• পরবাস : মন্তব্য / Comments
  • এই সংখ্যা নিয়ে মন্তব্য জমা দিন / Make a comment about this issue
  • (?)
  • Older Comments - পুরোনো মন্তব্য/চিঠি
  • 123456
  • সম্পাদকীয় | | সংখ্যা : ৮৬ | April 2022
    দীপঙ্কর চৌধুরী : কলকাতা : 2022-04-15
    একটি সত্যিকারের চিন্তাউদ্রেককারী সম্পাদকীয়!
  • ফাল্গুনের গান (৩) | যশোধরা রায়চৌধুরী | সংখ্যা : ৮৫ | February 2022
    রূপসা মন্ডল দাশগুপ্ত : ফ্লোরিডা : 2022-04-05
    আমার ছেলে রে ব্র্যাডবেরি-র "ফারেনহাইট ৪৫১" বইটা পড়ে আমাকে পড়ানোর জন্যে ব্যস্ত হয়ে পড়েছে, কদিন থেকে চেষ্টা করছি সেটা পড়তে। এই লেখায় ওঁর উল্লেখ দেখে মনে হল বেশ কাকতালীয় ব্যপার হল। লেখাটা অসাধারণ হচ্ছে।
  • পরবাস শব্দছক | অংশুমান গুহ | সংখ্যা : ৮৫ | January 2022
    সঙ্গীতা রায় : কলকাতা : 2022-03-29
    কিচ্ছু বুঝিনি। সব মাথার অনেক ওপর দিয়ে গেছে। এতকাল ধারণা ছিল, আমি শুধু বাংলা ভাষাটুকু পড়তে পারি, সে ভুলও ভাঙল আজ!
  • ভূগোল স্যার | অচিন্ত্য দাস | সংখ্যা : ৮৪ | October 2021
    বলাই চন্দ্র দাশ : কৃষ্ণনগর, নদীয়া, প।ব। ৭৪১১০১ : 2022-03-23
    খুব সুন্দর গল্প। ভীষণ ভালো লেগেছে। মনে হল আমিও নবকিশোরবাবুকে চিনি। আবার চিনিয়ে দেওয়ার জন্য অচিন্ত্য দাসকে অশেষ ধন্যবাদ।
  • চিঠিপত্র | Parabaas | সংখ্যা : ৮৫ | January 2022
    Rupa Mondal : Dakshineswar, Kolkata - 700057 : 2022-03-03
    অচিন্ত্য দাস-এর ছোটোদের গল্প ভূগোল স্যার অতি অসাধারণ গল্প। কাহিনির বিন্যাসে, উপস্থাপনায় অতি চমৎকার। ekjon prokrito sikkhoker mullo oporisim se ta aaro ekbar promanito holo. বিমানভ্রমণের বর্ণনাও খুব সুন্দর।
  • সম্পাদকীয় | | সংখ্যা : ৮৫ | January 2022
    স্বরূপ মণ্ডল : কান্দি, মুর্শিদাবাদ : 2022-01-28
    সম্পাদকীয় পড়লাম। ভাল লাগল। নবরূপে পরবাস পড়তে খুব ভাল লাগছে। ফেসবুকীয় পরিবেশ থেকে পরবাসকে মুক্ত রাখা বাঞ্ছনীয়।
  • বালি: অন্য হিন্দু | ছন্দা চট্টোপাধ্যায় বিউট্রা | সংখ্যা : ৮৫ | January 2022
    Dr. Tilak Purkayastha : আসানসোল : 2022-01-28
    ভীষণ ভালো লাগলো।
  • আত্মজৈবনিক সেস্টিনা | নিরুপম চক্রবর্তী | সংখ্যা : ৮৫ | January 2022
    Sunandan Chakraborty : Kolkata : 2022-01-28
    এ আমাদের একটা গোটা প্রজন্মের আত্মজীবনী। সোজা মর্মে এসে বেজেছে। জটিল ছাঁদ বজায় আছে সেসটিনার অথচ সুরেলা।
  • ``হেলা’’ কোষের পাদপ্রদীপে হারিয়ে গেলেন কি হেনরিয়েটা ল্যাকস? | নূপুর রায়চৌধুরি | সংখ্যা : ৮৫ | January 2022
    Arnab Chaudhuri : Simi Valley, CA : 2022-01-28
    This article is extremely informative and exciting! Many thanks to the author for summarizing the history of HeLa cells and the use of it in modern medical Science. Thank you!
  • ত্রাণ ট্যুরিজ়ম | সিদ্ধার্থ মুখোপাধ্যায় | সংখ্যা : ৮৫ | January 2022
    Mayukh Datta : sharjah : 2022-01-28
    খুব ভাল লাগল!! ত্রাণ ট্যুরিজম - ব্যাপারটা এক্কেবারে oxymoron টাইপের। খুব সুন্দর বর্ণনা। এক রাতের মধ্যে ঘটে যাওয়া শেষটা হয়ত আর একটু মনোযোগ পেতে পারত!
  • খোল দো کھول دو | সাদাত হাসান মান্টো | translated by শুভময় রায় | সংখ্যা : ৮৫ | January 2022
    koyel : kolkata : 2022-01-28
    অমানবিকতা, দেশ ভাগের যন্ত্রণা, আর কিছু মানুষের নির্মমতা, মান্টোর গল্পে যা সহজ ভাবে ফুটে ওঠে, তাই ই এই অনুবাদ গল্পে প্রতিফলিত হয়েছে। চুপ করে বসে নৃশংস সেই সময়ের কথা ভাবা ছাড়া আর কিছু করার নেই।
  • রস | সংগ্রামী লাহিড়ী | সংখ্যা : ৮৫ | January 2022
    subin das : Kolkata, West Bengal, India. : 2022-01-28
    এই ভাবেই তো তথকথিত সভ্য মানুষের দল আকাশের মতন উদার, সাগরের মতন বিশাল হৃদয়ের বনমালাদের থেকে এই ধরনের বহু ব্যবহার শিখে নিয়ে বাজার থেকে কোটি-কোটি টাকা মুনাফা করে; কিন্তু এর থেকে ক্ষুদ্র অংশ সভ্য মানুষেরা ভাগ করে নেয়নি। উল্টে তাদের যুগ যুগ ধরে থাকা বাসস্থান থেকে বলপূর্বক উৎখাত করে পাঠিয়ে দেয় নিজেদের পছন্দ করা কোন জায়গায়।
  • বিধুবাবুর স্বপ্ন | প্রসূন দত্ত | সংখ্যা : ৮৫ | January 2022
    Apurba Kar : Kolkata : 2022-01-26
    খুব ভালো লাগলো। বিশেষত বর্ণনা পড়ে মনে হয় চোখে দেখছি। আরও চাই এরকম লেখা।
  • চিরন্তনী | কোয়েল মিত্র মজুমদার | সংখ্যা : ৮৫ | January 2022
    শুচিস্মিতা : কলকাতা : 2022-01-26
    অসাধারণ এক চিরকালীন গল্প ।
  • শব্দ | উস্রি দে | সংখ্যা : ৮৫ | January 2022
    Rumjhum Bhattacharya : Pune : 2022-01-25
    দুর্দান্ত।
  • সম্পাদকীয় | | সংখ্যা : ৮৫ | January 2022
    Dipankar Chowdhury : Kolkata : 2022-01-22
    পরবাসের যে রূপটার সঙ্গে এতোদিন পরিচিত ছিলাম আমরা সেটা যেন অনেক বেশি interface friendly ছিল, অনেক অনেক ফিচার সটান দেখা যেত, যেমন "সম্পূর্ণ লেখকসূচি", লেখার প্রথম পৃষ্ঠার ছবি ইত্যাদি ইত্যাদি। এখন সেগুলি অন্তরালে চলে গেল।

    আগে পরবাস খুললেই পত্রিকার একটা overall ছবি সামনে ভেসে আসত যেটা বিশেষ আকর্ষণীয় ছিল। সেটা আর রইল না।


    সম্পাদকের উত্তর:

    আপনার মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ। এখন যদি আরেকবার দেখেন, তো আশা করি দেখতে পাবেন যে আপনার অনুযোগের ভিত্তিতে আমরা নতুন ডিজাইনেও পরবাসের আর্কাইভ-এ অনায়াসে বিচরণের ব্যবস্থা করেছি। সবকিছু ঠিকমতো আগের ডিজাইন থেকে নতুন ডিজাইনে নিয়ে আসার কাজ এখনো চলছে। তবে এইরকম ধরনের আরো মন্তব্য পেলে ভালো হয়।
  • গজু’স এন’ শ্রীপতি’স | নিবেদিতা দত্ত | সংখ্যা : ৮৫ | January 2022
    Prasun Chakraborty : কলকাতা : 2022-01-22
    অনেকদিন পর অসাধারণ লেখার মত একটা লেখা পেলাম। ভালো থাকবেন।
  • খোল দো کھول دو | সাদাত হাসান মান্টো | translated by শুভময় রায় | সংখ্যা : ৮৫ | January 2022
    Arup Bandyopadhyay : New Delhi : 2022-01-21
    চমৎকার অনুবাদ। মান্টোর লেখনী ম্লান হয়নি।
  • মহাশ্বেতার গোড়ার কথা: সিপাহী বিদ্রোহের সমাজ সচেতন ইতিহাস | অংকুর সাহা | সংখ্যা : ৮৫ | January 2022
    দীপঙ্কর চৌধুরী : Kolkata : 2022-01-20
    অসাধারণ গ্রন্থের অনবদ্য সমালোচনা! গ্রন্থ-সমালোচনা কীভাবে লিখতে হয়, অংকুরবাবুর কাছ থেকে শিখতে হয় তা! সাধু! সাধু!
  • ত্রাণ ট্যুরিজ়ম | সিদ্ধার্থ মুখোপাধ্যায় | সংখ্যা : ৮৫ | January 2022
    গৌতম বন্দ‍্যোপাধ‍্যায় : মধ‍্যমগ্রাম : 2022-01-20
    বাদাবনের মাটির মত এ গল্প ভিতরে টেনে নেয়; একটু এগোবার পর পাঠকের ফেরার আর কোনো উপায় থাকে না।
  • চিঠিপত্র | Parabaas | সংখ্যা : ৮৫ | January 2022
    Swapan Bhattacharyya : Kolkata : 2022-01-20
    পরবাস ৮৫ তে দত্তাত্রেয়বাবু ফ্রস্টের কবিতার অনুবাদ নিয়ে যে আলোচনা করেছেন তাতে সমৃদ্ধ হলাম। ঠিক কথা, iambic টেট্রামিটার বলাটা উচিত ছিল। অনুবাদের ক্ষেত্রে ছন্দে অবিকল্পভাবে মূলানুগ থেকে মূলের চলনটি ধরে রাখতে পারার জন্য যে অনুশীলন দরকার, স্বীকার করতে লজ্জা নেই, তা আমার নেই। তাই, আমি চলন ও ভাব অক্ষুন্ন রেখে যেটার মধ্যে আমার ভাষার স্বাভাবিকতা আহত না হয়, সেটা বেছে নিই। জানি, এই আপোষ অমার্জনীয় নয়, তবু আমি অনুবাদকে মৌলিক কাজ হিসেবেই দেখতে চাই। অনেক ধন্যবাদ দত্তাত্রেয়বাবুকে এই জরুরী বিষয়টি নজরে আানার জন্য এবং তাঁর অনুমোদন পেয়েছি বলে।
  • অনুপ্রবেশ | রূপা মণ্ডল | সংখ্যা : ৮৫ | January 2022
    হীরক সেনগুপ্ত : ভারত : 2022-01-16
    অনেক দুঃখ, জল হয়ে গেল। চমৎকার লিখেছেন। জয় হোক।
  • চিরন্তনী | কোয়েল মিত্র মজুমদার | সংখ্যা : ৮৫ | January 2022
    Paromeeta Ray : Kolkata : 2022-01-16
    Osadharon. Iillustration tio jothajatho.
  • অনুপ্রবেশ | রূপা মণ্ডল | সংখ্যা : ৮৫ | January 2022
    Rumjhum Bhattacharya : pune : 2022-01-15
    গল্পের বিষয়টি খুব মনোগ্রাহী।
  • পায়রা | হীরক সেনগুপ্ত | সংখ্যা : ৮৫ | January 2022
    Rumjhum Bhattacharya : Pune : 2022-01-14
    বেশ লাগল।
  • দুটি কবিতা | ঈশিতা ভাদুড়ী | সংখ্যা : ৮৫ | January 2022
    অর্ঘ্য দত্ত : মুম্বাই : 2022-01-13
    রাত্রি নিদ্রাহীন হলে.... জানি। তাই রিলেট করতে পারলাম। জিন্দেগী ভালো লাগলো। মধুর ও মেদুর।
  • 123456
  • Older Comments - পুরোনো মন্তব্য/চিঠি