• পরবাস : মন্তব্য / Comments
  • এই সংখ্যা নিয়ে মন্তব্য জমা দিন / Make a comment about this issue
  • (?)
  • Older Comments - পুরোনো মন্তব্য/চিঠি
  • 123456
  • রক্ষক | দেবাশিস দাস | সংখ্যা : ৯৯ | July 2025
    Syamali Ray : Saratoga CA : 2025-07-25
    Beautiful story.
  • কালবিন্দু | অরিন্দম গঙ্গোপাধ্যায় | সংখ্যা : ৯৯ | July 2025
    Dr. M. M. Bandopadhyay. : Dhanbad : 2025-07-22
    খুব ভালো লাগলো l লেখা পাঠাতে পারি? কিভাবে পাঠাবো? ডাঃ মণিমোহন বন্দোপাধ্যায় l Dhanbad. Jharkhand. -------------------------------------------------------
    এই গল্পটার নিচে আরেকটু scroll down করলে দেখতে পাবেন কীভাবে লেখা পাঠানো যায়। parabaas@parabaas.com-এ পাঠিয়ে দিন।
  • তোমার আছে তো হাতখানি | দীপঙ্কর চৌধুরী | সংখ্যা : ৯৯ | July 2025
    বিমলেন্দু ভট্টাচার্য : চুঁচুড়া : 2025-07-22
    পরবাসে ছাপা গল্প কি যেমন তেমন হতে পারে?এতো মনের গভীরে প্রবেশ করে।আমি যদি কোনদিন এমন লিখতে পারি তবেই কোন লেখা সম্বন্ধে ওপিনিয়ন দেবো। অনেক শুভেচ্ছা লেখককে
  • বাথরুম সিঙ্গার | পরন্তপ বসু | সংখ্যা : ৯৯ | July 2025
    Amal Sanyal : Christchurch : 2025-07-21
    গল্পটা চমৎকার লাগলো। সুন্দর কাহিনী। বাহুল্যহীন ঝরঝরে ভাষা আর গল্পের স্বচ্ছন্দ গতিটাও খুব ভালো লাগলো।
  • মরচে-ধরা মাটি مٹی کا زنگ | মির্জা হামিদ বেগ | translated by শুভময় রায় | সংখ্যা : ৯৯ | July 2025
    asad mufty : amsterdam : 2025-07-21
    you are just great......MHB.
  • অশ্বারোহী | রিঙ্কি দাস | সংখ্যা : ৯৯ | July 2025
    Sinjini Dutta : Kolkata : 2025-07-20
    খুব ভালো লাগলো, ঝরঝরে ভাষায় অন্যরকম একটা গল্প।
  • তোমার আছে তো হাতখানি | দীপঙ্কর চৌধুরী | সংখ্যা : ৯৯ | July 2025
    অরুণাচল দত্ত চৌধুরী : কলকাতা : 2025-07-20
    অপূর্ব বললে কিছুই বলা হয় না। এই গল্প বাস্তবকে মায়াঞ্জন পরায়।
  • শ্রীরাধিকা | অনিরুদ্ধ চক্রবর্তী | সংখ্যা : ৯৯ | July 2025
    Dipankar Chowdhury : Kolkata : 2025-07-20
    অভিভূত হলাম গল্পটি পড়ে। অনেকদিন পরে কোন ছোটগল্প এতটা মথিত করে গেল। লোক ও লোকোত্তর প্রেম মিলে মিশে একাকার!
  • বিদায় সরস্বতী | সুজিত বসু | সংখ্যা : ৯৯ | July 2025
    শুভ্র মুখোপাধ্যায় : রিষড়া : 2025-07-19
    কতোদিন কবি কলকাতা আসেননি। সত্তরের কফি হাউসের আড্ডার উত্তাপ কবেই ম্লান। এখানে বন্ধুরা এখনো কি আড্ডার অপেক্ষায় থাকে! মনে হয় না। তবে সেই সত্তরের প্রারম্ভ সময় থেকে আজও কবি সুজিত বসুর পাঠকরা নিশ্চিত তাঁর লেখার অপেক্ষায় থাকেন, নাহলে কলকাতার কবিতা পত্রগুলির সম্পাদকরা তাঁর কবিতা প্রকাশের জন্য মনোনীত করেন! মাঝেমধ্যেই তাঁর অসাধারণ সব কবিতা আমরা এখানে পড়তে পারি। এইতো গত সপ্তাহে কবিসম্মেলনে তাঁর দু'টি কবিতা পড়লাম। আবার আজই দেখি কবি পরবাসে প্রকাশিত। খুব ভালো লাগলো। যথারীতি সাবলীল ছন্দে এগিয়েছে "বিদায় সরস্বতী।" নানা আঙ্গিকে, নানা অনুষঙ্গে রহস্যময়ী এক নারী মিশে থাকে সুজিতের কবিতার শরীরে। সেই নারী যেন নানা ভাবে ভাঙে-গড়ে কবিকে, নাকি কবিই স্বেচ্ছায় সেই ভাঙা-গড়া মননে মিশিয়ে গড়ে তোলেন তাঁর কবিতার অবয়ব! কবি সেই গড়াটুকু রাখেন তাঁর কবিতার শরীরে, আর যা কিছু ভাঙে, ছেড়ে যায় সবটুকুই তার ফেলে আসা পথের নৈমিত্তিক। জীবনের উত্তাল সময়টা কবিকে আঁকড়ে থাকুক এমনই। মাঝেসাঝে কবিকে তাঁর পাঠকের কাছে পৌঁছে দিচ্ছেন পরবাস; অনেক ধন্যবাদ।
  • পাঁচমিশালী আফ্রিকা — পুস্তক পর্যালোচনা | পার্থসারথি মুখোপাধ্যায় | সংখ্যা : ৯৯ | July 2025
    ujjal dasgupta : Ranchi : 2025-07-19
    বইটা তো পড়া নেই কিন্তু পার্থ মুখার্জি বাবুর বইটির আলোচনা অত্যন্ত মনোগ্রাহী হয়েছে। সেটা পড়ে আমার এই বইটি পড়ার আগ্রহ সৃষ্টি হয়েছে।
  • হাইস্কুলের কালচার | ইন্দ্রনীল দাশগুপ্ত | সংখ্যা : ৯৯ | July 2025
    রঞ্জন রায় : হেলসিংকি : 2025-07-19
    টুপি খুললাম !
    বরানগর মিশনের হোস্টেলের দিনগুলো মনে পড়ে গেল।
    উপন্যাস প্রকাশিত হলে কিনে পড়ব।
  • কবি ও নৌকা অথবা ছলনাকথা | দিবাকর ভট্টাচার্য | সংখ্যা : ৯৯ | July 2025
    রঞ্জন রায় : হেলসিংকি : 2025-07-19
    দিবাকর বাবুকে ধন্যবাদ। এমন কল্পনা করতে পারলে আমি গর্বিত বোধ করতাম।

    বিশেষ করে বলতেই চাই গল্পটার সমাপন নিয়ে। বাঁধা ফর্মূলার বাইরে ইচ্ছাপূরণের লোভ এড়িয়ে এই সমাপন! শেষ করার পর বসে ভাবছি।
  • সোমনাথ ভট্টাচার্য রচনা সংগ্রহ — এক অনাস্বাদিত পাঠ-অভিজ্ঞতা | রঞ্জন ভট্টাচার্য | সংখ্যা : ৯৯ | July 2025
    বর্ণালী পাল : শান্তিনিকেতন : 2025-07-19
    তথ্যসমৃদ্ধ ও অত্যন্ত সংহত বিশ্লেষণ। ভালো লাগলো।
  • টুকটুকি সিং | অনিরুদ্ধ চক্রবর্তী | সংখ্যা : ৯৮ | April 2025
    Dipankar Chowdhury : Kolkata : 2025-07-02
    অতি চমৎকার লাগল টুকাটুকি সিং।

    এই লেখকের আরো লেখা পড়তে চাই।
  • বাঙালির পদবি | উদয় চট্টোপাধ্যায় | সংখ্যা : ৭৬ | September 2019
    অনুপম খাটা : শিলিগুড়ি : 2025-06-21
    আপনার লেখাটি পড়ে সম্মৃদ্ধ হলাম। আমার নাম অনুপম খাটা। আমি আমার এই পদবীর ইতিহাস অনেক খুঁজেছি। কিন্তু কিছুতেই পাইনি। বয়স্কদের মধ্যে আমার ঠাকুমা এখনো বেঁচে আছেন। তবে তিনি কোনো উত্তর দিতে পারেননি। আপনার যদি আমার এই পদবী নিয়ে কিছু জানা থাকে তবে আমাকে জানালে বাধিত হবো।

    লেখকের উত্তর:

    আমার তথ্যভাণ্ডার ঘেঁটে 'খাটা' পদবি পেলুম না, খাঁটা আর খাটুয়া পেলুম।

    দেবাশিস ভৌমিক 'বাংলার পদবি কথা'-য় জানাচ্ছেন, খাটুয়া শব্দটি 'খাটিয়ে' থেকে এসে থাকতে পারে। পূর্ববঙ্গে খাটিয়া শব্দটি উচ্চারিত হয় 'খাটুয়া'। উত্তরবঙ্গের দিকটাতেও খাটুয়া কুড়িয়া (কুঁড়ে) ইত্যাদি শব্দের প্রচলন রয়েছে।খাটুয়া শব্দটির অর্থ হল পরিশ্রমী। কেউ কেউ বলেন শব্দটি এসেছে 'ক্ষেত্রপাল' থেকে। যতদূর মনে হয়, এর জন্ম বাংলার বাইরে, সম্ভবত বিহার কিংবা উত্তর প্রদেশ থেকে পদবিটি এসেছে। তিলি এবং মাহিষ্যদের মধ্যে খাটুয়া পদবিটি বেশি পরিলক্ষিত হয়।

    আমার ধারণা, খাটুয়া থেকে খাটা এসে থাকবে, খাটুয়া >খাটা। অনুনাসিক উচ্চারণে খাটা থেকে খাঁটা। যেমন, হাসি> হাঁসি ।

  • রবীন্দ্রসংগীতের আয়নামহল | সুধীর চক্রবর্তী | সংখ্যা : Rabindranath Tagore | April 2009
    নিশীথ ষড়ংগী : বাঁকুড়া : 2025-06-13
    স্মরণযোগ্য, অসাধারণ আলোচনা। নিশীথ ষড়ংগী বাঁকুড়া। ১৩.৬.২৫
  • গ্রন্থ-সমালোচনা | ভবভূতি ভট্টাচার্য | সংখ্যা : ৯৮ | April 2025
    Debasis Mukhopadhyay : Makardah : 2025-06-05
    অসাধারণ রিভিউ ভবভূতি ভট্টাচার্যের। বিশেষ করে চোখ টেনেছে রক্তকরবীর নন্দিনীর সঙ্গে তহমিনা খাতুনের তুলনা। সর্দার অর্থাৎ আইনরক্ষক রাজপুরুষরাই যেন আধুনিক কালের পঞ্চকদের বাধা। এই পঞ্চকরা নিয়ম মতে চলতে চায় না বলেই 'সর্দার'রা তাদের দমাতে চায়, কিন্তু তখনই ভাঙনের মধ্য দিয়ে গড়ে ওঠে নতুন সৃষ্টি।
  • বেদখল | সিদ্ধার্থ মুখোপাধ্যায় | সংখ্যা : ৯৮ | April 2025
    Dhurjati Chatterjee : Birbhum/ West Bengal/ India : 2025-05-27
    বর্তমান কালের রাজনৈতিক ঘটনাবলীর চিত্রায়ণের ঊর্দ্ধে মানবতা। সে চিত্র মনে দাগ কাটে।
  • কান্তা | দীপঙ্কর চৌধুরী | সংখ্যা : ৯৮ | April 2025
    অরিন্দম গঙ্গোপাধ্যায় : মুম্বাই : 2025-05-08
    এ গল্প একজন‌ই লিখতে পারেন।
  • মাস্টারমশাই শক্তিদা | সংহিতা চক্রবর্তী | সংখ্যা : Shakti Chattopadhyay | April 2025
    Debasis Mukhopadhyay : মাকড়দহ, হাওড়া : 2025-05-02
    সংহিতা চক্রবর্তীর অপূর্ব গদ্যশৈলী আমাকে মুগ্ধ করল।
  • মাস্টারমশাই শক্তিদা | সংহিতা চক্রবর্তী | সংখ্যা : Shakti Chattopadhyay | April 2025
    Rakhi Mitra Chakraborty : Joynagar Majilpur : 2025-04-28
    এত ভালো লাগল যে বলার নয়! যেন চোখের সামনে শান্তিনিকেতন আর এক অন্য ছন্দের পদ্য শেখার জগৎ!
  • বয়ঃপ্রাপ্তি... | সেমিমা হাকিম | সংখ্যা : ৯৮ | April 2025
    Arjun Sarma : Agartala : 2025-04-27
    খুব ভালো লাগলো। "কুলুঙ্গিতে জমাতাম রূপকথা"- দারুণ দারুণ।
  • মাস্টারমশাই শক্তিদা | সংহিতা চক্রবর্তী | সংখ্যা : Shakti Chattopadhyay | April 2025
    উদয় চট্টোপাধ্যায় : সল্ট লেক, কলকাতা : 2025-04-23
    কবি, কবিতা, কাব্যবোধ আর ভালোবাসায় সংপৃক্ত এক মায়াবী প্রকাশ। খুব ভালো লাগল ।
  • বেলজিয়ামের ঘেন্ট শহর বেড়ানোর রোজনামচা | স্বস্তিকা চ্যাটার্জী দাস | সংখ্যা : ৯৮ | April 2025
    মৌ রায় : কলকাতা : 2025-04-22
    উপভোগ্য একটি ভ্রমণ বৃত্তান্ত, যা পড়ে পাঠকের মানস ভ্রমণ হয়ে যায়।
  • বেলজিয়ামের ঘেন্ট শহর বেড়ানোর রোজনামচা | স্বস্তিকা চ্যাটার্জী দাস | সংখ্যা : ৯৮ | April 2025
    sreemoyee sen ram : kolkata : 2025-04-22
    well presented !
  • অথ মার্জার-মার্জারী কথা | দেবাশিস দাস | সংখ্যা : ৯৮ | April 2025
    Trishna Saha : Kolkata : 2025-04-21
    খুব উপভোগ্য একটি রম্য রচনা। যা এক নিঃশ্বাসে পড়ে নেওয়া যায়। ভাষার গতি ও অতি সাবলীল। লেখকের পরবর্তী লেখনীর সাগ্রহে অপেক্ষায় রইলাম।
  • মাস্টারমশাই শক্তিদা | সংহিতা চক্রবর্তী | সংখ্যা : Shakti Chattopadhyay | April 2025
    স্বাতী নন্দি : ইছাপুর : 2025-04-20
    কত সুন্দর করে শ্রদ্ধা আর ভালোবাসাকে প্রকাশ করা যায় তা দেখলাম। খুব ভালো লাগলো! কবি যেমন মন্দ কথায় কান না দিয়ে ছন্দে কান রাখতে বলেছেন তেমনি আগামী দিনে তোর আরও অনেক এইরকম সাবলীল লেখার ছন্দের আশায় কান রাখলাম।
  • দ্রৌপদীর শাড়ি | অঞ্জলি দাশ | সংখ্যা : ৯৮ | April 2025
    সংহিতা চক্রবর্তী : দমদম ক্যান্টনমেন্ট : 2025-04-20
    কী তীব্র ভর্ৎসনা !

    অসামান্য অসামান্য
  • সংখ্যা : ৯৮
    সংহিতা চক্রবর্তী : দমদম ক্যান্টনমেন্ট : 2025-04-20
    নবজাতকের কাছে এ পৃথিবী বাসযোগ্য করতে পারিনি তো আমরা,কবি অরণি বসুর কবিতায় সেই যুগপৎ আশা-আশঙ্কার দোলাচলতা টের পেলাম,টের পেলাম নিজের মনের মধ্যেও। আপাত সহজ ছবি, সহজ হল না তার দায় এড়ানো...
  • মাস্টারমশাই শক্তিদা | সংহিতা চক্রবর্তী | সংখ্যা : Shakti Chattopadhyay | April 2025
    সুজয় চক্রবর্তী : কলকাতা : 2025-04-20
    খুবই ভালো লেখা। স্মৃতির সরণি বেয়ে আমাদের প্রিয় কবির জীবনের শেষ কয়েকদিনের এক উজ্জ্বল উদ্ধার। লেখিকার কাছে আরও এরকম অনুপম গদ্যের দাবী রইল।
  • ফুলগাছটি লাগাইছিলাম | অরণি বসু | সংখ্যা : ৯৮ | April 2025
    মানস ভট্টাচার্য : কলকাতা : 2025-04-19
    চমৎকার!
  • মাস্টারমশাই শক্তিদা | সংহিতা চক্রবর্তী | সংখ্যা : Shakti Chattopadhyay | April 2025
    অস্মিতা : কলকাতা : 2025-04-19
    যে পথে আমরা কখনো হাঁটিনি, সে পথের স্বাদ এমন করে এনে দিলেন!! অত কবিদের মাঝে \"মাষ্টারমশাই\" ছিলেন বলেই হয়তো এমন জীবন্ত হয়ে আছেন আজও!

    আরও লেখা আসুক।
  • মাস্টারমশাই শক্তিদা | সংহিতা চক্রবর্তী | সংখ্যা : Shakti Chattopadhyay | April 2025
    এস চক্রবর্তী : দমদম : 2025-04-19
    অবগাহন স্নানের তৃপ্তি লাভ করলাম। চমৎকার লেখা।
  • দুটি কবিতা | কালীকৃষ্ণ গুহ | সংখ্যা : ৯৮ | April 2025
    উত্তম মাহাত : পুরুলিয়া : 2025-04-19
    খুবই ভালো লাগলো কবিতা দুটি। এমন সহজ ভাষায় গভীর বোধের প্রকাশ কালীদার পক্ষেই সম্ভব। ভালো থাকুন উনি।
  • মাস্টারমশাই শক্তিদা | সংহিতা চক্রবর্তী | সংখ্যা : Shakti Chattopadhyay | April 2025
    Saumitra Paladhi : Brisbane : 2025-04-18
    সংহিতা এক অসাধারণ ভ্রমন করাlলেন আমাদের পাঠকদের হাত ধরে কবিতাশক্তির আবহে। অসংখ্য ধন্যবাদ সংহিতা।
  • মাস্টারমশাই শক্তিদা | সংহিতা চক্রবর্তী | সংখ্যা : Shakti Chattopadhyay | April 2025
    Anoop Kumar Mukhopadhyay : Kolkata : 2025-04-18
    অসাধারণ সুন্দর লেখা, খুব কষ্ট পাবার-ও। কত যে নতুন কিছু জানলাম।‌ বড় ভালো লাগল। লেখিকাকে শুভেচ্ছা জানাই।
  • মাস্টারমশাই শক্তিদা | সংহিতা চক্রবর্তী | সংখ্যা : Shakti Chattopadhyay | April 2025
    Jaideep Majumder : Kolkata : 2025-04-18
    Excellent write-up.
  • শনিবার | পরমার্থ বন্দ্যোপাধ্যায় | সংখ্যা : ৯৮ | April 2025
    নবকুমার দাস : কলকাতা : 2025-04-18
    চমৎকার লাগল।
  • কান্তা | দীপঙ্কর চৌধুরী | সংখ্যা : ৯৮ | April 2025
    তাপস গুপ্ত : কলকাতা : 2025-04-17
    গল্পটার বাঁধুনিটা বেশ ভালো।একটা easy flow আছে।সাথে সাথে ইরানের ইতিহাস সম্বন্ধে লেখকের একটা সম্যক ধারণা আছে যা পাঠকে আকর্ষিত করে।লেখকের সাফল্য সেখানেই, যেখানে সে পাঠকের আগ্রহ শেষ অবধি টেনে নিয়ে যেতে পারে সাহিত্যের ভাষায় যেটাকে আমরা climax বলি।এ ব্যাপারটাতেও লেখকের কলমের ছাপ আছে। ছাগলের দুধওয়ালার উপস্থাপনায় একটা anti-climaxএরও ছোঁয়া আছে। এছাড়া আশির দশকের উচ্চবিত্ত অন্দর মহলের অধিষ্ঠাত্রীদের হৃদ্যতার চিত্রটাও সেই সময়টাকে নিরিখে বাঙালি গেরস্থালির একটা সহজ পরিচিত চিত্রকে তুলে ধরেছে। লেখকের কলমের ঈষ বহু পাঠকের মনে দাগ কাটুক এই কামনা করি।
  • মূর্খ | যশোধরা রায়চৌধুরী | সংখ্যা : ৯৮ | April 2025
    Asim : Mumbai : 2025-04-17
    মনীষা রাগে নিজের মধ‍্যে পরিবর্তন টের পায় মানে সে বিশ্লেষণ করে সে তার স্বামীর মত অত্যাচারী হয়ে উঠছে এবং মুহূর্তের কথা দিয়ে অন‍্যান‍্য অনেক স্বামীর কথা বলা হয়। যে গল্প ভাবায় সেটিই গল্প। এ বিষয়ে যশোধরা রায়চৌধুরী সিদ্ধহস্ত । যশোধরা এক নারীবাদী লেখিকা তাই তার গল্পে একটা তীর থাকেই। এই যে নিজের মধ‍্যে দিয়ে একটি বিশেষ বক্তব্যের অবতারণা সেটিই মনে হয় গল্পের লক্ষ‍্য। খুবই ভালো লেখা।
  • সংখ্যা : ৯৭
    অংশুমান গুহ : কলকাতা : 2025-04-03
    ইন্দ্রনীল দাশগুপ্তের জন্যঃ

    ক’দিন আগে পরবাস গল্প সংকলন--এ ইন্দ্রনীল দাশগুপ্তের “বুধ বুখারের ইচ্ছেস্বপ্ন” পড়েছি। তারপর ইতিমধ‍্যে অনেকের লেখা আরো অনেক কিছুই পড়েছি —বাংলা, ইংরিজি, গল্প, প্রবন্ধ, কবিতা, অনলাইন, ছাপা। আমার বদ অভ‍্যাস হ’ল পড়ে যাওয়া। কিন্তু মাথা থেকে বুখারটা নামছে না। বড় সুন্দর নেশা তার। আর অনেক বছর ধরে অদৃশ‍্য যে জিনিসটা উপভোগ করি মনের নির্জনতায়, আপনি তার একটা জুতসই নাম যোগালেন — ইচ্ছেস্বপ্ন। ভাগ‍্যিস শব্দটা অভিধানে নেই! থাকলে প্র‍্যাকটিকাল লোকেদের হাতে শিকলে বাঁধা পড়তো।

    আনন্দে টুপি তুললাম আপনার উদ্দেশে!

  • বাংলা ভ্রমণ-সাহিত্য : কিছু কথা | রবিন পাল | সংখ্যা : ৫৫ | October 2013
    দেবলীনা : বিশাখাপত্তনম : 2025-03-05
    ভালো লাগলো |
  • পুরোনো হারমোনিয়াম | অরণি বসু | সংখ্যা : ৯৭ | January 2025
    Dhurjati Chatterjee : Birbhum/ West Bengal/ India : 2025-02-02
    অনুভূতি যেন প্রত্যক্ষ করছে। স্মৃতিতে জীবন্ত হয়ে থাকে অতীত। পরিপাটি না থাকলেও হারমোনিয়ামের মতো অন্তরের সুর সাধার উপযুক্ত।
  • তিনটি কবিতা: একদিন পৌঁছে যাবো; নতুন মৃগয়া; সুজাতা তোমার ছবি | সুজিত বসু | সংখ্যা : ৯৭ | January 2025
    Indrani : Ahmedabad : 2025-01-29
    Absolutely amazing and thoughtful with rhythmic flow of words capturing deep emotions effortlessly in every line making it meaningful and impactful..thank you for your contribution in the literary world...Cheers
  • তিনটি কবিতা: একদিন পৌঁছে যাবো; নতুন মৃগয়া; সুজাতা তোমার ছবি | সুজিত বসু | সংখ্যা : ৯৭ | January 2025
    Subhro Mukhopadhyay : Rishra : 2025-01-29
    সুজিত বসুর আমাদের প্রিয় কবিদের একজন। তাঁর যৌবন থেকেই তিনি প্রবাসে। দীর্ঘ যাত্রায় কতো যে দেশের অভিজ্ঞতার ছায়া লেগে থাকে তাঁর কবিতায়। এমন অসাধারণ মুন্সিয়ানা তাঁর ছন্দে, এতো নাড়া দেওয়া অনায়াস অন্তমিল, এখন ক্রমে বিরল হয়ে উঠেছে। সময় তাঁকে নানাভাবে আলোড়িত করে বলেই আমাদের \"ছদ্মবেশী দানবেরা তাদের শরীরে খোঁজে রহস্যের খনি/সবুজ ঘাসের বুকে রক্তের নদীতে ভাসে ধর্ষিতা রমণী\"-র মতো পংক্তির সামনে দাঁড় করিয়ে দেন। আমাদের অনিশ্চিত যাত্রার পথটিকে নির্দেশ করে দেন তাঁর \"যাবোই, তবে ঠিক জানি না কোন তারিখে\"-র মতো চরণে। অনেক ধন্যবাদ পরবাসকে কবি সুজিত বসুর কবিতা পাঠকদের পৌঁছে দেবার জন্য।
  • অ্যাংলো গঞ্জের বাংলোরা কি ফিসফিসিয়ে কথা কয়! | মৌসুমী ভট্টাচার্য্য | সংখ্যা : ৯৭ | January 2025
    ANUPAM BANDYOPADHYAY : Jadavpur : 2025-01-22
    What a beautiful presentation! Can smell the fragrance of Chhota Nagpur after reading this article. Spent three years in Ranchi (1970-1972) with honest, simple and hard-working Santal friends. I can remember one of them was Chunua. Thanks for evoking my childhood memories.
  • অভিজিৎ সেনের উপন্যাস 'মৌসুমী সমুদ্রের উপকূল' | বিশ্বজিৎ দাস | সংখ্যা : ৯৭ | January 2025
    Manabendra Saha : Siliguri : 2025-01-22
    খুব সুন্দর আলোচনা। হিন্দু বা সনাতনী জীবনের পরিপ্রেক্ষিতে এই অঞ্চলের মানুষদের ইসলামীকরণের যে প্রক্রিয়া তা অল্প পরিসরে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন বিশ্বজিৎ এবং তার সঙ্গে অভিজিৎ সেন-এর উপন্যাসের তুলনা করে একটা সময়কালের কথা প্রকাশ পেয়েছে। ভালো লাগলো।
  • একটি গল্পগ্রন্থ ও মেঘমালা দে মহন্ত | সাধন চট্টোপাধ্যায় | সংখ্যা : ৯৭ | January 2025
    Mita Das Purakayastha : Silchar : 2025-01-22
    আলোচনাটি পড়ে অভিভূত। মেঘমালা দে মোহন্ত-র উজ্জ্বল সৃজনশীল জীবনের জন্য শুভেচ্ছা জানাই। তিনি প্রয়াত কথাশিল্পী গণেশ দে-র যথার্থ উত্তরসূরী।
  • পুরোনো হারমোনিয়াম | অরণি বসু | সংখ্যা : ৯৭ | January 2025
    Prativa Sarker : Salt Lake : 2025-01-21
    স্মৃতি -আতুর করে তোলে কবিতাটি। যাদের মুখ মনে পড়ে তারা সকলেই স্পর্শের আওতার বাইরে। পুরোনো হারমোনিয়াম ছাড়া তাদের গান আর কে মনে করাবে!
  • অ্যাংলো গঞ্জের বাংলোরা কি ফিসফিসিয়ে কথা কয়! | মৌসুমী ভট্টাচার্য্য | সংখ্যা : ৯৭ | January 2025
    madhuridey : Ranaghat : 2025-01-21
    Informative. Fine
  • 123456
  • Older Comments - পুরোনো মন্তব্য/চিঠি