভেসে চলেন কোনও আনন্দময়। খানিক পরে মিলিয়ে যান দিকচক্রবালে। মিলিয়ে যায় পুকুর, খেজুর গাছ, পাকা বাঁশের বেড়া, বেতের ঝোপ, রঙ্গন ফলের..." (রম্যরচনা)
সব কিছু সিনেমায় (১১)
—
জয়দীপ মুখোপাধ্যায় "মাঝ-সত্তরে মন-মুক্তির আলো উজাড়-করা এক যে ছোট্ট সিনেমা-করিয়েদের দল বাংলার স্টুডিও পাড়ায় পা রেখেছিলেন, বুদ্ধদেব দাশগুপ্ত তাঁদেরই অন্যতম। ... "
(ধারাবাহিক স্মৃতিকথা)
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
৯ |
১০ |
১১ |
|
মধু বসুর ‘আমার জীবন’ ও কোচবিহার প্রসঙ্গ
— দেবায়ন চৌধুরী "ইন্দিরা দেবীর সহায়তায় বাঘ শিকারের ডকুমেন্টারি, মধু বসুর কেরিয়ারে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল বলাই যায়। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে, রবীন্দ্রনাথের ‘দালিয়া’-র নাট্যরূপ ১৬ এপ্রিল ১৯৩০ সালে নিউ এম্পায়ারে মঞ্চস্থ হয়েছিল মধু বসুর প্রযোজনা ও পরিচালনায়। ..." (প্রবন্ধ)
ডেনমার্কের অদ্বিতীয় র্যাঁবো — মাইকেল স্টাঙ (১৯৫৮-১৯৮৬)
— অংকুর সাহা "মাত্র ২৭ বছর ৮ মাস আর কয়েকদিন বেঁচেছিলেন ডেনমার্কের কবি মাইকেল জেনসেন স্ট্রাঙ। তাঁর জন্ম ডেনমার্কের রোডোভ শহরে বেস্পতিবার ১৯ জুন ১৯৫৮ সাল, আমাদের ১৯৮০ দশাব্দের কবিদের সমবয়েসি। অপূর্ব এক ভাষা-প্রতিভা নিয়ে জন্মেছিলেন তিনি ..." (প্রবন্ধ)
হেমন্ত-প্রণাম
— প্রদোষ ভট্টাচার্য্য "এবার, হেমন্তর সাহিত্যবোধের একটি উদাহরণ দিই। এ ঘটনা বলেছেন সঙ্গীত পরিচালক নিখিল চট্টোপাধ্যায়, যিনি একাধিক ছবিতে হেমন্তর সহকারী ছিলেন, এবং যাঁর সুরে,..." (প্রবন্ধ)
হাসি
— মলয় সরকার "অবশ্য হাসির দামের যে কোন মাপজোপ হয় না, তা বলাই বাহুল্য। প্রতিবেশী দেশের এক রাষ্ট্রপ্রধান নাকি আমাদের দেশের এক সিনেমা অভিনেত্রীর হাসির বদলে নিজের গোটা দেশটাই দিতে চেয়েছিলেন।
.." (রম্যরচনা)
সেকাল-একালে বিজয়নগর
— শ্রীতমা মাইতি "বিজয়নগরের নাম আমি প্রথম জেনেছিলাম শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘তুঙ্গভদ্রার তীরে’ পড়ে। যদিও, সেটা ঠিক ‘তুঙ্গভদ্রার তীরে’ পড়বার বয়স কিনা, সেবিষয়ে সন্দেহ আছে! ওইসময়ই আমাদের ক্লাস সেভেনের বইতে পর্তুগিজ পর্যটক পায়েজের বিবরণীর
.." (ইতিহাস)
কলম্বাস রমানাথ রায়
— নীলাঞ্জন চট্টোপাধ্যায় "প্রথমেই জানানো উচিত প্রবহমান আখ্যান-রীতি অগ্রাহ্য করে সম্পূর্ণ নতুন ধরনের আখ্যান-বলয়কে প্রতিষ্ঠিত করার জন্য রমানাথ তাঁর গল্পে, — এক Repititive Cyclic Order অনুসরণ করেন। তাঁর যে কোনো গল্পেই এলানো, দীর্ঘ আখ্যানরীতি সম্পূর্ণ বর্জিত।
.." (প্রবন্ধ)
কবিতার প্রেম, প্রেমের কবিতা
— পরমার্থ বন্দ্যোপাধ্যায় "সব থেকে কেলেঙ্কারি কাজ করে বসেছিল আমার বন্ধু শ্যামল। শক্তির, ‘অবনী বাড়ি আছো’ পড়ে পাড়ার স্কুলমাস্টার অবনীবাবুর বাড়ি মাঝরাতে গিয়ে কড়া নেড়ে চিৎকার করে আবৃত্তি শুরু করল,
.." (রম্যরচনা)
দ্বিজেন্দ্রলালের হাসির গান
— শুভ্রা বসু "ব্রাহ্ম, থিওসফিস্ট, নব্য হিন্দু, বিলাত ফেরতা বাঙালি সাহেব, ভণ্ড দেশহিতৈষী, রাজনৈতিক আন্দোলনকারী, বাবু, পণ্ডিত, হাকিম কেউই তাঁর ব্যঙ্গাত্মক গান থেকে বাদ যাননি। এই ব্যঙ্গের একটু পরিচয় দেওয়া যাক্।
.." (প্রবন্ধ)
গ্রন্থ-সমালোচনা
—ভবভূতি ভট্টাচার্য
কবিতা
তিনটি কবিতা -
চিরন্তন কুন্ডু
আবহমান -
দেবারতি মিত্র
প্যাট্রিক -
সিদ্ধার্থ মুখোপাধ্যায়
দুটি কবিতা -
পূর্বিতা পুরকায়স্থ
তিনটি কবিতা
-
সুগত মুখোপাধ্যায়
কঠিন কাজ
-
নূপুর রায়চৌধুরি
তিনটি কবিতা
-
বাসব রায়
কোভিড ডায়েরি
-
ঝর্না বিশ্বাস
বাবা
-
প্রদীপ দাশশর্মা
একশো বছরে লোরকার কবিতা (২)
-
স্বপন ভট্টাচার্য (অনুবাদ)
দুটি কবিতা
-
আর্যা ভট্টাচার্য
কবি (প্রয়াত কবি শঙ্খ ঘোষকে মনে রেখে)
-
দেবাশিস গোস্বামী
দুটি কবিতা
-
অঞ্জলি দাশ
স্বপ্নের দিন
(উৎসর্গ: বুদ্ধদেব দাশগুপ্ত)
-
অরণি বসু
কম্পাস
-
কনকজ্যোতি রায়
কুয়াশা যাপন - #৮, #৯
-
সুবীর বোস
প্রতিশ্রুতি
-
সুজিত বসু
কবিতা অনুবাদের পাতা
রবার্ট ফ্রস্ট-এর কবিতার অনুবাদ পাঠিয়েছেন: স্বপন ভট্টাচার্য, দত্তাত্রেয় দত্ত, স্বর্ভানু সান্যাল, উস্রি দে, সুপূর্ণা সিংহ, শম্পা ভট্টাচার্য, সুমন চক্রবর্তী
জোসেফ স্যামুয়েল-এর কবিতার অনুবাদ পাঠিয়েছেন: সজল কুমার মাইতি, সুমন চক্রবর্তী
নাটক
টুথব্রাশ কিংবা আজকের জীবিত ও মৃত
-
কৌশিক সেন "মঞ্চের দুই প্রান্তে দুই সূত্রধর ছোটো একটি টেবিল-চেয়ার নিয়ে বসবে। একজনের পোশাক গত শতাব্দীর, অন্যজনের আধুনিক। স্টেজের মাঝখানের এলাকাটি পাত্রপাত্রীদের জন্য, আলোও সেইভাবেই ব্যবহার হবে..."
গল্প
শাশ্বত মানসযাত্রী হংসে
-
দিবাকর ভট্টাচার্য "এই অস্থিরতার মধ্যেই তিনি একদিন বসে পড়লেন রং তুলি নিয়ে। আঁকতে লাগলেন একের পর এক ছবি। বিরাট সমুদ্রের সাথে আকাশের দিগন্তে মিলিয়ে যাওয়া, গভীর অরণ্যের মাথায় পূর্ণিমার চাঁদ, ভোরের আলোয় ঝলমলে প্রকাণ্ড অট্টালিকা ... ”
স্বপ্নবিচার
-
জয়দীপ মুখোপাধ্যায় "মিলনস্যার মুখে পান নিয়েই হেঁচকি খেলেন। পাশে রাখা টিনের ড্রামে পুচ করে পানের পিক ফেলে আশপাশে অন্য স্যারদের আড়চোখে দেখে নিয়ে মনে মনে বেজায় খুশি হয়ে বললেন, “হারামজাদা, বজ্জাত ছেলে, ভাগ এখান থেকে।” ...”
হারিয়ে যেও না
-
পীযূষ বন্দ্যোপাধ্যায় "পড়তে পড়তেই আজকাল একেক সময় সে অন্যমনস্ক হয়ে পড়ছে। তখন আর কিছুই ভালো লাগে না। ইদানিং এটা বারবার হচ্ছে। এই সময় দোয়েলকে ভূতের চেয়েও সাংঘাতিক ভাবে চেপে ধরে কিছু ...”
ফেরা
-
রূপসা দাশগুপ্ত " পরদিন কাকভোরে লখার জানলায় টোকা পড়লে লখা দেখে রামু একটা বড় পোঁটলা নিয়ে দাঁড়িয়ে। ফিসফিসিয়ে বলে—“বাড়ি যাচ্চি, একদিন শির উঁচা করে ফিরব এখানেই, দেখে লিস।”
—কি ভাবে পালালি? ..."
চাপ
-
কৌশিক ভট্টাচার্য
"অথচ অধ্যাপক গাধাটা বকেই চলেছে, বকেই চলেছে। একবার মাইক হাতে পেলে এই অধ্যাপক ব্যাটারা দুনিয়ার সব কিছু ভুলে যায়। এভারেস্টের চুড়োর থেকে শুরু করে অতলান্তিকের গভীর পর্যন্ত এদের অনায়াস যাতায়াত। ...”
অদৃশ্য দাগ
-
দেবাশিস দাস "আরে যার আওয়াজ পেয়েছেন সে একটা অদৃশ্য পরিযায়ী পাখি। ও-ই আমাদের পথ দেখায়। আপনি জানেন যে পরিযায়ী পাখির ন্যাভিগেশন গ্রহ-তারকাদের সাথে লিঙ্কড। ওরা এব্যাপারে বেস্ট। আমাদের মহাশূন্যের ভ্রমণ ওরাই গাইড করে। ..."
অনিরুদ্ধ আর দুটো কাক
-
গান্ধর্বিকা ভট্টাচার্য "পিঠে চাবুক পড়ার মতো করে অনিরুদ্ধ কেঁপে উঠল। দেওয়ালের দিকে চোখ চলে গেল। কাক দুটো ছবির ভেতর থেকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। যেন এক্ষুনি অনিরুদ্ধর চোখদুটো খুবলে নেবে। অনিরুদ্ধ তাড়াতাড়ি অন্যদিকে চোখ ঘুরিয়ে নিল। ..."
গঙ্গানদীর প্রেমিক
-
অনিরুদ্ধ চক্রবর্তী "আগে একছিপি করে খেতাম। এখন তুই যখন বলছিস, এক বোতল করে খাব। একদিন গঙ্গামাটি আনিস। নরম কাদামাটি আনবি, মেখে স্নান করব। আমাদের সময় তো সাবান ছিল না। ওই মেখেই গা পরিষ্কার করতাম। এখন জল যখন শুদ্ধ হয়ে গেছে, মাটিতেও আর তেলের, কালির স্তর নেই। ..."
নান্হি কি নানি
-
ইসমত চুঘতাই
মূল উর্দু থেকে অনুবাদ: শুভময় রায়
"‘সুভান আল্লাহ্, কী খুশবু বেরিয়েছে! আল্লাহ্ বিসমিল্লাহ্’র বাবাকে শান্তির আশ্রয় দিন। তিনি আলু কী পছন্দই না করতেন! রোজ কী না বিসমিল্লাহ্’র মা আলু-গোস্ত রাঁধবে। এই বউ, মাংসে ধনে পাতা দিয়েছ?’ নানি’র মুখে উদ্বেগের ছাপ ...”
মামণি
-
সুস্মিতা ঘোষ
"আলগাভাবে কানে আসে মামণির সঙ্গে ছেলে-মেয়েদের মন কষাকষি। ছেলে অভ্র তাকে বেঙ্গালুরু যেতে বললে উনি বলেন, “অত দূরে আমি গিয়ে থাকব কী করে? চেনা পরিচিত কেউ নেই, একজন কথা বলারও লোক পাব না। তার চেয়ে ছুটি পেলে তুই এসে ঘুরে যা।” ..”
অবেলায়
-
সাধন কুমার পাত্র
"প্রথম দর্শনেই আমি কেমন দুর্বল হয়ে গেলাম। বলতে পারো, কোথাও একটা ভালো লাগা অথবা ভালোবাসার ধাঁধায় আটকে গেলাম। দরজা ঠেলে ঢুকতেই একটা তীব্র ঝাঁঝালো গন্ধ এল নাকে। চতুর্দিকে অগোছানো আঁকাআঁকির সরঞ্জাম সব ছড়িয়ে-ছিটিয়ে। ...”
মুখোশ
-
সুদীপ সরকার
"আমাকে থামিয়ে নির্মাল্য বলল, “তারপর অনেককিছু, বাবা মারা গেলেন, বছর খানেক এদিক-সেদিক করে আবার পড়াশোনা শুরু করলাম, ঠেলেঠুলে গ্র্যাজুয়েশন করলাম ওপেন ইউনিভারসিটি থেকে। এখন ব্যবসা নিয়ে আছি। দেখা হোলে বলব সব।” ...”
অ্যাকশন প্যাকড অ্যাক্টন পার্ক
-
পরমার্থ বন্দ্যোপাধ্যায়
"সুনীল শর্মার বাড়ি হল লন্ডনের রয়্যাল পার্কে, সুনীল প্রতি শনি-রবিবার বেলা সাড়ে এগারোটা-বারোটা নাগাদ রয়্যাল পার্ক টিউব স্টেশন থেকে টিউব রেলে অ্যাক্টন পার্ক টিউব স্টেশন হয়ে, অ্যাক্টন পার্কে আসতেন, দুই স্টেশনের দূরত্ব মাত্র ...”
সন্তান
-
লুনা রাহনুমা
"প্রায় দেড় ঘন্টার পথ। নিরুপমা আর ওর স্বামী শেহজাদ যাবে। দুপুরটা কাটিয়ে বিকেলে ফিরে আসবে আবার। জন্মদিন উপলক্ষ্যে নূহকে আজ বাড়িতে আনার চিন্তা করেছিল ওরা প্রথমে। কিন্তু কাল খুব ভোরে শেহজাদকে স্কটল্যান্ড যেতে হবে অফিসের কাজে। তাই ...”
জলের অক্ষর
-
উত্তম বিশ্বাস
“আলগা মাটিতে কোঁচড় ভর্তি করে পাতালকোঁড় কুড়োচ্ছে পিসি। মাঝে একবার ঠং করে আওয়াজ হল। কিন্তু সেদিকে আর ভ্রূক্ষেপ করল না পিসি। কেননা সে এখন অন্য তালে আছে। এই মৌজার কাগজ নাকি দুলাল নিজে আটকে রেখেছে! সরকারের অনুদান এলে…”
ভ্রমণকাহিনি, প্রকৃতি, বাকিসব
পল গঁগ্যা ও পার্বত্য-বিজয়ী একাদশ
-
অর্দ্ধেন্দুশেখর গোস্বামী "সআর পাঁচটা ভ্রমণকাহিনির মতো লিখতে না চেয়ে আমি একটু পাগলামি করে ফেলেছি। ডিগবাজি দিয়ে শুরু হয়েছে লেখাটা, মানে শেষ থেকে শুরুর দিকে এগিয়েছে। বাকি যা পাগলামি আছে সেটা আগে থেকে না বলে দেওয়াই ভালো। ..."
পরিত্যক্ত রোমে একদিন
-
মলয় সরকার "আক্ষেপ থেকে যাচ্ছিল যে, এত দূর এসে, এতকালের শোনা হারকিউলেনিয়াম আর পম্পেই না দেখে ফিরে যাব!?
তখন ছেলেই বুদ্ধিটা দিল, যাও ঘুরে এসো, পম্পেই-এর মতোই আর এক পরিত্যক্ত শহর, রোম শহরের কাছেই, একদিনেই স্বচ্ছন্দে ঘোরা হয়ে যাবে, নতুন একটা জিনিস দেখাও হবে। ভাবলাম তাই হোক, ..."
বাঙালের বাইকবাজি
-
সুনন্দন চক্রবর্তী "আপনারা বিলক্ষণ জানেন বাঙাল অর্থ চায়না, খ্যাতি চায়না, সুন্দরী বৌ চায়না, সে শুধু চায় লড়ে যাওয়ার মতো এক প্রতিপক্ষ। যে লড়াকু নয় সে বাঙাল ও নয়। এর একটা মুশকিল কিছুদিন পর থেকে ..."
বুড়োবুড়ির ঘোরাঘুরি
-
রাহুল মজুমদার " বেলা ৩.১০:
রুদ্রপ্রয়াগ। মন্দাকিনী আর অলকানন্দার সঙ্গমকে ছুটতে ছুটতেই পেন্নাম ঠোকা গেল। আজ লম্বা পাড়ি। সেই সকাল ৯টায় ধনৌলটি থেকে দৌড় আরম্ভ হয়েছে। ..."
parabaas@parabaas.com © 1997 - 2021 Parabaas Inc. All rights reserved. | |