• পরবাস : Jibanananda Das সংখ্যা : মন্তব্য / Comments
  • এই সংখ্যা নিয়ে মন্তব্য জমা দিন / Make a comment about this issue
  • (?)
  • Older Comments - পুরোনো মন্তব্য/চিঠি
  • 1234567
  • সিখ্‌নীর শরণে | ইন্দ্রনীল দাশগুপ্ত | সংখ্যা : ৯৮ | April 2025
    Angshuman Guha : Amsterdam : 2025-11-01
    brilliant writing!
  • কেন লিখি? | সমীর মণ্ডল | সংখ্যা : ১০০ | October 2025
    Pradip Roy Chowdhury : Mumbai : 2025-11-01
    সমীরদা, আরেকটি অনবদ্য লেখা উপহার দিলেন পাঠকের জন‍্য । লেখাটি জীবনের পথের পাঁচালী। মা ও বাবার কাছে গল্প শোনার অভিজ্ঞতা, আপনাকেও অনবদ্য কথকশিল্পীতে পরিণত করেছে। কীর্তনের সুর ও ভাব আপনাকে বিশেষ ভাবে প্রভাবিত করেছে। ভালো থাকুন ও আরো লিখুন ।
  • বাবুলাল গলির ফুগ্‌গা বাঈ | রঞ্জন রায় | সংখ্যা : ১০০ | October 2025
    Bhaswar Roy Chowdhury : Mumbai : 2025-10-31
    Babulal Golir Phuggabai is a story that made me believe that it was picked from my memories. At least some portions of it. Although I have never been anywhere close to Raipur in my life I could walk through the story, along with the characters, as if these were part of my lived experience.

    This is one of the few stories I have read in a very long time that completely took me on a journey from the very first sentence to the last one.

    I would like to congratulate Shri Ranjan Ray for this extremely entertaining story that I thoroughly enjoyed reading.
  • কথাশেষ | রুশতী সেন | সংখ্যা : ১০০ | October 2025
    দীপঙ্কর চৌধুরী : Kolkata : 2025-10-30
    একটি অনন্যসাধারণ লেখা। মুগ্ধ হলাম পড়ে।
  • হাইস্কুলের কালচার | ইন্দ্রনীল দাশগুপ্ত | সংখ্যা : ৯৯ | July 2025
    অংশুমান গুহ : অ‍্যামস্টারদাম : 2025-10-27
    এই নিয়ে উপন‍্যাসের তিনটে অংশ পড়লাম। পুরোটা পড়তে চাই! দুর্ধর্ষ লেখা।
  • মায়ার খেলা | দিবাকর ভট্টাচার্য | সংখ্যা : ১০০ | October 2025
    Srabani Dasgupta : Kolkata : 2025-10-26
    চমৎকার রূপক কাহিনী।
  • পরবাস ও ছোটগল্পের রূপরেখা | সিদ্ধার্থ মুখোপাধ্যায় | সংখ্যা : ১০০ | October 2025
    PRANAB KUMAR BASU : mpkbasu@gmail.com : 2025-10-26
    ছোটগল্প সম্বন্ধে বিশদভাবে আলোচনা করা হয়েছে উদাহরণ সহ - এমনকি পুরাতন ও বর্তমান ছোটগল্পের বিবর্তন নিয়েও সঠিকভাবে গঠনমূলক আলোচনা করা হয়েছে ।
    পুরোটা পড়ে সমৃদ্ধ হলাম।
    ইচ্ছে আছে আগামীতে লেখা পাঠানোর - যদিও আমার অধিকাংশ লেখাই ছড়া।
    চেষ্টা করতে ক্ষতি কি!
  • পরবাস ও ছোটগল্পের রূপরেখা | সিদ্ধার্থ মুখোপাধ্যায় | সংখ্যা : ১০০ | October 2025
    Sandip Chakraborty : Malda Town : 2025-10-26
    আলোচনা বেশ ভালো লাগলো
  • অপরাজিতা | অর্ঘ্য দত্ত | সংখ্যা : ১০০ | October 2025
    Supriyo Lahiry : supriyolahiry1@gmail.com : 2025-10-26
    অসম্ভব ভাল। লেখককে অভিনন্দন।
  • পরবাস ও ছোটগল্পের রূপরেখা | সিদ্ধার্থ মুখোপাধ্যায় | সংখ্যা : ১০০ | October 2025
    সুপ্রিয় লাহিড়ী : মুম্বাই : 2025-10-26
    খুব ভাল লাগল, লেখাটি। সুলিখিত, সুযুক্তিসম্পন্ন, সুব্যাখ্যাত।
  • অলস সঙ্গীদের আখড়ায় | ইন্দ্রনীল দাশগুপ্ত | সংখ্যা : ১০০ | October 2025
    Arindam Gangopadhyay : মুম্বাই : 2025-10-25
    ব্যাস ও গণেশ ন‌ইলে যেমন মহাভারত হত না, তেমনি। চিনে নেবে নয়, নিয়েছে।
    বড় ভাল লাগল পড়ে।
  • মিখাইলের দুনিয়া : যুদ্ধ, প্রেম, গণহত্যা আর প্রতিবাদের কবিতা | অংকুর সাহা | সংখ্যা : ১০০ | October 2025
    অশোক চক্রবর্তী : মুম্বই : 2025-10-24
    মানুষকে বোধ হয় কোনোদিন, কোনোকালেই, সীমিত শব্দের প্রথাগত অর্থ দিয়ে ধরা যায় না তার ব‍্যপ্তি, প্রতিরোধ, বোধ আর স্বাধীনতার জন‍্যে জীবন পণ করা সংগ্রামের কথা।
    কবিতা সেটা পারে, কবি পারে, দুনিয়া মিখাইল পারেন।
    চারপাশে ধ্বংস, বিভীষিকাময় মৃত‍্যু, অত‍্যাচার, বিষাক্ত বায়ু আর বিবশ মানুষের অসহায়, ফুরিয়ে যাওয়া দেখতে দেখতেও নিজেকে সংযত, সংহত, রেখে মানুষের প্রতিরোধের প্রতিবেদন লিখে গেছেন তিনি।
    না পড়লে উপলব্ধি করা যায় না এর গভীরতা, সত‍্যতা।
    অংকুরদা (লেখক আমার পূর্ব পরিচিত) তাঁর অনবদ‍্য লেখায় ফুটিয়ে তুলেছেন সেই অনন‍্য সাহিত্যকর্ম।
  • অলস সঙ্গীদের আখড়ায় | ইন্দ্রনীল দাশগুপ্ত | সংখ্যা : ১০০ | October 2025
    অংশুমান গুহ : অ‍্যামস্টারদাম : 2025-10-24
    অসাধারণ!
  • পূজোর দিন, পূজোর রাত | ইন্দ্রনীল দাশগুপ্ত | সংখ্যা : ১০০ | October 2025
    অংশুমান গুহ : অ‍্যামস্টারদাম : 2025-10-24
    অপ্রকাশিত উপন‍্যাসের নাম জানি না। কিন্তু সেখান থেকে আগে পড়েছি ’বুধ বুখারের ইচ্ছেস্বপ্ন’। সেই গল্প পড়ে আমারও বুখার লেগেছিল, তার মধুর নেশা এখনো মনে আছে। তাছাড়া লাভ হয়েছিল আরেকটা জিনিস -- অনেক বছর ধ’রে অদৃশ‍্য যে জিনিসটা উপভোগ করি মনের নির্জনতায়, তার একটা জুতসই নাম — ’ইচ্ছেস্বপ্ন’।

    এইবার আরো লাভ হল নতুন সব শব্দ গন্ধ স্বাদ রহস‍্য। প্রেম, রসিকতা, দুর্গাপুজো, ধাঁধা, ভূত -- সব মিলিয়ে অজানা বা আধজানা বা ভুলজানা ইতিহাসের সমুদ্রে আমাদের দৈনন্দিন সাঁতার কাটা। আপনার লেখা চিমটি কেটে জাগিয়ে রাখে। প্রশ্ন উপস্থাপন করে উত্তর দেয় না। বড় উপাদেয় তার শান্তিভঙ্গ।

    একটা বাক‍্য বিন‍্যাস উদ্ধৃত করছি যেটা আমাকে সরবে হাসিয়েছে --
    পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন বছর বয়সের মধ্যে যখন বঙ্গবীরদের পেট, লোভ, আর পাষণ্ডত্ব পূর্ণ বিকাশ লাভ করে, তখন তাদের কাজ হল পূজো কমিটি বানিয়ে চালানো। সত্যি বলতে কী, তিরিশের পর বেঁচে থাকতে আমার ভয়ের মূল কারণ এটাই। মাঝে মাঝে ভাবি, সোজা তিরিশ থেকে ষাটে পৌঁছে যাবার একটা এক্সপ্রেস ট্রেন যদি পাওয়া যেত!

    যে তিরিশ-না-পেরোনো যুবকের মাথায় এই চিন্তা এসেছিল, তাকে আমার কুর্ণিশ।

    (একটা বানান ভুল লক্ষ‍্য করলাম: পোষাকে --> পোশাকে।)
  • হাতঘড়ি | চম্পাকলি আইয়ুব | সংখ্যা : ১০০ | October 2025
    Ratna Guha : Kolkata : 2025-10-24
    বেশ লাগলো লেখাটা পড়ে। ঘড়ি সম্বন্ধে পুরোনো দিনের গল্প গুলো আমারও চেনা। এটা ঠিক যে আজকাল ছেলেমেয়েরা ডিজিটাল ঘড়িতে অভস্ত কিন্তু এনালগ ঘড়ি থেকে সময় দেখা আমাদের পুরোনো মানুষদের কাছে অনেকটাই চেনা জগৎ। গল্পের শেষটুকুর মধ্যে স্বরনানন্দদের পরিচয় পাওয়া যায়।
  • রঙ্গ | চিরন্তন কুন্ডু | সংখ্যা : ১০০ | October 2025
    Bratin Das : বেলুড় : 2025-10-22
    চিরু দা, খুব ভালো লাগলো। সহজ সরল কটা কথা । নিতান্তই আটপৌরে কটা কথা। কিন্তু অনেক না বলা কথাও বলা হয়ে গেল।এখানেই কবির মুন্সিয়ানা।
  • রঙ্গ | চিরন্তন কুন্ডু | সংখ্যা : ১০০ | October 2025
    Subhabrata Basu : কলকাতা : 2025-10-22
    চমৎকার
  • রঙ্গ | চিরন্তন কুন্ডু | সংখ্যা : ১০০ | October 2025
    অরিন্দম গঙ্গোপাধ্যায় : Bombay : 2025-10-22
    ঠিক। দেবী দেখে চলেছেন। আর কী চাই!
  • হাতঘড়ি | চম্পাকলি আইয়ুব | সংখ্যা : ১০০ | October 2025
    Madhumita Mitra : Kolkata : 2025-10-22
    বাহ্!!!স্বর্ণান্দের হাত ধরে ঘড়ি কালে ভ্রমণ---কি সুন্দর ❤️ কি সুন্দর ❤️ আমার‌ও সেই কৈশোর কালের কথা মনে পড়লো--ক্লাস টেনের টেস্ট পরীক্ষায় আমিও এই এইচ এম টি-র সুপ্রিয়া ঘড়ি পরেই পরীক্ষা দিতে গিয়েছিলাম,সেই উত্তেজনা -সুখ স্মৃতি নিমেষে মনে করিয়ে দিলে❤️
  • গর্ভযন্ত্রণা | সুবীর বোস | সংখ্যা : ১০০ | October 2025
    পল্লববরন পাল : শিবপুর হাওড়া : 2025-10-22
    গর্ভ যন্ত্রণা - বেশ লাগলো। এই বসন্ত আর শর্মিষ্ঠার কাহিনী পড়তে পড়তে আমার মনে পড়লো সত্তরের দশকের কথা।
    তখন ওরা খবর হতো।
    এখনকার বসন্তদের খবর মিডিয়া ছাপবে না। গোপন গণিত আছে। আর শর্মিষ্ঠারা?
    আর জি কর, দুর্গাপুর, কামদুনি...
    খবর হয় - পরে - যখন আর কিছু করার থাকে না। সুবীরবাবুকে নমস্কার। পল্লববরন
  • হঠাৎ বৃষ্টি | সুজিত বসু | সংখ্যা : ১০০ | October 2025
    শুভ্র মুখোপাধ্যায় : রিষড়া : 2025-10-22
    কবি সুজিত বসুর দীর্ঘদিন প্রবাসী। গত পঞ্চাশ বছর আগে তাঁর তরুণ বয়স থেকে আজ অবধি তাঁর এই পরিণত বয়সে লেখা কবিতা পড়ছি। মাঝে বেশ কিছু বছর তাঁকে পত্র পত্রিকায় পাইনি, তবে দুটি কাব্যগ্রন্থ হাতে এসেছিল। আমরা যারা সুজিত বসুর উৎসাহী উৎসুক পাঠক, আমরা কলকাতা থেকে প্রকাশিত সামনের সারির কবিতা পত্রে প্রায় নিয়মিত তাঁর লেখা পাচ্ছি। পরবাস পত্রিকায় তাঁর লেখার দিকেও আমরা তাকিয়ে থাকি, কেননা এই পত্রে তাঁর লেখায় এক অন্য আঙ্গিক খুঁজে পেতে অসুবিধা হয়না। বাঙলার সবুজে সুনীলে বেড়ে ওঠা দীর্ঘ সময় কাটিয়ে দিয়েছেন মস্কোর আবহাওয়ায়। তাই ঘুরে ফিরে তাঁর পরবাসের সময় চিত্রিত হয় পংক্তিতে। এই কবিতাতেও তেমন কিছু ইঙ্গিত রাখা আছে। আছে শেষ চরণটিতে আশানুরূপ মোচড়টি। এইখানেই সুজিত। ধন্যবাদ প্রবাস, প্রিয় কবির কবিতাটি আমাদের উপহার দিলেন, এই দীপান্বিতায়।
  • সামনের স্টপ | সিদ্ধার্থ মুখোপাধ্যায় | সংখ্যা : ১০০ | October 2025
    prativa sarker : Kolkata : 2025-10-22
    It is not merely a love-story! The nuances woven in the plot and the excellent art of characterization make me sympathetic to Sukumarda too. All we want desperately is to live. The story has recorded that feeling nicely in a realistic way. Kudos!
  • অপরাজিতা | অর্ঘ্য দত্ত | সংখ্যা : ১০০ | October 2025
    প্রতিভা : কলকাতা : 2025-10-22
    গল্পটাকে চমৎকার লিখতেও হাত সরছে না। এ কেমন গল্প, এত ধাক্কা দিয়ে যায়! একটা ছাব্বিশ বছরের নাদান ছেলের ওপর এত অভিমান, এত ধিক্কার, এত পরস্পরবিরোধী অনুভবে মন ভরে যায় কেন! চোখে জল আসে!
    না বলতে চেয়েও বলি চমৎকার!
  • হাতঘড়ি | চম্পাকলি আইয়ুব | সংখ্যা : ১০০ | October 2025
    Aparupa Chatterjee : কোলকাতা : 2025-10-22
    দারুণ খুব মজার।
    আর ভীতিপ্রদও বটে। এভাবেই মোহমাদকাসক্তি ধর্মের নামে বিলি করা হচ্ছে। আর আমরাও মানে সাধারণ মানুষ হরিসভার হরিরলুটের মতো তা লুটে নিয়ে নিজেদের পুণ্যবান মনে করছি। আর সংসারত্যাগী(?) ধর্মগুরুদের এসি গাড়ী, বিলাসিতার জোগান দিয়ে চলছি।

    লেখাটি খুব ভালো লাগলো। ধন্যবাদ চম্পাকলিদি।

  • বর্ণমালা | সুশোভন দাশগুপ্ত | সংখ্যা : ১০০ | October 2025
    Goutam Sengupta : Sydney : 2025-10-22
    খুব সুন্দর হয়েছে। আমার ফেভারিট চারটে লাইন.......

    \"জটিল নদীর চলন এখন কূল ভাসানো,
    উদাস পাহাড় একটু ঝুঁকে ডাকছে খেয়ায়,
    ঘুমিয়ে পড়া ইচ্ছেরা ঘুম ভাঙার ছড়া
    ছড়িয়ে দিয়ে বলছে সময় সহজ এখন।\"
  • গোর্কির ছ’দিন | সম্বিৎ বসু | সংখ্যা : ১০০ | October 2025
    Sky Basu : California : 2025-10-22
    ভারী ভালো। মনে হয় ক্ষমতাশালী আর বড়লোক বাপ না হলে এমন সব করা যায় না।
  • সম্পাদকীয় | পরবাস | সংখ্যা : ১০০ | October 2025
    Dipankar Chowdhury : Kolkata : 2025-10-22
    আজকের এই সর্বব্যাপী ঢক্কানিনাদের যুগেও \'অ-প্রদর্শন\' রয়ে গেছে \"পরবাস\" পত্রিকার একটি আভরণ!
    বর্তমান পরিশীলিত \'সম্পাদকীয়\'-টিও তার ব্যতিক্রম নয়।
    ১০০-তম সংখ্যার মাইলফলকে পৌঁছেও এত সমাহিত আর কে থাকতে পারত!
    জয়তু \'পরবাস\' !!!
  • গ্রন্থ-সমালোচনা | ভবভূতি ভট্টাচার্য | সংখ্যা : ১০০ | October 2025
    Arunachal Dutta Choudhury : Kolkata : 2025-10-21
    এমন সুলিখিত সমালোচনাকে একশয় একশ দশ দিলাম।
  • দুটি কবিতা: যৌথ যাপন; সে | সিদ্ধার্থ মুখোপাধ্যায় | সংখ্যা : ১০০ | October 2025
    অর্ঘ্য দত্ত : মুম্বাই : 2025-10-21
    খুব ভাল লাগল। দুটি কবিতা সম্পূর্ণ ভিন্ন স্বাদের। দুটিই ভাল লাগল।
  • অন্তরালে নিরন্তর মন্থরা | অংশুমান গুহ | সংখ্যা : ১০০ | October 2025
    ইন্দ্রনীল দাশগুপ্ত : ইউএসএ : 2025-10-21
    অংশুমান গুহ'র 'অন্তরালে নিরন্তর মন্থরা'য় যা নেই তা হল অনুমানযোগ্যতা (predictability) - যে বস্তুটাকে বাংলার গল্পেরা প্রধান অসুখের মতো বুকে নিয়ে ঘোরে। নীতিশিক্ষা, প্রতিবাদ, সমাজচেতনা বা আত্মোপলব্ধি জাতীয় পুষ্টিকর পদার্থও হয়তো পাওয়া যাবে না এই গদ্যে। সে সবের জন্য হোলসেল বাজার তো অন্যত্র চব্বিশ ঘন্টাই খোলা। তবে এই লেখার মধ্যে একটা অপার বিস্ময়ের ছোঁয়া আছে যা বাংলা গল্পে কদাচিৎ চোখে পড়ে। সেই বিরল অনুভূতিকে যে পাঠকরা চেনেন এবং খোঁজেন তাঁদের দৃষ্টি এই গল্পটার দিকে আকর্ষণ করি। আমার মতে ১০০তম পরবাসের সেরা গল্পের একটি।
  • পরবাস ও ছোটগল্পের রূপরেখা | সিদ্ধার্থ মুখোপাধ্যায় | সংখ্যা : ১০০ | October 2025
    ইন্দ্রনীল দাশগুপ্ত : ইউএসএ : 2025-10-21
    বাংলা ছন্দের উপর সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের লেখা অবশ্যপাঠ্য প্রবন্ধের একটা সিরিজ রয়েছে পরবাসে যা পড়ার পর বাংলা গল্পের বিভিন্ন শৈলী এবং গল্প লেখার শিল্পের উপরেও লেখকের চিন্তাভাবনা জানতে আমার বেশ কিছুদিন ধরে আগ্রহ ছিল। পরবাস ১০০ -তে শেষ পর্যন্ত সেই আকাঙ্ক্ষিত লেখাটি পাওয়া গেল। যাঁরা গল্প লেখেন, লিখতে ইচ্ছুক, বা লেখার কৌশলের বিষয়ে জানতে চান তাঁদের জন্য এই প্রবন্ধটি অপরিহার্য। আপাতদৃষ্টিতে এর বিষয় হল গল্প সম্পাদনার প্রক্রিয়া - গল্প বাছবার সময় সম্পাদকরা কী দেখেন, কী খোঁজেন, কোন গুণ বাঞ্ছনীয়, কোনগুলো নয় এইসব নিয়ে প্রবন্ধ। বিষয়টাই অভিনব। আগে কখনো গল্প সম্পাদনার সমস্যা বা খুঁটিনাটি নিয়ে আদৌ কোনো আলোচনা পড়েছি বলে মনে পড়ে না। ব্যাপারটা আশ্চর্যের নয়, কারণ পাঠকদের চেয়ে লেখকদের সংখ্যা যদি কম হয় তো সম্পাদকদের সংখ্যা আরো কম। কিন্তু লেখক হিসেবে যেমন আগ্রহ থাকে নিজের লেখার ত্রুটিগুলো জানার, বা সেই গুণগুলো বোঝার যা একটা গল্পকে প্রকাশের উপযুক্ত করে তোলে, পাঠক হিসেবেও কৌতূহল হয় - আর্টের আস্বাদনে আমি কুশল, না আনাড়ি। সূক্ষ্ম জিনিসগুলো কি আমার দৃষ্টি এড়িয়ে যাচ্ছে? এইসব বিষয় নিয়ে আলোচনার জন্য একজন সম্পাদকের চেয়ে যোগ্যতর কাউকে কি পাওয়া সম্ভব?

    সিদ্ধার্থ মুখোপাধ্যায় একটা মাঝারি আকারের প্রবন্ধের মধ্যে এতগুলো কার্যকরী পরামর্শ এবং অভিজ্ঞতার রত্ন ছড়িয়ে রেখেছেন যে পরবাসের শ্রেষ্ঠ এবং সবচেয়ে উপযোগী প্রবন্ধের মধ্যে লেখাটাকে না ধরে উপায় নেই।
  • তুলসীমালা | অনিরুদ্ধ চক্রবর্তী | সংখ্যা : ১০০ | October 2025
    ইন্দ্রনীল দাশগুপ্ত : ইউএসএ : 2025-10-21
    অনিরুদ্ধ চক্রবর্তী পরবাসের এক নিয়মিত গল্পকার। লেখকের পরিচিতি থেকে জানলাম তিনি প্রান্তিক মানুষদের নিয়ে লিখতে ভালোবাসেন। অনিরুদ্ধের লেখার মাধ্যমে গত তিন বছরে এরকম কয়েক ডজন চরিত্রের সঙ্গে পরিচয় ঘটেছে আমার। চরিত্রগুলোকে খুব বিশিষ্ট বা সক্রিয় না করেও এক ধরনের স্বাতন্ত্র্য দিতে পেরেছেন অনিরুদ্ধ। অধিকাংশ ক্ষেত্রে প্রকৃতি অন্তত পার্শ্বভূমিকা পেয়েছে, এবং তার অভিনয় আমাকে কখনো নিরাশ করেনি।

    পরবাসের ৯৯ এবং ১০০ তম সংখ্যার গল্পে বৈষ্ণব আচার এবং দর্শনকে প্রায় মুখ্য ভূমিকাতেই দেখতে পাচ্ছি। পরবাস ১০০র গল্প আগেরটির চেয়ে পরিমিত, এবং আবেগ আরেকটু সংযত। সে জন্য এর আকর্ষণ আমার কাছে আরো বেশি। তবে সবচেয়ে ভালো লেগেছে চরিত্রদের ঘিরে থাকা অব্যক্ত রহস্যের আবরণ। গল্পে যতটুকু বলতে ইচ্ছে করে তার চেয়ে একটু কম বলা ভালো। এই গল্পটি কিছু পাঠকের কৌতূহলের মধ্যে জায়গা করে নেবে।
  • পূজোর দিন, পূজোর রাত (পর্ব ৩) | ইন্দ্রনীল দাশগুপ্ত | সংখ্যা : ১০০ | October 2025
    ছন্দা বিউট্রা : ওমাহা , নেব্রাস্কা ইউ.এস.এ : 2025-10-18
    পুজোর দিন পুজোর রাত ---

    ভালো লাগলো দিল্লীর পুজোর গল্প পড়ে। কিন্তু এটা কোন সময়ের? আমার ছোটবেলার (ষাটের দশক) স্মৃতি অন্য রকম। স্কুলের ছুটি ছিল শুধু একদিনের জন্য। পাড়ার (করোল বাগের) পুজোতেই অঞ্জলি দিতাম। আর মন্দির মার্গে বিড়লা মন্দির কালীবাড়িতে একটু মাথা ঠেকানো, ব্যাস। রাত্রে তো একা একা মেয়েদের বেড়ানোর প্রশ্নই ওঠে না। ধুনুচি নাচ, সিঁদুর খেলা, এমনকি বিসর্জনও দেখিনি।
  • আধুনিক বাংলা কবিতায় দুর্বোধ্যতা | সিদ্ধার্থ মুখোপাধ্যায় | সংখ্যা : ৬৪ | September 2016
    অংশুমান গুহ : নেদারল্যান্ডস : 2025-09-16
    খুব ভালো লাগল। সহজ সাবলীল লেখা। আমার হয়তো একটা বাক‍্যে আপত্তি আছে -- "কবিতা এক অর্থে সমাজ এবং সভ্যতার দর্পণ।" আমার মনে হয় কবিতা মানুষের যত ভাষাগ্রাহ‍্য সত‍্য তার মধ‍্যে অন্তরতম। তাতে সমাজ আছে, সভ‍্যতাও আছে, কিন্তু তা ছাড়িয়ে আরো অনেক আছে। আছে মনুষ‍্যত্ব, আছে আধ্যাত্মিকতা, আছে কল্পনা। আমি বলছি না কবিতা সমাজ ও সভ‍্যতার দর্পণ নয়। আমার আপত্তি দুরকম -- (১) বাক‍্যের শেষে দাঁড়িটা আর (২) দর্পণ হওয়াটা পরিণাম হতে পারে, অপরিহার্য উদ্দেশ‍্য নয়।

    -অংশু
  • আমাদের বাড়ি | অনিরুদ্ধ চক্রবর্তী | সংখ্যা : ৮৪ | October 2021
    Shampa Chakravarty : California : 2025-09-02
    Beautiful work. Stark realism blends seamlessly with the imaginal and ethereal. Nachiketa finds the path of love that is eternal, pervasive and transcends death. Very moving. I would love to translate your work some day if you permit.
  • তোমার আছে তো হাতখানি | দীপঙ্কর চৌধুরী | সংখ্যা : ৯৯ | July 2025
    Arindam Gangopadhyay : Mumbai : 2025-08-30
    আশ্চর্য গল্প। অ-লৌকিক। সালাম কত্তা!
  • গঙ্গার ঘাট | অনিরুদ্ধ চক্রবর্তী | সংখ্যা : ৯৭ | January 2025
    Shampa Chakravarty : California : 2025-08-27
    Beautiful writing, very poetic.
  • মুঘলসরাই জংশন | অরুণ কাঞ্জিলাল | সংখ্যা : ৭৩ | December 2018
    গৌতম চক্রবর্তী : ঢাকুরিয়া : 2025-08-20
    অসাধারণ ভ্রমণ কাহিনী। অতীব সুখপাঠ্য
  • তোমার আছে তো হাতখানি | দীপঙ্কর চৌধুরী | সংখ্যা : ৯৯ | July 2025
    Debasis Mukhopadhyay : Makardah, Howrah : 2025-08-17
    অসাধারণ গল্পটি আরও একবার পড়া গেল। গল্পটির মানবিক আবেদন অবিস্মরণীয়।
  • সম্পাদকীয় | অনুষ্টুপ শেঠ, চিরন্তন কুণ্ডু | সংখ্যা : ৯৬ | October 2024
    dipankar chowdhury : kolkata : 2025-08-17
    এর চাইতে অধিকতর উপযুক্ত ও নির্দিষ্ট-অভিমুখী সম্পাদকীয় আর হতে পারত না।

    কবিতা দুটিই অসাধারণ, সংকলনযোগ্য।

    অভিনন্দন, পরবাস!
  • রবীন্দ্রসংগীতের আয়নামহল | সুধীর চক্রবর্তী | সংখ্যা : Rabindranath Tagore | April 2009
    shampa Bose : Kolkata : 2025-08-04
    খুব দামি লেখা। পড়ে উপকৃত হলাম। বইটি কোথায় পাওয়া যায় জানালে ভালো হয়।
  • শাঁটুলবাবুর বইচর্চা ও ব্যক্তিজীবন পাঠ | অরূপ সেন | সংখ্যা : ৯৯ | July 2025
    যশোবন্ত বসু : বাঁকুড়া, পশ্চিমবঙ্গ : 2025-08-03
    সুখপাঠ্য। এই বইটি কিছুদিন আগে কিনেছি। গোটা দুয়েক প্রবন্ধ পড়েছি। বাকিগুলি পড়ে ফেলার তাগিদ জাগিয়ে দিল এই লেখা। একটি শব্দের প্রয়োগ বিষয়ে লেখকের দৃষ্টি আকর্ষণ করছি।

    ' সখ্য ' শব্দটি এমনিতেই বিশেষ্য পদ। তাকে ' তা ' দিয়ে বিশেষ্য করার প্রয়োজন নেই। ' উৎকর্ষ ', ' দারিদ্র্য ' এই বিশেষ্যগুলিতেও অনেকে অকারণে 'তা ' জুড়ে দেন। এসব ভুল প্রয়োগ।
  • রক্ষক | দেবাশিস দাস | সংখ্যা : ৯৯ | July 2025
    Syamali Ray : Saratoga CA : 2025-07-25
    Beautiful story.
  • কালবিন্দু | অরিন্দম গঙ্গোপাধ্যায় | সংখ্যা : ৯৯ | July 2025
    Dr. M. M. Bandopadhyay. : Dhanbad : 2025-07-22
    খুব ভালো লাগলো l লেখা পাঠাতে পারি? কিভাবে পাঠাবো? ডাঃ মণিমোহন বন্দোপাধ্যায় l Dhanbad. Jharkhand. -------------------------------------------------------
    এই গল্পটার নিচে আরেকটু scroll down করলে দেখতে পাবেন কীভাবে লেখা পাঠানো যায়। parabaas@parabaas.com-এ পাঠিয়ে দিন।
  • তোমার আছে তো হাতখানি | দীপঙ্কর চৌধুরী | সংখ্যা : ৯৯ | July 2025
    বিমলেন্দু ভট্টাচার্য : চুঁচুড়া : 2025-07-22
    পরবাসে ছাপা গল্প কি যেমন তেমন হতে পারে?এতো মনের গভীরে প্রবেশ করে।আমি যদি কোনদিন এমন লিখতে পারি তবেই কোন লেখা সম্বন্ধে ওপিনিয়ন দেবো। অনেক শুভেচ্ছা লেখককে
  • বাথরুম সিঙ্গার | পরন্তপ বসু | সংখ্যা : ৯৯ | July 2025
    Amal Sanyal : Christchurch : 2025-07-21
    গল্পটা চমৎকার লাগলো। সুন্দর কাহিনী। বাহুল্যহীন ঝরঝরে ভাষা আর গল্পের স্বচ্ছন্দ গতিটাও খুব ভালো লাগলো।
  • মরচে-ধরা মাটি مٹی کا زنگ | মির্জা হামিদ বেগ | translated by শুভময় রায় | সংখ্যা : ৯৯ | July 2025
    asad mufty : amsterdam : 2025-07-21
    you are just great......MHB.
  • অশ্বারোহী | রিঙ্কি দাস | সংখ্যা : ৯৯ | July 2025
    Sinjini Dutta : Kolkata : 2025-07-20
    খুব ভালো লাগলো, ঝরঝরে ভাষায় অন্যরকম একটা গল্প।
  • তোমার আছে তো হাতখানি | দীপঙ্কর চৌধুরী | সংখ্যা : ৯৯ | July 2025
    অরুণাচল দত্ত চৌধুরী : কলকাতা : 2025-07-20
    অপূর্ব বললে কিছুই বলা হয় না। এই গল্প বাস্তবকে মায়াঞ্জন পরায়।
  • শ্রীরাধিকা | অনিরুদ্ধ চক্রবর্তী | সংখ্যা : ৯৯ | July 2025
    Dipankar Chowdhury : Kolkata : 2025-07-20
    অভিভূত হলাম গল্পটি পড়ে। অনেকদিন পরে কোন ছোটগল্প এতটা মথিত করে গেল। লোক ও লোকোত্তর প্রেম মিলে মিশে একাকার!
  • 1234567
  • Older Comments - পুরোনো মন্তব্য/চিঠি