• পরবাস : Shakti Chattopadhyay সংখ্যা : মন্তব্য / Comments
  • এই সংখ্যা নিয়ে মন্তব্য জমা দিন / Make a comment about this issue
  • (?)
  • Older Comments - পুরোনো মন্তব্য/চিঠি
  • 123456
  • গ্রন্থ-সমালোচনা | ভবভূতি ভট্টাচার্য | সংখ্যা : ১০০ | October 2025
    Arunachal Dutta Choudhury : Kolkata : 2025-10-21
    এমন সুলিখিত সমালোচনাকে একশয় একশ দশ দিলাম।
  • দুটি কবিতা: যৌথ যাপন; সে | সিদ্ধার্থ মুখোপাধ্যায় | সংখ্যা : ১০০ | October 2025
    অর্ঘ্য দত্ত : মুম্বাই : 2025-10-21
    খুব ভাল লাগল। দুটি কবিতা সম্পূর্ণ ভিন্ন স্বাদের। দুটিই ভাল লাগল।
  • অন্তরালে নিরন্তর মন্থরা | অংশুমান গুহ | সংখ্যা : ১০০ | October 2025
    ইন্দ্রনীল দাশগুপ্ত : ইউএসএ : 2025-10-21
    অংশুমান গুহ'র 'অন্তরালে নিরন্তর মন্থরা'য় যা নেই তা হল অনুমানযোগ্যতা (predictability) - যে বস্তুটাকে বাংলার গল্পেরা প্রধান অসুখের মতো বুকে নিয়ে ঘোরে। নীতিশিক্ষা, প্রতিবাদ, সমাজচেতনা বা আত্মোপলব্ধি জাতীয় পুষ্টিকর পদার্থও হয়তো পাওয়া যাবে না এই গদ্যে। সে সবের জন্য হোলসেল বাজার তো অন্যত্র চব্বিশ ঘন্টাই খোলা। তবে এই লেখার মধ্যে একটা অপার বিস্ময়ের ছোঁয়া আছে যা বাংলা গল্পে কদাচিৎ চোখে পড়ে। সেই বিরল অনুভূতিকে যে পাঠকরা চেনেন এবং খোঁজেন তাঁদের দৃষ্টি এই গল্পটার দিকে আকর্ষণ করি। আমার মতে ১০০তম পরবাসের সেরা গল্পের একটি।
  • পরবাস ও ছোটগল্পের রূপরেখা | সিদ্ধার্থ মুখোপাধ্যায় | সংখ্যা : ১০০ | October 2025
    ইন্দ্রনীল দাশগুপ্ত : ইউএসএ : 2025-10-21
    বাংলা ছন্দের উপর সিদ্ধার্থর লেখা অবশ্যপাঠ্য প্রবন্ধের একটা সিরিজ রয়েছে পরবাসে যা পড়ার পর বাংলা গল্পের বিভিন্ন শৈলী এবং গল্প লেখার শিল্পের উপরেও লেখকের চিন্তাভাবনা জানতে আমার বেশ কিছুদিন ধরে আগ্রহ ছিল। পরবাস ১০০ -তে শেষ পর্যন্ত সেই আকাঙ্ক্ষিত লেখাটি পাওয়া গেল। যাঁরা গল্প লেখেন, লিখতে ইচ্ছুক, বা লেখার কৌশলের বিষয়ে জানতে চান তাঁদের জন্য এই প্রবন্ধটি অপরিহার্য। আপাতদৃষ্টিতে এর বিষয় হল গল্প সম্পাদনার প্রক্রিয়া - গল্প বাছবার সময় সম্পাদকরা কী দেখেন, কী খোঁজেন, কোন গুণ বাঞ্ছনীয়, কোনগুলো নয় এইসব নিয়ে প্রবন্ধ। বিষয়টাই অভিনব। আগে কখনো গল্প সম্পাদনার সমস্যা বা খুঁটিনাটি নিয়ে আদৌ কোনো আলোচনা পড়েছি বলে মনে পড়ে না। ব্যাপারটা আশ্চর্যের নয়, কারণ পাঠকদের চেয়ে লেখকদের সংখ্যা যদি কম হয় তো সম্পাদকদের সংখ্যা আরো কম। কিন্তু লেখক হিসেবে যেমন আগ্রহ থাকে নিজের লেখার ত্রুটিগুলো জানার, বা সেই গুণগুলো বোঝার যা একটা গল্পকে প্রকাশের উপযুক্ত করে তোলে, পাঠক হিসেবেও কৌতূহল হয় - আর্টের আস্বাদনে আমি কুশল, না আনাড়ি। সূক্ষ্ম জিনিসগুলো কি আমার দৃষ্টি এড়িয়ে যাচ্ছে? এইসব বিষয় নিয়ে আলোচনার জন্য একজন সম্পাদকের চেয়ে যোগ্যতর কাউকে কি পাওয়া সম্ভব?

    সিদ্ধার্থ একটা মাঝারি আকারের প্রবন্ধের মধ্যে এতগুলো কার্যকরী পরামর্শ এবং অভিজ্ঞতার রত্ন ছড়িয়ে রেখেছেন যে পরবাসের শ্রেষ্ঠ এবং সবচেয়ে উপযোগী প্রবন্ধের মধ্যে লেখাটাকে না ধরে উপায় নেই।
  • তুলসীমালা | অনিরুদ্ধ চক্রবর্তী | সংখ্যা : ১০০ | October 2025
    ইন্দ্রনীল দাশগুপ্ত : ইউএসএ : 2025-10-21
    অনিরুদ্ধ চক্রবর্তী পরবাসের এক নিয়মিত গল্পকার। লেখকের পরিচিতি থেকে জানলাম তিনি প্রান্তিক মানুষদের নিয়ে লিখতে ভালোবাসেন। অনিরুদ্ধের লেখার মাধ্যমে গত তিন বছরে এরকম কয়েক ডজন চরিত্রের সঙ্গে পরিচয় ঘটেছে আমার। চরিত্রগুলোকে খুব বিশিষ্ট বা সক্রিয় না করেও এক ধরনের স্বাতন্ত্র্য দিতে পেরেছেন অনিরুদ্ধ। অধিকাংশ ক্ষেত্রে প্রকৃতি অন্তত পার্শ্বভূমিকা পেয়েছে, এবং তার অভিনয় আমাকে কখনো নিরাশ করেনি।

    পরবাসের ৯৯ এবং ১০০ তম সংখ্যার গল্পে বৈষ্ণব আচার এবং দর্শনকে প্রায় মুখ্য ভূমিকাতেই দেখতে পাচ্ছি। পরবাস ১০০র গল্প আগেরটির চেয়ে পরিমিত, এবং আবেগ আরেকটু সংযত। সে জন্য এর আকর্ষণ আমার কাছে আরো বেশি। তবে সবচেয়ে ভালো লেগেছে চরিত্রদের ঘিরে থাকা অব্যক্ত রহস্যের আবরণ। গল্পে যতটুকু বলতে ইচ্ছে করে তার চেয়ে একটু কম বলা ভালো। এই গল্পটি কিছু পাঠকের কৌতূহলের মধ্যে জায়গা করে নেবে।
  • পূজোর দিন, পূজোর রাত (পর্ব ৩) | ইন্দ্রনীল দাশগুপ্ত | সংখ্যা : ১০০ | October 2025
    ছন্দা বিউট্রা : ওমাহা , নেব্রাস্কা ইউ.এস.এ : 2025-10-18
    পুজোর দিন পুজোর রাত ---

    ভালো লাগলো দিল্লীর পুজোর গল্প পড়ে। কিন্তু এটা কোন সময়ের? আমার ছোটবেলার (ষাটের দশক) স্মৃতি অন্য রকম। স্কুলের ছুটি ছিল শুধু একদিনের জন্য। পাড়ার (করোল বাগের) পুজোতেই অঞ্জলি দিতাম। আর মন্দির মার্গে বিড়লা মন্দির কালীবাড়িতে একটু মাথা ঠেকানো, ব্যাস। রাত্রে তো একা একা মেয়েদের বেড়ানোর প্রশ্নই ওঠে না। ধুনুচি নাচ, সিঁদুর খেলা, এমনকি বিসর্জনও দেখিনি।
  • আধুনিক বাংলা কবিতায় দুর্বোধ্যতা | সিদ্ধার্থ মুখোপাধ্যায় | সংখ্যা : ৬৪ | September 2016
    অংশুমান গুহ : নেদারল্যান্ডস : 2025-09-16
    খুব ভালো লাগল। সহজ সাবলীল লেখা। আমার হয়তো একটা বাক‍্যে আপত্তি আছে -- "কবিতা এক অর্থে সমাজ এবং সভ্যতার দর্পণ।" আমার মনে হয় কবিতা মানুষের যত ভাষাগ্রাহ‍্য সত‍্য তার মধ‍্যে অন্তরতম। তাতে সমাজ আছে, সভ‍্যতাও আছে, কিন্তু তা ছাড়িয়ে আরো অনেক আছে। আছে মনুষ‍্যত্ব, আছে আধ্যাত্মিকতা, আছে কল্পনা। আমি বলছি না কবিতা সমাজ ও সভ‍্যতার দর্পণ নয়। আমার আপত্তি দুরকম -- (১) বাক‍্যের শেষে দাঁড়িটা আর (২) দর্পণ হওয়াটা পরিণাম হতে পারে, অপরিহার্য উদ্দেশ‍্য নয়।

    -অংশু
  • আমাদের বাড়ি | অনিরুদ্ধ চক্রবর্তী | সংখ্যা : ৮৪ | October 2021
    Shampa Chakravarty : California : 2025-09-02
    Beautiful work. Stark realism blends seamlessly with the imaginal and ethereal. Nachiketa finds the path of love that is eternal, pervasive and transcends death. Very moving. I would love to translate your work some day if you permit.
  • তোমার আছে তো হাতখানি | দীপঙ্কর চৌধুরী | সংখ্যা : ৯৯ | July 2025
    Arindam Gangopadhyay : Mumbai : 2025-08-30
    আশ্চর্য গল্প। অ-লৌকিক। সালাম কত্তা!
  • গঙ্গার ঘাট | অনিরুদ্ধ চক্রবর্তী | সংখ্যা : ৯৭ | January 2025
    Shampa Chakravarty : California : 2025-08-27
    Beautiful writing, very poetic.
  • মুঘলসরাই জংশন | অরুণ কাঞ্জিলাল | সংখ্যা : ৭৩ | December 2018
    গৌতম চক্রবর্তী : ঢাকুরিয়া : 2025-08-20
    অসাধারণ ভ্রমণ কাহিনী। অতীব সুখপাঠ্য
  • তোমার আছে তো হাতখানি | দীপঙ্কর চৌধুরী | সংখ্যা : ৯৯ | July 2025
    Debasis Mukhopadhyay : Makardah, Howrah : 2025-08-17
    অসাধারণ গল্পটি আরও একবার পড়া গেল। গল্পটির মানবিক আবেদন অবিস্মরণীয়।
  • সম্পাদকীয় | অনুষ্টুপ শেঠ, চিরন্তন কুণ্ডু | সংখ্যা : ৯৬ | October 2024
    dipankar chowdhury : kolkata : 2025-08-17
    এর চাইতে অধিকতর উপযুক্ত ও নির্দিষ্ট-অভিমুখী সম্পাদকীয় আর হতে পারত না।

    কবিতা দুটিই অসাধারণ, সংকলনযোগ্য।

    অভিনন্দন, পরবাস!
  • রবীন্দ্রসংগীতের আয়নামহল | সুধীর চক্রবর্তী | সংখ্যা : Rabindranath Tagore | April 2009
    shampa Bose : Kolkata : 2025-08-04
    খুব দামি লেখা। পড়ে উপকৃত হলাম। বইটি কোথায় পাওয়া যায় জানালে ভালো হয়।
  • শাঁটুলবাবুর বইচর্চা ও ব্যক্তিজীবন পাঠ | অরূপ সেন | সংখ্যা : ৯৯ | July 2025
    যশোবন্ত বসু : বাঁকুড়া, পশ্চিমবঙ্গ : 2025-08-03
    সুখপাঠ্য। এই বইটি কিছুদিন আগে কিনেছি। গোটা দুয়েক প্রবন্ধ পড়েছি। বাকিগুলি পড়ে ফেলার তাগিদ জাগিয়ে দিল এই লেখা। একটি শব্দের প্রয়োগ বিষয়ে লেখকের দৃষ্টি আকর্ষণ করছি।

    ' সখ্য ' শব্দটি এমনিতেই বিশেষ্য পদ। তাকে ' তা ' দিয়ে বিশেষ্য করার প্রয়োজন নেই। ' উৎকর্ষ ', ' দারিদ্র্য ' এই বিশেষ্যগুলিতেও অনেকে অকারণে 'তা ' জুড়ে দেন। এসব ভুল প্রয়োগ।
  • রক্ষক | দেবাশিস দাস | সংখ্যা : ৯৯ | July 2025
    Syamali Ray : Saratoga CA : 2025-07-25
    Beautiful story.
  • কালবিন্দু | অরিন্দম গঙ্গোপাধ্যায় | সংখ্যা : ৯৯ | July 2025
    Dr. M. M. Bandopadhyay. : Dhanbad : 2025-07-22
    খুব ভালো লাগলো l লেখা পাঠাতে পারি? কিভাবে পাঠাবো? ডাঃ মণিমোহন বন্দোপাধ্যায় l Dhanbad. Jharkhand. -------------------------------------------------------
    এই গল্পটার নিচে আরেকটু scroll down করলে দেখতে পাবেন কীভাবে লেখা পাঠানো যায়। parabaas@parabaas.com-এ পাঠিয়ে দিন।
  • তোমার আছে তো হাতখানি | দীপঙ্কর চৌধুরী | সংখ্যা : ৯৯ | July 2025
    বিমলেন্দু ভট্টাচার্য : চুঁচুড়া : 2025-07-22
    পরবাসে ছাপা গল্প কি যেমন তেমন হতে পারে?এতো মনের গভীরে প্রবেশ করে।আমি যদি কোনদিন এমন লিখতে পারি তবেই কোন লেখা সম্বন্ধে ওপিনিয়ন দেবো। অনেক শুভেচ্ছা লেখককে
  • বাথরুম সিঙ্গার | পরন্তপ বসু | সংখ্যা : ৯৯ | July 2025
    Amal Sanyal : Christchurch : 2025-07-21
    গল্পটা চমৎকার লাগলো। সুন্দর কাহিনী। বাহুল্যহীন ঝরঝরে ভাষা আর গল্পের স্বচ্ছন্দ গতিটাও খুব ভালো লাগলো।
  • মরচে-ধরা মাটি مٹی کا زنگ | মির্জা হামিদ বেগ | translated by শুভময় রায় | সংখ্যা : ৯৯ | July 2025
    asad mufty : amsterdam : 2025-07-21
    you are just great......MHB.
  • অশ্বারোহী | রিঙ্কি দাস | সংখ্যা : ৯৯ | July 2025
    Sinjini Dutta : Kolkata : 2025-07-20
    খুব ভালো লাগলো, ঝরঝরে ভাষায় অন্যরকম একটা গল্প।
  • তোমার আছে তো হাতখানি | দীপঙ্কর চৌধুরী | সংখ্যা : ৯৯ | July 2025
    অরুণাচল দত্ত চৌধুরী : কলকাতা : 2025-07-20
    অপূর্ব বললে কিছুই বলা হয় না। এই গল্প বাস্তবকে মায়াঞ্জন পরায়।
  • শ্রীরাধিকা | অনিরুদ্ধ চক্রবর্তী | সংখ্যা : ৯৯ | July 2025
    Dipankar Chowdhury : Kolkata : 2025-07-20
    অভিভূত হলাম গল্পটি পড়ে। অনেকদিন পরে কোন ছোটগল্প এতটা মথিত করে গেল। লোক ও লোকোত্তর প্রেম মিলে মিশে একাকার!
  • বিদায় সরস্বতী | সুজিত বসু | সংখ্যা : ৯৯ | July 2025
    শুভ্র মুখোপাধ্যায় : রিষড়া : 2025-07-19
    কতোদিন কবি কলকাতা আসেননি। সত্তরের কফি হাউসের আড্ডার উত্তাপ কবেই ম্লান। এখানে বন্ধুরা এখনো কি আড্ডার অপেক্ষায় থাকে! মনে হয় না। তবে সেই সত্তরের প্রারম্ভ সময় থেকে আজও কবি সুজিত বসুর পাঠকরা নিশ্চিত তাঁর লেখার অপেক্ষায় থাকেন, নাহলে কলকাতার কবিতা পত্রগুলির সম্পাদকরা তাঁর কবিতা প্রকাশের জন্য মনোনীত করেন! মাঝেমধ্যেই তাঁর অসাধারণ সব কবিতা আমরা এখানে পড়তে পারি। এইতো গত সপ্তাহে কবিসম্মেলনে তাঁর দু'টি কবিতা পড়লাম। আবার আজই দেখি কবি পরবাসে প্রকাশিত। খুব ভালো লাগলো। যথারীতি সাবলীল ছন্দে এগিয়েছে "বিদায় সরস্বতী।" নানা আঙ্গিকে, নানা অনুষঙ্গে রহস্যময়ী এক নারী মিশে থাকে সুজিতের কবিতার শরীরে। সেই নারী যেন নানা ভাবে ভাঙে-গড়ে কবিকে, নাকি কবিই স্বেচ্ছায় সেই ভাঙা-গড়া মননে মিশিয়ে গড়ে তোলেন তাঁর কবিতার অবয়ব! কবি সেই গড়াটুকু রাখেন তাঁর কবিতার শরীরে, আর যা কিছু ভাঙে, ছেড়ে যায় সবটুকুই তার ফেলে আসা পথের নৈমিত্তিক। জীবনের উত্তাল সময়টা কবিকে আঁকড়ে থাকুক এমনই। মাঝেসাঝে কবিকে তাঁর পাঠকের কাছে পৌঁছে দিচ্ছেন পরবাস; অনেক ধন্যবাদ।
  • পাঁচমিশালী আফ্রিকা — পুস্তক পর্যালোচনা | পার্থসারথি মুখোপাধ্যায় | সংখ্যা : ৯৯ | July 2025
    ujjal dasgupta : Ranchi : 2025-07-19
    বইটা তো পড়া নেই কিন্তু পার্থ মুখার্জি বাবুর বইটির আলোচনা অত্যন্ত মনোগ্রাহী হয়েছে। সেটা পড়ে আমার এই বইটি পড়ার আগ্রহ সৃষ্টি হয়েছে।
  • হাইস্কুলের কালচার | ইন্দ্রনীল দাশগুপ্ত | সংখ্যা : ৯৯ | July 2025
    রঞ্জন রায় : হেলসিংকি : 2025-07-19
    টুপি খুললাম !
    বরানগর মিশনের হোস্টেলের দিনগুলো মনে পড়ে গেল।
    উপন্যাস প্রকাশিত হলে কিনে পড়ব।
  • কবি ও নৌকা অথবা ছলনাকথা | দিবাকর ভট্টাচার্য | সংখ্যা : ৯৯ | July 2025
    রঞ্জন রায় : হেলসিংকি : 2025-07-19
    দিবাকর বাবুকে ধন্যবাদ। এমন কল্পনা করতে পারলে আমি গর্বিত বোধ করতাম।

    বিশেষ করে বলতেই চাই গল্পটার সমাপন নিয়ে। বাঁধা ফর্মূলার বাইরে ইচ্ছাপূরণের লোভ এড়িয়ে এই সমাপন! শেষ করার পর বসে ভাবছি।
  • সোমনাথ ভট্টাচার্য রচনা সংগ্রহ — এক অনাস্বাদিত পাঠ-অভিজ্ঞতা | রঞ্জন ভট্টাচার্য | সংখ্যা : ৯৯ | July 2025
    বর্ণালী পাল : শান্তিনিকেতন : 2025-07-19
    তথ্যসমৃদ্ধ ও অত্যন্ত সংহত বিশ্লেষণ। ভালো লাগলো।
  • টুকটুকি সিং | অনিরুদ্ধ চক্রবর্তী | সংখ্যা : ৯৮ | April 2025
    Dipankar Chowdhury : Kolkata : 2025-07-02
    অতি চমৎকার লাগল টুকাটুকি সিং।

    এই লেখকের আরো লেখা পড়তে চাই।
  • বাঙালির পদবি | উদয় চট্টোপাধ্যায় | সংখ্যা : ৭৬ | September 2019
    অনুপম খাটা : শিলিগুড়ি : 2025-06-21
    আপনার লেখাটি পড়ে সম্মৃদ্ধ হলাম। আমার নাম অনুপম খাটা। আমি আমার এই পদবীর ইতিহাস অনেক খুঁজেছি। কিন্তু কিছুতেই পাইনি। বয়স্কদের মধ্যে আমার ঠাকুমা এখনো বেঁচে আছেন। তবে তিনি কোনো উত্তর দিতে পারেননি। আপনার যদি আমার এই পদবী নিয়ে কিছু জানা থাকে তবে আমাকে জানালে বাধিত হবো।

    লেখকের উত্তর:

    আমার তথ্যভাণ্ডার ঘেঁটে 'খাটা' পদবি পেলুম না, খাঁটা আর খাটুয়া পেলুম।

    দেবাশিস ভৌমিক 'বাংলার পদবি কথা'-য় জানাচ্ছেন, খাটুয়া শব্দটি 'খাটিয়ে' থেকে এসে থাকতে পারে। পূর্ববঙ্গে খাটিয়া শব্দটি উচ্চারিত হয় 'খাটুয়া'। উত্তরবঙ্গের দিকটাতেও খাটুয়া কুড়িয়া (কুঁড়ে) ইত্যাদি শব্দের প্রচলন রয়েছে।খাটুয়া শব্দটির অর্থ হল পরিশ্রমী। কেউ কেউ বলেন শব্দটি এসেছে 'ক্ষেত্রপাল' থেকে। যতদূর মনে হয়, এর জন্ম বাংলার বাইরে, সম্ভবত বিহার কিংবা উত্তর প্রদেশ থেকে পদবিটি এসেছে। তিলি এবং মাহিষ্যদের মধ্যে খাটুয়া পদবিটি বেশি পরিলক্ষিত হয়।

    আমার ধারণা, খাটুয়া থেকে খাটা এসে থাকবে, খাটুয়া >খাটা। অনুনাসিক উচ্চারণে খাটা থেকে খাঁটা। যেমন, হাসি> হাঁসি ।

  • রবীন্দ্রসংগীতের আয়নামহল | সুধীর চক্রবর্তী | সংখ্যা : Rabindranath Tagore | April 2009
    নিশীথ ষড়ংগী : বাঁকুড়া : 2025-06-13
    স্মরণযোগ্য, অসাধারণ আলোচনা। নিশীথ ষড়ংগী বাঁকুড়া। ১৩.৬.২৫
  • গ্রন্থ-সমালোচনা | ভবভূতি ভট্টাচার্য | সংখ্যা : ৯৮ | April 2025
    Debasis Mukhopadhyay : Makardah : 2025-06-05
    অসাধারণ রিভিউ ভবভূতি ভট্টাচার্যের। বিশেষ করে চোখ টেনেছে রক্তকরবীর নন্দিনীর সঙ্গে তহমিনা খাতুনের তুলনা। সর্দার অর্থাৎ আইনরক্ষক রাজপুরুষরাই যেন আধুনিক কালের পঞ্চকদের বাধা। এই পঞ্চকরা নিয়ম মতে চলতে চায় না বলেই 'সর্দার'রা তাদের দমাতে চায়, কিন্তু তখনই ভাঙনের মধ্য দিয়ে গড়ে ওঠে নতুন সৃষ্টি।
  • বেদখল | সিদ্ধার্থ মুখোপাধ্যায় | সংখ্যা : ৯৮ | April 2025
    Dhurjati Chatterjee : Birbhum/ West Bengal/ India : 2025-05-27
    বর্তমান কালের রাজনৈতিক ঘটনাবলীর চিত্রায়ণের ঊর্দ্ধে মানবতা। সে চিত্র মনে দাগ কাটে।
  • কান্তা | দীপঙ্কর চৌধুরী | সংখ্যা : ৯৮ | April 2025
    অরিন্দম গঙ্গোপাধ্যায় : মুম্বাই : 2025-05-08
    এ গল্প একজন‌ই লিখতে পারেন।
  • মাস্টারমশাই শক্তিদা | সংহিতা চক্রবর্তী | সংখ্যা : Shakti Chattopadhyay | April 2025
    Debasis Mukhopadhyay : মাকড়দহ, হাওড়া : 2025-05-02
    সংহিতা চক্রবর্তীর অপূর্ব গদ্যশৈলী আমাকে মুগ্ধ করল।
  • মাস্টারমশাই শক্তিদা | সংহিতা চক্রবর্তী | সংখ্যা : Shakti Chattopadhyay | April 2025
    Rakhi Mitra Chakraborty : Joynagar Majilpur : 2025-04-28
    এত ভালো লাগল যে বলার নয়! যেন চোখের সামনে শান্তিনিকেতন আর এক অন্য ছন্দের পদ্য শেখার জগৎ!
  • বয়ঃপ্রাপ্তি... | সেমিমা হাকিম | সংখ্যা : ৯৮ | April 2025
    Arjun Sarma : Agartala : 2025-04-27
    খুব ভালো লাগলো। "কুলুঙ্গিতে জমাতাম রূপকথা"- দারুণ দারুণ।
  • মাস্টারমশাই শক্তিদা | সংহিতা চক্রবর্তী | সংখ্যা : Shakti Chattopadhyay | April 2025
    উদয় চট্টোপাধ্যায় : সল্ট লেক, কলকাতা : 2025-04-23
    কবি, কবিতা, কাব্যবোধ আর ভালোবাসায় সংপৃক্ত এক মায়াবী প্রকাশ। খুব ভালো লাগল ।
  • বেলজিয়ামের ঘেন্ট শহর বেড়ানোর রোজনামচা | স্বস্তিকা চ্যাটার্জী দাস | সংখ্যা : ৯৮ | April 2025
    মৌ রায় : কলকাতা : 2025-04-22
    উপভোগ্য একটি ভ্রমণ বৃত্তান্ত, যা পড়ে পাঠকের মানস ভ্রমণ হয়ে যায়।
  • বেলজিয়ামের ঘেন্ট শহর বেড়ানোর রোজনামচা | স্বস্তিকা চ্যাটার্জী দাস | সংখ্যা : ৯৮ | April 2025
    sreemoyee sen ram : kolkata : 2025-04-22
    well presented !
  • অথ মার্জার-মার্জারী কথা | দেবাশিস দাস | সংখ্যা : ৯৮ | April 2025
    Trishna Saha : Kolkata : 2025-04-21
    খুব উপভোগ্য একটি রম্য রচনা। যা এক নিঃশ্বাসে পড়ে নেওয়া যায়। ভাষার গতি ও অতি সাবলীল। লেখকের পরবর্তী লেখনীর সাগ্রহে অপেক্ষায় রইলাম।
  • মাস্টারমশাই শক্তিদা | সংহিতা চক্রবর্তী | সংখ্যা : Shakti Chattopadhyay | April 2025
    স্বাতী নন্দি : ইছাপুর : 2025-04-20
    কত সুন্দর করে শ্রদ্ধা আর ভালোবাসাকে প্রকাশ করা যায় তা দেখলাম। খুব ভালো লাগলো! কবি যেমন মন্দ কথায় কান না দিয়ে ছন্দে কান রাখতে বলেছেন তেমনি আগামী দিনে তোর আরও অনেক এইরকম সাবলীল লেখার ছন্দের আশায় কান রাখলাম।
  • দ্রৌপদীর শাড়ি | অঞ্জলি দাশ | সংখ্যা : ৯৮ | April 2025
    সংহিতা চক্রবর্তী : দমদম ক্যান্টনমেন্ট : 2025-04-20
    কী তীব্র ভর্ৎসনা !

    অসামান্য অসামান্য
  • সংখ্যা : ৯৮
    সংহিতা চক্রবর্তী : দমদম ক্যান্টনমেন্ট : 2025-04-20
    নবজাতকের কাছে এ পৃথিবী বাসযোগ্য করতে পারিনি তো আমরা,কবি অরণি বসুর কবিতায় সেই যুগপৎ আশা-আশঙ্কার দোলাচলতা টের পেলাম,টের পেলাম নিজের মনের মধ্যেও। আপাত সহজ ছবি, সহজ হল না তার দায় এড়ানো...
  • মাস্টারমশাই শক্তিদা | সংহিতা চক্রবর্তী | সংখ্যা : Shakti Chattopadhyay | April 2025
    সুজয় চক্রবর্তী : কলকাতা : 2025-04-20
    খুবই ভালো লেখা। স্মৃতির সরণি বেয়ে আমাদের প্রিয় কবির জীবনের শেষ কয়েকদিনের এক উজ্জ্বল উদ্ধার। লেখিকার কাছে আরও এরকম অনুপম গদ্যের দাবী রইল।
  • ফুলগাছটি লাগাইছিলাম | অরণি বসু | সংখ্যা : ৯৮ | April 2025
    মানস ভট্টাচার্য : কলকাতা : 2025-04-19
    চমৎকার!
  • মাস্টারমশাই শক্তিদা | সংহিতা চক্রবর্তী | সংখ্যা : Shakti Chattopadhyay | April 2025
    অস্মিতা : কলকাতা : 2025-04-19
    যে পথে আমরা কখনো হাঁটিনি, সে পথের স্বাদ এমন করে এনে দিলেন!! অত কবিদের মাঝে \"মাষ্টারমশাই\" ছিলেন বলেই হয়তো এমন জীবন্ত হয়ে আছেন আজও!

    আরও লেখা আসুক।
  • মাস্টারমশাই শক্তিদা | সংহিতা চক্রবর্তী | সংখ্যা : Shakti Chattopadhyay | April 2025
    এস চক্রবর্তী : দমদম : 2025-04-19
    অবগাহন স্নানের তৃপ্তি লাভ করলাম। চমৎকার লেখা।
  • দুটি কবিতা | কালীকৃষ্ণ গুহ | সংখ্যা : ৯৮ | April 2025
    উত্তম মাহাত : পুরুলিয়া : 2025-04-19
    খুবই ভালো লাগলো কবিতা দুটি। এমন সহজ ভাষায় গভীর বোধের প্রকাশ কালীদার পক্ষেই সম্ভব। ভালো থাকুন উনি।
  • মাস্টারমশাই শক্তিদা | সংহিতা চক্রবর্তী | সংখ্যা : Shakti Chattopadhyay | April 2025
    Saumitra Paladhi : Brisbane : 2025-04-18
    সংহিতা এক অসাধারণ ভ্রমন করাlলেন আমাদের পাঠকদের হাত ধরে কবিতাশক্তির আবহে। অসংখ্য ধন্যবাদ সংহিতা।
  • 123456
  • Older Comments - পুরোনো মন্তব্য/চিঠি