• পরবাস : মন্তব্য / Comments
  • এই সংখ্যা নিয়ে মন্তব্য জমা দিন / Make a comment about this issue
  • (?)
  • Older Comments - পুরোনো মন্তব্য/চিঠি
  • 1234567
  • হরিপদর বংশীলাভ | ধূপছায়া মজুমদার | সংখ্যা : ১০১ | January 2026
    Debashree Ghosh : Garia : 2026-01-25
    Darun! OMG cinematar kotha mone pore gelo.. !! Aha emon ek khana experience korte ke na chay!
  • মালগুঞ্জি | অরিন্দম গঙ্গোপাধ্যায় | সংখ্যা : ৯৩ | January 2024
    Niladri Chakraborty : Bangalore : 2026-01-24
    খুব ভালো লাগলো লেখাটা পড়ে। সত্যি বলতে কি, আমি এই লেখকের লেখার ভক্ত।
  • পোড়োবাড়ি, উইশবোন আর প্রকৃতির জীবেরা | মৌসুমী ভট্টাচার্য্য | সংখ্যা : ১০১ | January 2026
    Madhusree Mukherjee : Kolkata : 2026-01-23
    পডতে পডতে চোখে জল এল। কেন জানি না।
  • পোড়োবাড়ি, উইশবোন আর প্রকৃতির জীবেরা | মৌসুমী ভট্টাচার্য্য | সংখ্যা : ১০১ | January 2026
    sailen sarkar : Kolkata : 2026-01-22
    খুবই হৃদয়গ্রাহী লেখা। প্রকৃতির প্রতি অন্তহীন ভালবাসার কবিতা।
  • চারটি কবিতা: স্তন্যদায়িনী; ও অপরূপ, আনন্দময়; কবিতা তোমার থেকে; কবিতা থেকে মিছিলে | ঊর্ণনাভ চট্টোপাধ্যায় | সংখ্যা : ১০১ | January 2026
    Pijush Poddar : Kalyani : 2026-01-22
    বাঃ! ভালো লাগলো।
  • চন্দ্ররেণু | রিঙ্কি দাস | সংখ্যা : ১০১ | January 2026
    Sinjini Dutta : Kolkata : 2026-01-22
    পরিষ্কার ভাষায় লেখা মনোগ্রাহী গল্প। কিছু unexpected twists যা পাঠককে ধরে রাখে। শুরু করলে শেষ না করে ছাড়া যায় না। Thank you Rinki Das.
  • বাতিল রবীন্দ্রনাথ | অংশুমান গুহ | সংখ্যা : ১০১ | January 2026
    Kalyaneswar Sen : Kolkata : 2026-01-22
    Awesome
  • গ্রন্থ-সমালোচনা | ভবভূতি ভট্টাচার্য | সংখ্যা : ১০১ | January 2026
    Debasis Mukhopadhyay : Maakardah : 2026-01-22
    চমৎকার পুস্তক পরিচয় পড়লাম। আলোচনা অতি সরস ও উপভোগ্য।
  • বাবুলাল গলির ফুগ্‌গা বাঈ | রঞ্জন রায় | সংখ্যা : ১০০ | October 2025
    শ্রীমল্লার : কৃষ্ণনগর : 2025-12-19
    দারুণ একটা অসামান্য গল্প।
  • তিনটি কবিতা: নাস্তিকের শ্যামাসঙ্গীত; দূরে কোথায়; প্রলয় | পার্থ চক্রবর্তী | সংখ্যা : ১০০ | October 2025
    শ্রীমল্লার : কৃষ্ণনগর : 2025-12-19
    নাস্তিকের শ্যামাসঙ্গীত কবিতাটা, আমার মনে থাকবে, অনেক— অনেকদিন পর্যন্ত।
  • অপেক্ষা জারি থাকে | অরণি বসু | সংখ্যা : ১০০ | October 2025
    শ্রীমল্লার : কৃষ্ণনগর : 2025-12-19
    এমন কবিতাকে সহজে ভোলা যায় না।
  • যা-আ-আ দেবী | সঙ্ঘমিত্রা ভট্টাচার্য | সংখ্যা : ১০০ | October 2025
    Aditya Ghosh : Kolkata : 2025-12-13
    ছক্কা পাঞ্জা অসুর..."বাইসন মাইসন"... বাপ ব্যাটার চমৎকার ফ্রেম... দেব দেবীর anxiety...কালারফুল গ্রাফিক ডায়েরি। পরবাসে পুজোর হিউমার টের পেলাম।দারুণ!
  • যা-আ-আ দেবী | সঙ্ঘমিত্রা ভট্টাচার্য | সংখ্যা : ১০০ | October 2025
    Arjun Roy : Siliguri : 2025-12-13
    দুর্গাপূজাকে কেন্দ্র করে বাঙালির আবেগ মিটার জিয়োমেট্রিক প্রগ্রেশানে বেড়েই চলেছে। এবারের পুজোর পিরিয়ডিক টেবিলে বেদম বৃষ্টির আশংকা একটা নতুন মৌল।তাই নিয়েই যত কেলো। "যা আ আ দেবী"র মজার রস উঠে এলো সমকালীন সমুদ্রমন্থনে ।
  • তদ্‌গত | ঋতব্রত মিত্র | সংখ্যা : ১০০ | October 2025
    Shilpi Basu : Kolkata : 2025-12-05
    কবি ঋতব্রত মিত্রর কবিতা পড়তে ভালো লাগে তাই পড়ি, তা কিন্তু নয়। এমন একটা অনুভূতি আসে, মনে হয় যেটা ছিলো বা যেটা আছে সেটা খুঁজে পাচ্ছি না। কিন্তু খুঁজলে ঠিক পেয়ে যাবো। এই খুঁজতে গিয়েই বার কয়েক পড়া হয়ে যায় কবিতাটি। কবিকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। শুভ হোক, মসৃণ হোক কবির আগামী দিনগুলো।
  • অথ মার্জার-মার্জারী কথা | দেবাশিস দাস | সংখ্যা : ৯৮ | April 2025
    Silajit Das Bhoumik : Dehradun : 2025-11-26
    পড়ে ভালো লাগলো। একদম ভিন্ন আঙ্গিকের গল্প। অসাধারণ লেখনী।
  • বাঘের চোখ | অর্দ্ধেন্দুশেখর গোস্বামী | সংখ্যা : ১০০ | October 2025
    Prativa Sarker : Mumbai : 2025-11-25
    লেখাটি যত এগিয়েছে ততই সম্মোহক হয়ে উঠেছে। মানুষের চোখই এমন দেখতে জানে।
  • আমাদের যাদবপুর আর যাদবপুরের আমরা (১) | সুনন্দন চক্রবর্তী | সংখ্যা : ১০০ | October 2025
    রঞ্জন রায় : কোলকাতা : 2025-11-17
    উফ, কেন যে যাদবপুরে ভর্তি হই নি!

    কি হারাইয়াছি তাহা এতদিন জানিতে পারি নাই।
    এ জেীবনে সংশোধন হইবে না।
  • আমার যাত্রা হল না শুরু | ছন্দা চট্টোপাধ্যায় বিউট্রা | সংখ্যা : ৯৮ | April 2025
    বর্ণালী দাশগুপ্ত : নিউ জার্সি : 2025-11-15
    প্রতিবার আপনার লেখা পড়ে মনে হয় আমিও গল্পের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছি। সেটা ভ্রমণ কাহিনী হোক বা ব্যর্থ ভ্রমণই হোক। কত নতুন তথ্য ও নানা দেশের খবর জানা যায়। আমার বসার ঘরের টেবিলে তাড়োবা থেকে টিমবাকটু এককরম পার্মানেন্ট জায়গা করে নিয়েছে। আমারই লাভ, বেড়াবার জন্য দূরে যেতে হয় না। প্লীজ, আরো লিখুন। অপেক্ষায় রইলাম।
  • ফিরে দেখা | স্বপ্না মিত্র | সংখ্যা : ১০০ | October 2025
    Pampa Ghosh : Kolkata : 2025-11-14
    Very touching story… beautifully written
  • রাধাকিশোরবাটির কথা | অরিন্দম গঙ্গোপাধ্যায় | সংখ্যা : ১০০ | October 2025
    ইন্দ্রনীল দাশগুপ্ত : ইউএসএ : 2025-11-07
    অরিন্দম গঙ্গোপাধ্যায় পরবাসের নিয়মিত লেখক। 'রাধাকিশোরবাটির কথা' অরিন্দমের পরবাসে প্রকাশিত গল্পের মধ্যে হয়তো শ্রেষ্ঠ। এর প্রত্যেকটি বাক্য পালিশ করা এবং বারবার পড়ার যোগ্য। মাত্র একটা কি দুটো সংলাপ যে পাত্র বা পাত্রীর, দ্বিতীয়বার গল্পটা পড়ার সময়ে তারও বুকের অস্থি চামড়া ভেদ করে আমি ভিতরের সুখ-দুঃখ আর আশঙ্কাগুলো দেখতে পাচ্ছিলাম।

    এক অকালমৃতাকে বিসর্জন দেবার গল্প এটা, নাকি এক পুনর্জীবিতাকে দ্বিতীয়বার বিসর্জন দেবার উপাখ্যান? এমন একটা অদ্ভুত ফিরে পাওয়ার এবং হারাবার ঘটনার অবতারণা করেছেন লেখক যার স্পর্শে এসে গল্পের চরিত্ররা নিজেদের দাবি ভুলে অসহায় হয়ে গেছে। প্রতিটি চরিত্রকে মনে হয় সাধারণ হয়েও উজ্জ্বল, বিশিষ্ট। প্রত্যেককে ভালো লাগে এবং আরো কাছ থেকে দেখতে ইচ্ছে করে।
  • নাতাশা স্পিকিং | লুনা রাহনুমা | সংখ্যা : ১০০ | October 2025
    ইন্দ্রনীল দাশগুপ্ত : ইউএসএ : 2025-11-07
    লুনা রাহনুমার গল্প প্রতিবার নতুন প্লট নিয়ে হাজির হয়। এবারেরটা সামাজিক স্যাটায়ার। দুই পরিবারকে নিয়ে এই কাহিনী, যাদের একটি বিদ্যার অনুরাগী এবং অন্যটি তার উলটো। তাদের কথোপকথন আর ড্রামা খুবই মনোগ্রাহী।

    যে পরিবারটিকে বিদ্রুপের তীরে বিদ্ধ করা হচ্ছে, লেখিকা তাদেরই একজনের স্বরে শুনিয়েছেন গল্পটা। সামাজিক ব্যঙ্গচিত্র আঁকার এই কায়দা মোটেও সোজা নয়। কিছুদিন আগে পরবাসে প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের 'প্রফেসার' গল্পটির অনুবাদ মনে পড়ে যায়। লুনা রাহনুমা এই দুরূহ উদ্দেশ্যে অনেকদূর সফল।

    সবটা কি নিখুঁত?

    'প্রফেসার' আর 'নাতাশা স্পিকিং'-এর বক্তব্য পরস্পরের থেকে খুব দূরে নয়। রবীন্দ্রনাথের গল্পে একদিকে শিক্ষার ভান আর অন্যদিকে শিক্ষার বাস্তবিক আগ্রহ। প্রত্যেক লাইনে তাণ্ডব করে বেড়ানো বিদ্রুপের ক্ষুর কিন্তু নির্দোষ শিশু বা পরিশ্রমী মানুষের ধারে কাছে যায় না।

    শিশুদের সীমাবদ্ধতাকে বা কাস্টমার সার্ভিসের খাঁটি খাটুনিকে শ্লেষের নিশানায় না আনলে লুনা রাহনুমার এই গল্পটাকে নিখুঁতই বলতে হত!
  • সিখ্‌নীর শরণে | ইন্দ্রনীল দাশগুপ্ত | সংখ্যা : ৯৮ | April 2025
    Angshuman Guha : Amsterdam : 2025-11-01
    brilliant writing!
  • কেন লিখি? | সমীর মণ্ডল | সংখ্যা : ১০০ | October 2025
    Pradip Roy Chowdhury : Mumbai : 2025-11-01
    সমীরদা, আরেকটি অনবদ্য লেখা উপহার দিলেন পাঠকের জন‍্য । লেখাটি জীবনের পথের পাঁচালী। মা ও বাবার কাছে গল্প শোনার অভিজ্ঞতা, আপনাকেও অনবদ্য কথকশিল্পীতে পরিণত করেছে। কীর্তনের সুর ও ভাব আপনাকে বিশেষ ভাবে প্রভাবিত করেছে। ভালো থাকুন ও আরো লিখুন ।
  • বাবুলাল গলির ফুগ্‌গা বাঈ | রঞ্জন রায় | সংখ্যা : ১০০ | October 2025
    Bhaswar Roy Chowdhury : Mumbai : 2025-10-31
    Babulal Golir Phuggabai is a story that made me believe that it was picked from my memories. At least some portions of it. Although I have never been anywhere close to Raipur in my life I could walk through the story, along with the characters, as if these were part of my lived experience.

    This is one of the few stories I have read in a very long time that completely took me on a journey from the very first sentence to the last one.

    I would like to congratulate Shri Ranjan Ray for this extremely entertaining story that I thoroughly enjoyed reading.
  • কথাশেষ | রুশতী সেন | সংখ্যা : ১০০ | October 2025
    দীপঙ্কর চৌধুরী : Kolkata : 2025-10-30
    একটি অনন্যসাধারণ লেখা। মুগ্ধ হলাম পড়ে।
  • হাইস্কুলের কালচার | ইন্দ্রনীল দাশগুপ্ত | সংখ্যা : ৯৯ | July 2025
    অংশুমান গুহ : অ‍্যামস্টারদাম : 2025-10-27
    এই নিয়ে উপন‍্যাসের তিনটে অংশ পড়লাম। পুরোটা পড়তে চাই! দুর্ধর্ষ লেখা।
  • মায়ার খেলা | দিবাকর ভট্টাচার্য | সংখ্যা : ১০০ | October 2025
    Srabani Dasgupta : Kolkata : 2025-10-26
    চমৎকার রূপক কাহিনী।
  • পরবাস ও ছোটগল্পের রূপরেখা | সিদ্ধার্থ মুখোপাধ্যায় | সংখ্যা : ১০০ | October 2025
    PRANAB KUMAR BASU : mpkbasu@gmail.com : 2025-10-26
    ছোটগল্প সম্বন্ধে বিশদভাবে আলোচনা করা হয়েছে উদাহরণ সহ - এমনকি পুরাতন ও বর্তমান ছোটগল্পের বিবর্তন নিয়েও সঠিকভাবে গঠনমূলক আলোচনা করা হয়েছে ।
    পুরোটা পড়ে সমৃদ্ধ হলাম।
    ইচ্ছে আছে আগামীতে লেখা পাঠানোর - যদিও আমার অধিকাংশ লেখাই ছড়া।
    চেষ্টা করতে ক্ষতি কি!
  • পরবাস ও ছোটগল্পের রূপরেখা | সিদ্ধার্থ মুখোপাধ্যায় | সংখ্যা : ১০০ | October 2025
    Sandip Chakraborty : Malda Town : 2025-10-26
    আলোচনা বেশ ভালো লাগলো
  • অপরাজিতা | অর্ঘ্য দত্ত | সংখ্যা : ১০০ | October 2025
    Supriyo Lahiry : supriyolahiry1@gmail.com : 2025-10-26
    অসম্ভব ভাল। লেখককে অভিনন্দন।
  • পরবাস ও ছোটগল্পের রূপরেখা | সিদ্ধার্থ মুখোপাধ্যায় | সংখ্যা : ১০০ | October 2025
    সুপ্রিয় লাহিড়ী : মুম্বাই : 2025-10-26
    খুব ভাল লাগল, লেখাটি। সুলিখিত, সুযুক্তিসম্পন্ন, সুব্যাখ্যাত।
  • অলস সঙ্গীদের আখড়ায় | ইন্দ্রনীল দাশগুপ্ত | সংখ্যা : ১০০ | October 2025
    Arindam Gangopadhyay : মুম্বাই : 2025-10-25
    ব্যাস ও গণেশ ন‌ইলে যেমন মহাভারত হত না, তেমনি। চিনে নেবে নয়, নিয়েছে।
    বড় ভাল লাগল পড়ে।
  • মিখাইলের দুনিয়া : যুদ্ধ, প্রেম, গণহত্যা আর প্রতিবাদের কবিতা | অংকুর সাহা | সংখ্যা : ১০০ | October 2025
    অশোক চক্রবর্তী : মুম্বই : 2025-10-24
    মানুষকে বোধ হয় কোনোদিন, কোনোকালেই, সীমিত শব্দের প্রথাগত অর্থ দিয়ে ধরা যায় না তার ব‍্যপ্তি, প্রতিরোধ, বোধ আর স্বাধীনতার জন‍্যে জীবন পণ করা সংগ্রামের কথা।
    কবিতা সেটা পারে, কবি পারে, দুনিয়া মিখাইল পারেন।
    চারপাশে ধ্বংস, বিভীষিকাময় মৃত‍্যু, অত‍্যাচার, বিষাক্ত বায়ু আর বিবশ মানুষের অসহায়, ফুরিয়ে যাওয়া দেখতে দেখতেও নিজেকে সংযত, সংহত, রেখে মানুষের প্রতিরোধের প্রতিবেদন লিখে গেছেন তিনি।
    না পড়লে উপলব্ধি করা যায় না এর গভীরতা, সত‍্যতা।
    অংকুরদা (লেখক আমার পূর্ব পরিচিত) তাঁর অনবদ‍্য লেখায় ফুটিয়ে তুলেছেন সেই অনন‍্য সাহিত্যকর্ম।
  • অলস সঙ্গীদের আখড়ায় | ইন্দ্রনীল দাশগুপ্ত | সংখ্যা : ১০০ | October 2025
    অংশুমান গুহ : অ‍্যামস্টারদাম : 2025-10-24
    অসাধারণ!
  • পূজোর দিন, পূজোর রাত | ইন্দ্রনীল দাশগুপ্ত | সংখ্যা : ১০০ | October 2025
    অংশুমান গুহ : অ‍্যামস্টারদাম : 2025-10-24
    অপ্রকাশিত উপন‍্যাসের নাম জানি না। কিন্তু সেখান থেকে আগে পড়েছি ’বুধ বুখারের ইচ্ছেস্বপ্ন’। সেই গল্প পড়ে আমারও বুখার লেগেছিল, তার মধুর নেশা এখনো মনে আছে। তাছাড়া লাভ হয়েছিল আরেকটা জিনিস -- অনেক বছর ধ’রে অদৃশ‍্য যে জিনিসটা উপভোগ করি মনের নির্জনতায়, তার একটা জুতসই নাম — ’ইচ্ছেস্বপ্ন’।

    এইবার আরো লাভ হল নতুন সব শব্দ গন্ধ স্বাদ রহস‍্য। প্রেম, রসিকতা, দুর্গাপুজো, ধাঁধা, ভূত -- সব মিলিয়ে অজানা বা আধজানা বা ভুলজানা ইতিহাসের সমুদ্রে আমাদের দৈনন্দিন সাঁতার কাটা। আপনার লেখা চিমটি কেটে জাগিয়ে রাখে। প্রশ্ন উপস্থাপন করে উত্তর দেয় না। বড় উপাদেয় তার শান্তিভঙ্গ।

    একটা বাক‍্য বিন‍্যাস উদ্ধৃত করছি যেটা আমাকে সরবে হাসিয়েছে --
    পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন বছর বয়সের মধ্যে যখন বঙ্গবীরদের পেট, লোভ, আর পাষণ্ডত্ব পূর্ণ বিকাশ লাভ করে, তখন তাদের কাজ হল পূজো কমিটি বানিয়ে চালানো। সত্যি বলতে কী, তিরিশের পর বেঁচে থাকতে আমার ভয়ের মূল কারণ এটাই। মাঝে মাঝে ভাবি, সোজা তিরিশ থেকে ষাটে পৌঁছে যাবার একটা এক্সপ্রেস ট্রেন যদি পাওয়া যেত!

    যে তিরিশ-না-পেরোনো যুবকের মাথায় এই চিন্তা এসেছিল, তাকে আমার কুর্ণিশ।

    (একটা বানান ভুল লক্ষ‍্য করলাম: পোষাকে --> পোশাকে।)
  • হাতঘড়ি | চম্পাকলি আইয়ুব | সংখ্যা : ১০০ | October 2025
    Ratna Guha : Kolkata : 2025-10-24
    বেশ লাগলো লেখাটা পড়ে। ঘড়ি সম্বন্ধে পুরোনো দিনের গল্প গুলো আমারও চেনা। এটা ঠিক যে আজকাল ছেলেমেয়েরা ডিজিটাল ঘড়িতে অভস্ত কিন্তু এনালগ ঘড়ি থেকে সময় দেখা আমাদের পুরোনো মানুষদের কাছে অনেকটাই চেনা জগৎ। গল্পের শেষটুকুর মধ্যে স্বরনানন্দদের পরিচয় পাওয়া যায়।
  • রঙ্গ | চিরন্তন কুন্ডু | সংখ্যা : ১০০ | October 2025
    Bratin Das : বেলুড় : 2025-10-22
    চিরু দা, খুব ভালো লাগলো। সহজ সরল কটা কথা । নিতান্তই আটপৌরে কটা কথা। কিন্তু অনেক না বলা কথাও বলা হয়ে গেল।এখানেই কবির মুন্সিয়ানা।
  • রঙ্গ | চিরন্তন কুন্ডু | সংখ্যা : ১০০ | October 2025
    Subhabrata Basu : কলকাতা : 2025-10-22
    চমৎকার
  • রঙ্গ | চিরন্তন কুন্ডু | সংখ্যা : ১০০ | October 2025
    অরিন্দম গঙ্গোপাধ্যায় : Bombay : 2025-10-22
    ঠিক। দেবী দেখে চলেছেন। আর কী চাই!
  • হাতঘড়ি | চম্পাকলি আইয়ুব | সংখ্যা : ১০০ | October 2025
    Madhumita Mitra : Kolkata : 2025-10-22
    বাহ্!!!স্বর্ণান্দের হাত ধরে ঘড়ি কালে ভ্রমণ---কি সুন্দর ❤️ কি সুন্দর ❤️ আমার‌ও সেই কৈশোর কালের কথা মনে পড়লো--ক্লাস টেনের টেস্ট পরীক্ষায় আমিও এই এইচ এম টি-র সুপ্রিয়া ঘড়ি পরেই পরীক্ষা দিতে গিয়েছিলাম,সেই উত্তেজনা -সুখ স্মৃতি নিমেষে মনে করিয়ে দিলে❤️
  • গর্ভযন্ত্রণা | সুবীর বোস | সংখ্যা : ১০০ | October 2025
    পল্লববরন পাল : শিবপুর হাওড়া : 2025-10-22
    গর্ভ যন্ত্রণা - বেশ লাগলো। এই বসন্ত আর শর্মিষ্ঠার কাহিনী পড়তে পড়তে আমার মনে পড়লো সত্তরের দশকের কথা।
    তখন ওরা খবর হতো।
    এখনকার বসন্তদের খবর মিডিয়া ছাপবে না। গোপন গণিত আছে। আর শর্মিষ্ঠারা?
    আর জি কর, দুর্গাপুর, কামদুনি...
    খবর হয় - পরে - যখন আর কিছু করার থাকে না। সুবীরবাবুকে নমস্কার। পল্লববরন
  • হঠাৎ বৃষ্টি | সুজিত বসু | সংখ্যা : ১০০ | October 2025
    শুভ্র মুখোপাধ্যায় : রিষড়া : 2025-10-22
    কবি সুজিত বসুর দীর্ঘদিন প্রবাসী। গত পঞ্চাশ বছর আগে তাঁর তরুণ বয়স থেকে আজ অবধি তাঁর এই পরিণত বয়সে লেখা কবিতা পড়ছি। মাঝে বেশ কিছু বছর তাঁকে পত্র পত্রিকায় পাইনি, তবে দুটি কাব্যগ্রন্থ হাতে এসেছিল। আমরা যারা সুজিত বসুর উৎসাহী উৎসুক পাঠক, আমরা কলকাতা থেকে প্রকাশিত সামনের সারির কবিতা পত্রে প্রায় নিয়মিত তাঁর লেখা পাচ্ছি। পরবাস পত্রিকায় তাঁর লেখার দিকেও আমরা তাকিয়ে থাকি, কেননা এই পত্রে তাঁর লেখায় এক অন্য আঙ্গিক খুঁজে পেতে অসুবিধা হয়না। বাঙলার সবুজে সুনীলে বেড়ে ওঠা দীর্ঘ সময় কাটিয়ে দিয়েছেন মস্কোর আবহাওয়ায়। তাই ঘুরে ফিরে তাঁর পরবাসের সময় চিত্রিত হয় পংক্তিতে। এই কবিতাতেও তেমন কিছু ইঙ্গিত রাখা আছে। আছে শেষ চরণটিতে আশানুরূপ মোচড়টি। এইখানেই সুজিত। ধন্যবাদ প্রবাস, প্রিয় কবির কবিতাটি আমাদের উপহার দিলেন, এই দীপান্বিতায়।
  • সামনের স্টপ | সিদ্ধার্থ মুখোপাধ্যায় | সংখ্যা : ১০০ | October 2025
    prativa sarker : Kolkata : 2025-10-22
    It is not merely a love-story! The nuances woven in the plot and the excellent art of characterization make me sympathetic to Sukumarda too. All we want desperately is to live. The story has recorded that feeling nicely in a realistic way. Kudos!
  • অপরাজিতা | অর্ঘ্য দত্ত | সংখ্যা : ১০০ | October 2025
    প্রতিভা : কলকাতা : 2025-10-22
    গল্পটাকে চমৎকার লিখতেও হাত সরছে না। এ কেমন গল্প, এত ধাক্কা দিয়ে যায়! একটা ছাব্বিশ বছরের নাদান ছেলের ওপর এত অভিমান, এত ধিক্কার, এত পরস্পরবিরোধী অনুভবে মন ভরে যায় কেন! চোখে জল আসে!
    না বলতে চেয়েও বলি চমৎকার!
  • হাতঘড়ি | চম্পাকলি আইয়ুব | সংখ্যা : ১০০ | October 2025
    Aparupa Chatterjee : কোলকাতা : 2025-10-22
    দারুণ খুব মজার।
    আর ভীতিপ্রদও বটে। এভাবেই মোহমাদকাসক্তি ধর্মের নামে বিলি করা হচ্ছে। আর আমরাও মানে সাধারণ মানুষ হরিসভার হরিরলুটের মতো তা লুটে নিয়ে নিজেদের পুণ্যবান মনে করছি। আর সংসারত্যাগী(?) ধর্মগুরুদের এসি গাড়ী, বিলাসিতার জোগান দিয়ে চলছি।

    লেখাটি খুব ভালো লাগলো। ধন্যবাদ চম্পাকলিদি।

  • বর্ণমালা | সুশোভন দাশগুপ্ত | সংখ্যা : ১০০ | October 2025
    Goutam Sengupta : Sydney : 2025-10-22
    খুব সুন্দর হয়েছে। আমার ফেভারিট চারটে লাইন.......

    \"জটিল নদীর চলন এখন কূল ভাসানো,
    উদাস পাহাড় একটু ঝুঁকে ডাকছে খেয়ায়,
    ঘুমিয়ে পড়া ইচ্ছেরা ঘুম ভাঙার ছড়া
    ছড়িয়ে দিয়ে বলছে সময় সহজ এখন।\"
  • গোর্কির ছ’দিন | সম্বিৎ বসু | সংখ্যা : ১০০ | October 2025
    Sky Basu : California : 2025-10-22
    ভারী ভালো। মনে হয় ক্ষমতাশালী আর বড়লোক বাপ না হলে এমন সব করা যায় না।
  • সম্পাদকীয় | পরবাস | সংখ্যা : ১০০ | October 2025
    Dipankar Chowdhury : Kolkata : 2025-10-22
    আজকের এই সর্বব্যাপী ঢক্কানিনাদের যুগেও \'অ-প্রদর্শন\' রয়ে গেছে \"পরবাস\" পত্রিকার একটি আভরণ!
    বর্তমান পরিশীলিত \'সম্পাদকীয়\'-টিও তার ব্যতিক্রম নয়।
    ১০০-তম সংখ্যার মাইলফলকে পৌঁছেও এত সমাহিত আর কে থাকতে পারত!
    জয়তু \'পরবাস\' !!!
  • গ্রন্থ-সমালোচনা | ভবভূতি ভট্টাচার্য | সংখ্যা : ১০০ | October 2025
    Arunachal Dutta Choudhury : Kolkata : 2025-10-21
    এমন সুলিখিত সমালোচনাকে একশয় একশ দশ দিলাম।
  • দুটি কবিতা: যৌথ যাপন; সে | সিদ্ধার্থ মুখোপাধ্যায় | সংখ্যা : ১০০ | October 2025
    অর্ঘ্য দত্ত : মুম্বাই : 2025-10-21
    খুব ভাল লাগল। দুটি কবিতা সম্পূর্ণ ভিন্ন স্বাদের। দুটিই ভাল লাগল।
  • 1234567
  • Older Comments - পুরোনো মন্তব্য/চিঠি